আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ চলুন শুরু করি আমার আজকের পোষ্ট৷
ঈদকে সামনে রেখে সকল ধরনের ব্যবসায়ীরাই তাদের ব্যবসাকে লাভের দিকে নিয়ে যেতে চান। যে যেভাবে পারেন, সেভাবে লুটেপুটে টাকা নিয়ে নেয়। আসুন একটু বর্তমান সময়ের টেইলার্স গুলোর চিত্র দেখে আসি। রমজানের শুরু দিকে আমি একদিন, বাজারে গেলাম কিছু পোশাক কেনার জন্য। আমি একটা প্যান্ট, পাঞ্জাবি এবং পায়জামার পিচ কিনলাম। এরপর ভাবলাম এগুলোকে আগে থেকে টেইলার্সে বানাতে দিয়ে আসি। এজন্য আমি কুষ্টিয়া নামকরা ক্লাসিক টেইলার্স এ গেলাম।
সেখানে গিয়ে জিগালাম, প্যান্ট এবং পান্জাবি বানাোর মজুরি কত। দোকানদার বললেন ৫৫০ টাকা করে। গত কিছু দিন আগেও বেশির ভাগ টেইলার্স ৫০০ বা ৪৫০ টাকা করে মজুরি নিত। কিন্তু রমজান আসতেই মজুরি বারিয়ে ৫৫০ টাকা করে দিয়েছে৷ কি আর করার যেহেতু পিচ কিনে ফেলছি, বানাতে তো হবেই৷ এজন্য, উপায় না পেয়ে বানাতে দিয়ে চলে আসলাম। বর্তমান সময়ে ঈদ উপলক্ষ্যে র্গামেন্ট শিল্পের তৈরি পোশাক গুলোর দাম অনেক৷ কোনো পোশাকই, যেনো কেনার মতো নাই৷
প্রতিটা জিনিসের দাম আকাশ ছোয়া। অসহায় মানুষগুলো তাদের ইচ্ছা থাকলেও পছন্দের জিনিসগুলো কিনতে পারেন না৷ আসলে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাহ। শুধু মাত্র বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টটা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ আবারও দেখা হবে আমার নতুন পোষ্ট নিয়ে৷
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।
Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.