Hi friend's,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কথা বলব৷ চলুন শুরু করি-
মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে এটাই স্বাভাবিক। আমিও এজন্য নিজের জীবনের সকল দুঃখ কষ্টকে মানিয়ে নিতে শিখে গেছি। শত কষ্টের মাঝেও নিজেকে হাসি মুখে মানুষের সামনে উপস্থাপন করি৷ যাতে কেউ আমার কষ্টটা বুঝতে পারে না। কথায় বলে বিপদ না বলেই আসে। এমনিতেই পারিবারিক নানা ধরনের সমস্যার জন্য জীবনটা যেনো অতিষ্ঠ হয়ে গেল। কোনো ভাবেই যেনো একটু শান্তি পাওয়া যায় না। একটু যূি ভাবি হয়ত এখন একটু শান্তিতে কয়েকটা দিন কাটানো যাবে, হঠাৎ একটা বিপদ এসে সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেয়। তারপরে আমার কোচিং এর ছাত্র-ছাত্রীরা আমাকে আরও বেশি ঝামেলাই ফেলে।
আজকের কথাই বলি। দুপুরে কেবল মাত্র ছাত্রদের পড়া শেষ করে রুমে এসে হাতমুখ ধুয়ে খাবার খেতে বসেছিলাম। কিছু খাবার খাওয়ার পর হঠাৎই ফোনটা বেজে উঠল। ফোনটার কল রিসিভ করতেই একজন বলে উঠল ভাইয়া ইজাজের ফোন হারিয়ে গিয়েছে। আমি তো যেনো আকাশ থেকে পড়লাম। জিগালাম কিভাবে, বললো আমার কাছে পড়তে এসে বেঞ্চের উপর রেখে চলপ আসছিল। কিন্তু পরে গিয়ে আর খুজে পায় নাই৷ আমার চিন্তা আরও বেড়ে গেল, আমার কাছে পড়তে এসে ফোনটা হারিয়েছে। আমি তারাতারি খাবারটা খেয়ে যেখানে পড়াই সেই জায়গায় চলে গেলাম৷ আমি যেতেই ওরা আমার কাছে আসল। আমি পড়ানো শেষ করার পর অন্যদের একটা ব্যাচ পড়তে ঢুকেছিল।
নিলে ওই ব্যাচের ছাত্ররাই নিছে৷ কিন্তু কেউ শিকার যাচ্ছে না৷ আমি সবার ব্যাগ এবং শরীর খুজে দেখালাম। কিন্তু কারুর কাছে ফোন পাওয়া গেল না। অনেক সময় খুজেও ফোনটা পাওয়া গেল না। এদিকে ফোনে কল ঢুকতেছে কিন্তু কেউ ধরতেছে না। কোনো উপায় না দেখে আমি আমার সেই ছাত্রকে নিয়ে কুষ্টিয়া মডেল থানায় চলে গেলাম। একটা সাধারণ জিডি করার জন্য৷ যাতে যদি কেউ ফোনটা নিয়ে পরে অন করে তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে। নিজের জীবনের সমস্যাগুলো নিয়েই যেনো নাজেহাল অবস্থা তারপর আবার এই ঝামেলা শুরু হলো। যে ছাত্রের ফোনটা হারিয়েছে, সে তো খুবই মন খারাপ করে ছিল। কারণ বাসা থেকে রাগ করতেছে, আরও নিজের জিনিস এভাবে হারালো।
থানায় জিডি করে দিয়ে আমি ওদেরকে বললাম বাসায় চলে আসতে। একবার হারিয়ে যাওয়া জিনিস খুজে পাওয়া মুশকিল। আসলে হঠাৎই যে এমন বিপদ আসবে তা কল্পনা করাও ছিল না। সবচেয়ে বেশি খারাপ লাগছে যে, আমার কাছে পড়তে এসে ছাত্রটার ফোনটা হারালো। আমি নিজেই যেনো হস্তবদ্ধ হয়ে গিয়েছিলাম। এখন আল্লাহ তায়ালার উপর ভরসা। যেনো ফোনটা ফিরে পাওয়া যায়। বিপদ মানুষের জীবনে কখন যে চলে আসে সেটা কখনওই বলা যায় না। মানুষের স্বাভাবিক জীবনকে বিপদ এসে একেবারে তসনস করে দেয়।
এজন্য আমাদেরকে সব সময় সতকর্তার সাথে পথ চলতে হবে, সাবধানে কথা বলতে হবে, সহ নানা ধরনের বিষয় বিচেনা করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে।
সবাাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।
Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.