দেড় মাসে প্রথমবার।

in r2cornell •  11 months ago 

দেড় মাসে প্রথমবার।

আজ দেড় মাস হয়ে গেলে গাজিপুরে এসেছি। এখানে কোচিং এর আবাসিকে থাকি। শুধু নিজ রুমে আর প্রয়োজনে বাইরে যাওয়া ছাড়া কোথাও যাওয়া হয় না। এমনকি এতো দিন এসেছি, একবারও ছাদেও যায় নাই। কাপড় ধুয়ে দিলে আমাদের তলাতেই নেড়ে দেই। আমি সচারাচর সিড়ি বয়ে ছাদে যেতে মন চায় না। বলতে পারেন অনেকটা অলস প্রকৃতির মানুষ৷ তবে এই অলসতার যেনো অবসান ঘটিয়ে দিলাম। গতকালকে বিকালে আসরের নামাজ পরে হঠাৎই আমার বন্ধুর সাথে একটু ছাদে ঘুড়তে গেলাম। ভাবলাম, ছাদটা দেখে আসি৷ আমাদের আবাসিকটা চার তলা বিশিষ্ট।

IMG_20231015_173732.jpg

IMG_20231015_173737.jpg

IMG_20231015_173804.jpg

আমরা ছাদে, গিয়ে দেখি, আরও কয়েকজন ছাদে বসে আছে। আড্ডা বা গল্পে মেতে আছে। আমরাও গিয়ে কিছুটা সময়, ছাদে হাটাহাটি করলাম। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালাম। বিকালের সময়টা ছাদে, কাটাতে, বেশ ভালো লাগে। ঠান্ডা বাতাস বয়তে থাকে। বেশির ভাগ ছাত্ররাই সকালে বা বিকালে ছাদের গিয়ে তাদের অবসর সময়টাকে পার করে। কিন্তু আমার যেতে ভালো লাগত না বলে আমি যেতাম না। হঠাৎই গতকালে কি মনে হয়ে আবার ছাদে গেলাম। তবে বেশ ভালো লাগতেছিল।

ছাদ থেকে গাজিপুর শহরটা দেখতে বেশ ভালো লাগছিল। উঁচু উঁচু বিল্ডিং দাড়িয়ে আছে, শহরের বুকে। সবাই যেনো উচু উঁচু বিল্ডিং নির্মানের প্রযোতিযোগিতায় নেমেছে। সবাই যেনো ধনী হতে ব্যস্ত।

আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ৷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord

  ·  11 months ago  ·  

Thank you.