আশা করি সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আবারো হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে। আশা করি আমার লেখাটা পড়ে সবার ভালো লাগবে।
আমি আবার লিখব মিশরের ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে।
বিশমিত হেরোডোটাস বলেছিলেন মিশরের নীল নদের দান। কারণ প্রতিবছর জুন থেকে অক্টোবর পর্যন্ত নীলনদের উভয়টির প্লাবিত হয়। উভয় তীরে দীর্ঘ 600 মাইল এবং প্রস্থ 10 মাইল পর্যন্ত পলিমাটিতে ভরে যায়। পলিমাটির সঞ্চিত উর্বর ভূমিতে ফসল উৎপাদিত হয় মিশরকে সমৃদ্ধশালী দেশে পরিণত করেছে। এই ভূখণ্ডের উত্তরে ভূমধ্যসাগর ও দক্ষিনে বর্তমান স্বরাষ্ট্র এর পূর্ব দিকে প্রবাহমান লোহিত সাগর ও পশ্চিমে রয়েছে বর্তমান লিবিয়া। আফ্রিকার উত্তরাঞ্চলের এই দেশটি ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত-দক্ষিণাঞ্চল এবং উত্তর অঞ্চল।
এশিয়া ইউরোপ ও আফ্রিকার একটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত থাকায় এবং ভূমধ্য সাগরের উপকূলে বিদ্যমান হওয়ায় মিশরের ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসার উপর ভিত্তি করে মিশরের মানুষকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন- রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী, কৃষক ও ভূমিদাস শ্রেণি। মিশরের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পিয়াজ, পিচ ইত্যাদি। ব্যবসা-বাণিজ্য মিশর অগ্রগামী ছিল। মিশরের উৎপাদিত গম, লিলেন কাপড় ও মাটির পাত্র ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি হতো। বিভিন্ন দেশ থেকে মিশরীয় স্বর্ণ-রৌপ্য, হাতির দাঁত,কাঠ ইত্যাদি আমদানি করতে।
রাজনৈতিক ইতিহাস:
ইউরোপীয় লিবিয়ান, এশীয় সেমেটিক ও আফ্রিকার নুবিয়ান রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত এই সভ্যতার রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ। পাক রাজবংশীয় যুগের প্রথম দিকে মিশর অনেকগুলো নগররাষ্ট্র বিভক্ত ছিল। এ সময়ে অর্থনৈতিক প্রয়োজনে একটু স্থূল কনফেডারেশন থাকলেও নগর রাষ্ট্র গুলোর সংবর্ধন ছিলনা। প্রাচীন মিশরীয় সাহিত্য অনুসারে খ্রিস্টপূর্ব ৪৩০০ অর্ধে নিম্ন মিশরের নামার নামক বীরযোদ্ধা উৎস মিশর ও নিম্ন মিশরকে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে অক্ষ বদ্ধ করেন। তিনি ছিলেন মিশরের প্রথম ফ্যারাও রাজা বা শাসক। মিশরীয় শাসকদের বলা হতো ফারাও। পবিত্র কুরআনে তাকে ফেরাউন নামে অভিহিত করা হয়েছে। প্রচন্ড ক্ষমতাধর ও বিশাল প্রসাদে ব্যবসায়ী কারী রাজা উপাধি ছিল ফারাও। ফারাও শব্দটি মিশরীয় পেরও শব্দ থেকে এসেছে যার অর্থ বৃহৎ বাড়ি বা গৃহ। অক্ষ বদ্ধ মিশর দীর্ঘ ৮০০ বছর টিকে ছিল অতঃপর আবার বিভক্ত শুরু হয়।
আমার লেখা টি কষ্ট করে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।