গুজব নাকি সত্যি!...
এডমিশনে আশার আগ থেকেই মাথায় যেনো একটা বোঝা চেপে আছে। এমনিতেই পড়াশুনার অবস্থা বেশি একটা ভালো না। কোচিং এর পূর্বের করানো বিষয়গুলো রিভিশন দিতে পারতেছি না৷ একটা সাবজেক্ট পড়তে গেলে সেই দিন অন্য আর কোনো সাবজেক্ট পড়া হচ্ছে না। মোটের উপর যেন নিজেকে নিয়ে রিতিমত হতাশায় ভুগতেছি৷ কখন কি করব৷ কিভাবে শেষ করে বেশি বেশি রিভিশন দিব এই চিন্তায় যেন ভালো লাগে না। এতো চিন্তার মাঝেও যেন ঘুমটাকে কমাতে পারি না।ঘুম বেশিই হয়ে যায়৷ পড়ার টেবিলে বসলেই যেন ঘুম আমাকে আদর করে ডেকে নেয়।
এমনিতেই এতো সমস্যা তারপর শুনতে পাচ্ছি আমাদের এডমিশন পরিক্ষা নাকি আগায়ে দিবে৷ এমনিতেই শেষ করতে পারতেঢ়ি না এরপর যদি পরিক্ষা ৩/৪ মাস আগায়ে দেয়৷ তাহলে তো রিভিশন দূরের কথা শেষ হয়ত করতে পারব না৷ যেখানে বিগত সবাই ১১/১২ মাস পড়াশুনা করে পরিক্ষা দিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে আমাদেরকে ৫ মাসেই পরিক্ষা দিতে হবে। যেটা মোটেই সম্ভব না। তবে পরিক্ষা যে হবে এটার নাকি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা নিয়ে ভাবনা চিন্তা করতেছে৷ করলেও করতে পারে।
কিছু কিছু কোচিং এর পরিচালক বলেছেন সামনে এপ্রিল মাসে পরিক্ষা হতে পারে। এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি৷ যদি এপ্রিলে পরিক্ষা হয় তাহলে আমাদের জন্য খুব কষ্টের বিষয়টা। কোনো বিষয়ই আমি ভালো ভাবে হয়ত শেষ করতে পারব নানে পরিক্ষার আগে। তবে আমাদের অপটিমা কোচিং এর পরিচালক এখনও আমাদেরকে এই বিষয়ে জানান নাই৷ তারা বলতেছেন পরিক্ষা আগের নিয়মেই হবে। এখন কোনটা শিওর এটা নিয়ে আমরা ছাত্ররা দ্বিমতের মধ্যে আছি। এটা কি সত্যি না গুজব বুঝতে পারতেছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
ধন্যবাদ।