বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আজকে আমি প্রিয় বন্ধুদেরকে সূর্যের উপদেশ শুনাবো।তার আগে কিছু কথা শোনায়।
কেমন আছো তোমরা? খেয়ে দেয়ে, হেসেখেলে এবং লিখে পড়ে বেশ আরামেই আছো। যদি জানতে চাও আমি কেমন আছি? তাহলে বলব, খুব একটা ভালো না।
কেন? কারণ আমি যেখানে বসে লেখি, সেখানে মশার বড্ড জ্বালাতন।
তোমরাই বলো! মশা যদি এত জ্বালায় তাহলে কি ভালো থাকা যায়।
একটা লেখা যখনি গুছিয়ে আনলাম, কাগজ মেলে কলম নিয়ে তৈরী হলাম আমি,
একটা মশা এসে বসলো একেবারে নাকের ডগায়। কি করি ঠাস করে দিলাম চর। ভন করে মশাটা উড়ে গেল। লেখাটাও মাথা থেকে উড়ে গেল।
আবার চিন্তা করে একটা লেখা সাজালাম, কাগজ-কলম নিয়ে তৈরী হলাম এবার আর মশা জ্বালাতন করলো না, তবুও লেখাটা আমার হলো না, কারণ হঠাৎ করে বিদ্যুৎ গেল চলে। কি সুন্দর আলো ছিল, এখন সব অন্ধকার হয়ে গেল । এত কষ্টের সাজানো-গোছানো লেখাটা সে অন্ধকারে হারিয়ে গেল।
অনেক পরে আলো নিয়ে বিদ্যুৎ ফিরে এলো কিন্তু লেখাটা আর এলোনা। বল দেখি, এত জ্বালাতন হলে কি আর ভালো থাকা যায়! না ভালো কিছু লেখা যায়! তবুও তো কিছু একটা লিখতে হবে।
কি লিখবো? যতই ভাবি ততই হারিয়ে ফেলি। আজকাল লেখাগুলো হয়েছে এমন দুষ্টু সময়মতো হাজির হয় না । সারারাত বসে বসে ভাবি কিন্তু লেখা তার নেই দেখা। অবশেষে অনেক চেষ্টাই একটা লেখা মাথায় এলো । কিন্তু ততক্ষণে সময় গেল ফুরিয়ে, আমিও গেলাম ঘুমিয়ে,আর মশাগুলো আমাকে মারলো জ্বালিয়ে। বিদ্যুৎ ও গেল আমাকে অন্ধকার ডুবিয়ে।
পরে অনেক মনে করে লিখলাম আমি সূর্যের উপদেশ সম্পর্কে। লেখলাম আমি এভাবে, এক বিকেলে সারাদিনের ক্লান্ত সূর্যটা যখন বাড়ি ফেরার জন্য পশ্চিম দিকের মাটি ছুই ছুই করছে, তখন আমি সূর্যকে ডেকে বললাম,
জানি তুমি খুব ক্লান্ত। তবুও একটু দাড়াও, আমার একটা কথার জবাব দিয়ে যাও, তারপর বাড়ি গিয়ে যত ইচ্ছে ঘুমাও।
সকালে পূর্ব দিকে উদিত হও, সন্ধ্যায় তুমি পশ্চিমে অস্ত যাও। সারাদিন আমাদের আলো দাও, তাপ দাও। তোমার আলোকে, তাপে পৃথিবীতে আমাদের প্রাণ বেঁচে আছে। সবকিছু টিকে আছে। কার হুকুমে তুমি আমাদের সেবা কর?
মনে হল সূর্যটা বললো! আমি আল্লাহর হুকুমে তোমাদের সেবা করি, কিন্তু তোমরা কি আল্লাহর ইবাদত করো? আল্লাহর হুকুম মেনে চলো?
আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মেনে ইবাদাত করার তৌফিক দান করুন আমিন।।
আজকের লেখা না হয় এভাবে শেষ করলাম, সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
Congratulations, your post has been upvoted by @r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.