শৈশব যদি আবার ফিরে পেতাম।

in r2cornell •  last year 

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শৈশবে ঘটে যাওয়া কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আলোচনা করব৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে৷ চলুন শুরু করি-

প্রতিটা মানুষের জীবনেই শৈশবের স্মৃতিটা সবচেয়ে বেশি আনন্দদায়ক হয়৷ সকল চিন্তা ভাবনা ভুলো শৈশবে কাটানো সময়গুলো সব সময় স্মৃতিময়৷ নেই কোনো ভাবনা চিন্তা, পড়াশুনার বালাই, সারা দিন এদিক সেদিক ঘুরে আর খেলতে খেলতে সময় কেটে যেতো। শৈশবে দুই টাকার জিনিস পেলেই যেমন খুশি হতাম, এখন বড় হয়ে হাজার হাজার টাকার জিনিস পেয়েই এতোটা খুশি হওয়া যায় না৷ ছোট বেলায় মাটির মধ্যে বসে খেলার মজাটা ছিল বেশ আনন্দের। এখন শত চেষ্টটা করলেও সেই আনন্দটা পাওয়া যায় না৷

IMG_20230419_115756.jpg

IMG_20230419_115800.jpg

গত কয়েক দিন আগে প্রচন্ড গরমের কারণে যখন ঘরে থাকা কষ্ট হয়ে যাচ্ছিল, তখন একটু শস্তির আশায় বাগানে গাছের ছাড়া গিয়ে বসে ছিলাম। কিছুটা সময় বসার পর দেখি আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়েরা সবাই তাদের খেলার জিনিসগুলো নিয়ে বাগানে চলে গিয়েছে৷ এরপর শুরু হলো তাদের আনন্দের মুহূর্ত। সব হারি পাতিল বের করে সবাই নিজ নিজ জায়গায় খেলা শুরু করল। এটা যেনো মনে হচ্ছিল, কতটা শান্তিতে আনন্দের মুহূর্ত তারা কাটাচ্ছে। আমি অনেকটা সময় ধরে তাদের কাজগুলো দেখতেছিলাম৷ বেশ ভালো লাগতেছিল।

IMG_20230419_115811.jpg

আমি ভাবলাম, যদি আবারও আমিও আমার শৈশবে ফিরে যেতে পারতান, তাহলো হয়ত, এভাবেই সকল চিন্তা ভাবনা ভুলে আনন্দের সাথে সময় কাটাতে পারতাম। ওরা কেউ চারিদিক থেকে ঘুরে ঘুরে সবজি আনছে, কেউবা সেগুলো রান্নার ব্যবস্থা করতেছে৷ যতটা সময় বাগানে ছিলাম, ততটা সময়ই ওদের দিকে তাকিয়ে শৈশবের কথা ভাবতে শুরু করেছিলাম। শৈশব মানেই আনন্দ।যেটা আমাদের সবার কাছেই এখন স্মৃতি৷ শৈশবে, সেই সকালে ভাত খেয়ে বাড়ী থেকে বের হতাম আবার দুপুরে খাওয়ার সময় হলে আসতাম। মাঝের সময়টা কোথায় যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতাম সেটা বোঝা যেত না৷

শৈশবের সেই আনন্দমুখর দিন এবং সময় গুলো হয়ত আর কখনও ফিরে পাবো নানে৷ শুধু স্মৃতিগুলো ভেবেই আনন্দ নেওয়ার বৃথা চেষ্টটা৷ আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord