আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভাল আছি। আমি মোঃ রবিউল ইসলাম।আমি আজ আমার শৈশবকালের মার্বেল খেলার স্মৃতিগুলোকে আপনাদের মাঝে শেয়ার করব।
আমাদের সকলেরই শৈশবের কিছু দুর্দান্ত স্মৃতি রয়েছে। সে সময় গুলোকে এখন আমি খুব মিস করি।
বিশেষ করে আমি প্রতিনিয়ত একটি জিনিস খুবই মিস করি। আর তা হল সকাল থেকে শুরু করে সারাদিন শুধু মার্বেল খেলা আর মার্বেল খেলা । সকালে ঘুম থেকে ওঠার পরে হাতে মার্বেল নিয়ে চলে যেতাম বন্ধুদের বাসায় এবং তাদেরকে মার্বেল খেলার জন্য আমন্ত্রণ জানাতাম।
। বন্ধুর ফ্যামিলি থেকে আমাকে অনেক বকাবকি করা হতো এবং আমার ফ্যামিলির কাছে বিচার দেওয়া হতো আমার নামে। এত সকালে আমি মার্বেল হাতে নিয়ে লেখাপড়া বাদ দিয়ে খেলার জন্য ছুটি এসেছি এর জন্য কত বকাবকি এবং মার খেয়েছি ফ্যামিলির হাতে। তারপরেও জানে কোথায় থেকে এক অজানা ভালোলাগা এবং ভালবাসার কাজ করতো মার্বেল এর প্রতি তা বুঝতে পারতাম না।।
আমি এখনো মাথার মধ্যে সেই শৈশবের দিনগুলো অনেক মিস করছি। মার্বেল খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে তা বুঝে উঠতে পারতাম না।
বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে যখন একটু অন্ধকার হয়ে যেত যখন মার্বেল গুলো আর ৩ ফিট দূরে থেকেও দেখা যেত না তখন বুঝতাম নাক্কি পুরা মোট খেলার জন্য।
এদিকে সন্ধ্যার আজান পেরিয়ে অনেকখানি রাত হয়ে গেছে সেদিকে কোন খেয়াল নাই। খেয়াল শুধু একদিকে যে কিভাবে মজা পাওয়া যায় কিংবা কিভাবে আরো একটু বিনোদন পাওয়া সম্ভব।
বন্ধুদের সঙ্গে মার্বেল খেলা নিয়ে কত মারামারি কত ঝগড়া করেছি তার কোন শেষ নাই। প্রতিনিয়ত বন্ধুদের সঙ্গে মার্বেল খেলা নিয়েই পড়ে থাকতাম।
দিনগুলো আজ শুধু স্মৃতির পাতায়। শৈশবের স্মৃতি এখনো আমাকে খুব বেশি আবেগময় করে তোলে। কিন্তু শৈশবে যে আর ফিরে যাওয়া সম্ভব না।
বিশেষ করে আমি যখন স্কুল থেকে বাসায় ফিরে বন্ধুদের সঙ্গে মার্বেল খেলতাম রাস্তার পাশে তখন এত পরিমানের লোক মার্বেল খেলা দেখতে তা বলে বোঝানো সম্ভব না।
রাস্তার ফাঁসি দিয়ে যখন মানুষগুলো বাজারে যেত তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মার্বেল খেলা দেখতো। এত যে আনন্দ এবং উপভোগ করতাম ছোটবেলার মার্বেল খেলা তা বলে বোঝানোর মতো না।
বেশ ভালই ছিল মার্বেল খেলার দিনগুলো। কিংবা গরম প্রতিটি ঋতুতে মার্বেল একটু জনপ্রিয় খেলা বিশেষ করে আমার কাছে। তাছাড়াও প্রতিনিয়ত এই মার্বেল খেলা একটি জনপ্রিয় খেলা বলে আমি মনে করি।
আমার দাদাদের কাছে থেকে গল্প শুনেছি যে তারা নাকি আরো জনপ্রিয়ভাবে মার্বেল খেলতো। তাদের কাছে এই গল্প শোনার পর আমার মধুর শৈশব যেন আরো আনন্দে ভরে উঠত।