Child labor.

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এবার লিখবো শিশুশ্রম একটি জঘন্য অপরাধ।

শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ আজকের শিশু একদিন বড় হয়ে সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করিবে। সেজন্য শিশুকে জাতির বৃহত্তর স্বার্থে যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ দিতে হবে।

উন্নত বিশ্বে তাই শিশুদের কল্যাণ ও বিকাশের জন্য নানারকম পরিচর্যা ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের দেশে অশিক্ষা ও দারিদ্র্যের কারণে অধিকাংশ শিশুরই উপযুক্ত কোন পরিচর্যা করা হয় না।

বরং জীবনের শুরুতে তাদের বের হতে হয় জীবিকার খোঁজে নিয়োজিত হতে হয় ঝুঁকিপূর্ণ শ্রমে। শিশুশ্রম তাই এদেশে খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে অথচ শিশুশ্রমে নিয়োজিত শিশুদের সর্বনাশা ভবিষ্যৎ পরিণামের কথা কেউ ভাবেনা।

                    শিশুশ্রমের প্রকৃতি

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারের শিশুদের খুব ছোটবেলা থেকেই উপার্জনের দিকে মনোযোগ দিতে হয়। জীবিকার তাগিদ এমন যে ক্ষুধা নিবৃত্তির জন্য তাদের যেতে হয় কাজের সন্ধানে।

দরিদ্র পরিবারের অধিক ছেলে মেয়ে হওয়ার কারণে অসচ্ছল বাবা-মা তাদের সন্তানদের ঠিকমতো খাবার-দাবার দিতে পারেনা। পিতা-মাতার আর্থিক দুরবস্থার কারণে শিশুরা অল্প বয়সেই শ্রম প্রদানে বাধ্য হয়ে থাকে।

যে কোন কাজে যতসামান্য মজুরিতে নিয়োজিত হয়ে শিশুরা শ্রম দেয়। শিশুশ্রমের ক্ষেত্রবিশেষ প্রসারিত বাসা বাড়ির কাজ হোটেলের কাজ গ্যারেজ গাড়ি মেরামত গ্যাস ওয়েল্ডিং এর ঝুঁকিপূর্ণ কাজ নানা নর্দমায় টুকায়ের কাজ ইট ভাঙ্গা পাথর ভাঙ্গা থেকে শুরু করে হেন কাজ নেই যা শিশুরা শিশুদের দাড়া করানো হয় না।

এসব কাজ সাধারণত একজন বা এক ধরনের অসৎ লোক আছে যারা নানা কায়দায় শিশুদের অপহরণ করে বিদেশে পাচার করে দেয় বিদেশে সে শিশুদের উটের জকি সহ নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

খোদা দরিদ্র অর্থনৈতিক সচ্ছলতা জন্যই শিশুরা শ্রমসাধ্য কাজে নিয়োজিত হয় তারা মনে করে যে তাদের কিছু অর্থ দিয়ে তাদের পরিবারকে চালাবে এবং পরিবারের কষ্ট দূর করার চেষ্টা করবে কিন্তু তারা এটা জানে না যে তারা নিজের জীবন ধ্বংস করে ফেলছে।

শিশুশ্রম এর ফলে শিশুরা লেখাপড়া থেকে পিছপা হয় এবং যেকোন ধরনের কাজ করতে তারা দ্বিধাবোধ করে না। তারা যে কাজই পাই কিছু টাকার বিনিময়ে হলেও সেটা তারা করে। এভাবেই একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় কিন্তু তারা সেটা বোঝনা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!