আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালার উপর যারা ভরসা করে চলে, তারা কখনও ব্যর্থ হয় না৷ আল্লাহ তাদেরকে কখনও নিরাস করেন না৷ আর প্রত্যেক ব্যক্তিই অবশ্যই তার নিজ নিজ কষ্টের ফলগুলো কখনও না কখনও পেয়েই থাকবেন। আজকে আমার টাইটেলটা দেখে হয়ত অনেকেই একটু কৌতুহল প্রকাশ করবেন। কিসের জন্য আলহামদুলিল্লাহ৷ নিশ্চয় ভালো কিছু ঘটেছে। জি হ্যাঁ. আল্লাহ তায়ালার রহমতে গতকাল রাতে আমার ৭ম পর্বের বোর্ড সমাপনী পরিক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমি আলহামদুলিল্লাহ 4 out of 4 পেয়েছি। মানে সিজিপিএ-৪.০০ পেয়েছি।
এটা একমাত্র আল্লাহ তায়ালার রহমত ছাড়া কখনওই সম্ভব ছিল না। তিনি আমাকে দয়া এবং রহমত দিয়েছিলেন বলেই, আমি পরিক্ষা গুলো ভালোভাবে দিতে পেরেছিলাম। যার ফলসরুপ আমি আমার রেজাল্ট পেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ আগামি দিনগুলোও আল্লাহ তায়ালা ভালোভাবে পার করে দিবেন। আসলে রেজাল্ট ভালো হলে কি যে আনন্দ লাগে, সেটা বলে বোঝানো যাবে নাহ। যদি আমি সবগুলো পর্বে ফোর আউট অফ ভোর পায় নাই৷ এটা নিয়ে মোট চার বার পেলাম। আর তিনবার মিস হয়ে গিয়েছে।
আমি সব সময়ই চেষ্টটা করে যাচ্ছি শত কষ্টের মাঝেও নিজের পড়াশুনাটাকে সুন্দর ভাবে চালিয়ে নেওয়ার জন্য। আমি জানি আল্লাহ তায়ালা আমাকে কখনও নিরাশ করবেন না৷ বর্তমানে আমি ডুয়েটে এডমিশন দেওয়ার জন্য কোচিং করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ, আল্লাহ তায়ালা আমার এই স্বপ্নটাও পূরণ করে দিবেন, বলে আমি মনে করি। আমাদের সবার উচিত সব সময় আল্লাহ তায়ালা উপর ভরসা রেখে চলা। তাহলে আমাদের সকল বিপদে তিনিই পথ দেখাবেন এবং বিপদ থেকে মুক্তি লাভ দিবেন৷
আসুন, আমরা সবাই আল্লাহ তায়ালার প্রতি ইমান আনি৷ তাকে বিশ্বাস করি এবং তার কাছেই একমাত্র সাহায্য প্রার্থনা করি। যাতে তিনি আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নতুন কোনো বিষয় নিয়ে।
ধন্যবাদ