ট্রেনে রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্ত ভ্রমণ।..

in r2cornell •  last year 

Hi friend's,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ট্রেনে রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্ত ভ্রমণের মুহুর্তটা শেয়ার করব৷ চলুন শুরু করি-

ট্রেনে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে আন্তঃনগর ট্রেনগুলোতে। আমি ট্রেনে বেশি একটা দূরে গিয়েছিলাম না সর্বোচ্চ কুষ্টিয়া স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু গত কয়েক দিন আগে আমি রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্ত দীর্ঘ ট্রেন ভ্রমণ করলাম। মূলত আমি আমাদের বন্ধুদের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ভ্রমণ করেছিলাম। মানে আমরা ট্রেনে ভাঙ্গা পর্যন্ত গিয়ে, সেখান থেকে পদ্মা সেতু পার হয়ে বাসে ঢাকাতে যাব। আমি রাজশাহী থেকেই ট্রেনে উঠেছিলাম, আর আমার বন্ধুরা কুমারখালি স্টেশন থেকে উঠেছিল। সকাল ৮ টার সময় রাজশাহী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করেছিল। দীর্ঘ ৩ ঘন্টা ট্রেন ভ্রমণের পর ট্রেনটা কুমারখালিতে আসল৷ এরপর সেখান থেকে আমার বন্ধুরা ট্রেনে উঠল। আমাদের সিটগুলো পাশাপাশি ছিল।
IMG_20230512_065952.jpg

IMG_20230512_140921.jpg

IMG_20230512_123604.jpg

IMG_20230512_112953.jpg

এরপর আমরা সবাই ট্রেনের মধ্যে সেলফি তুললাম এবং আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম। কয়েকটা স্টেশন যাওয়ার পর ট্রেনটা রাজবাড়ী থামল। সেখানে আমার বন্ধুরা নেমে গিয়ে একটা চায়ের দোকান থেকে চা খেতে লাগল। আমি ট্রেন থেকে নেমেছিলাম না, এজন্য আমার চা টা ট্রেনের মধ্যে পাঠায়ে দিল। ট্রেনে বসে চা খাওয়ার অনুভূতিটা একটু অন্য রকম৷ এই প্রথমবার আমি ট্রেন ভ্রমণের সময় ট্রেনের মধ্যে চা এবং কেক খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই ট্রেনে উঠে পড়ল। তারপর ট্রেন আবারও তার যাত্রা শুরু করল। প্রায় ৭ ঘন্টা সময় লেগেছিল রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্ত যেতে।
IMG_20230512_141519.jpg

IMG_20230512_141121.jpg

IMG_20230512_140958.jpg

দুপুর ৩ টার দিকে আমরা ভাঙ্গা স্টেশনে গিয়ে পৌছালাম৷ ওখানেই ট্রেনের শেষ গন্তব্য। সেখান থেকে আবার ট্রেনটা রাজশাহীর উদ্দেশ্যে ফিরে আসে। প্রথমবার আমি এতোটা সময় ট্রেন ভ্রমণ করলাম। বেশ ভালো লেগেছিল, যদিও বা আমার একটু কষ্ট হয়েছিল, কারণ সকালে না খেয়ে ট্রেনে উঠেছিলাম,, এদিকে আবার দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছিল। স্টেশনে নেমে আমরা কিছুটা সময় আগে স্টেশনের চারিদিকে ঘুরে দেখলাম৷ তারপর সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। আমি একটু হাসি পাচ্ছিল কারণ, কে যে এই স্টেশনের নাম ভাঙ্গা রাখছিল। এখান থেকে কিছুটা দূর গেলেই পদ্মা সেতু দেখা যায়।

আমরা পদ্মা সেতু হয়েই বাসে ঢাকাতে গিয়েছিলাম। রাজশাহী থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন ভ্রমণটা বেশ স্মৃতিময় ছিল। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ আবারও দেখা হবে আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকেট পোষ্টট পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord

  ·  last year  ·  

Dear @rasel8, your content was selected manually by curators @nalexadre, @ten-years-before to receive a curation from BeBlurt 🎉

image
BeBlurt frontend Blurt: https://beblurt.com

  ·  last year  ·  

ট্রেনের ভ্রমণে খুবই আনন্দের মুহূর্তে কাটিয়ে ছেন যেগুলো আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

  ·  last year  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png