প্রচন্ড উত্তাপে বাইরে বের হওয়া কষ্ট।।

in r2cornell •  last year 

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। চলুন শুরু করি আমার আজকের পোষ্ট

বর্তমানে এপ্রিল মাস চলছে। সচারাচর এপ্রিল মাসে একটু বেশি গরম পড়ে। কিন্তু প্রতিবারের থেকে এবারের চিত্রটা যেনো সম্পূর্ণ ভিন্ন। গত কয়েক দিন ধরে বাংলাদেশের প্রায় সকল স্থানেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে৷ রৌদ্রের প্রচন্ড তাপে কেউ বাড়ির বাইরে বের হতে পারছে না, খেটে খাওয়া মানুষগুলো কষ্টের মাঝে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বাড়ীতে থাকলেও যেনো ঘরে থাকা যায় না। এসির বাতাসও যেনো মনে হয় এর কাছে কিছুই না। বাইরে বের হলেই যেনো মনে হচ্ছে, কেউ এসে শরীরের উপর আগুনের তাপ দিলো। রমজান মাস চলছে, রোজা অবস্থায় এই উত্তপ সময়ে মানুষগুলো খুবই কষ্টে দিন পার করতেছে।

IMG_20230415_123420.jpg

আমি প্রতিদিন সকালে পড়াতে যায়।পড়াতে যাওয়ার সময় তেমন একটা সমস্যা হয় না৷ কিন্তু যখন ছাত্রদের পড়ানো শেষ করে আমি দুপুর ২ টার দিকে সাইকেল চালিয়ে বাসায় আসি তখন মনে হয় যেনো, আমার পুরো শরীর কেউ আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে৷ এই উত্তাপ সহ্য করতে না পেরে আজকে আমি বাসা থেকে হেঁটে হেঁটে পড়াতে গিয়েছিলাম। কিন্তু হেঁটে যাওয়াটা আবার অন্য দিক দিয়ে কষ্ট৷ মাথায় ছাতা থাকলেও এতোটা পথ হেঁটে যাওয়া বেশি কষ্টের। আমরা যারা বাসায় শুয়ে বসে দিন কাটাচ্ছি, তাদের কাছেই যদি গরমটা এমন মনে হয়, তাহলে যারা রৌদ্রে দাড়িয়ে কাজ করছে তাদের অবস্থা কেমন হচ্ছে।

IMG_20230415_123423.jpg

IMG_20230415_123446.jpg

প্রচন্ড এই গরমের কারণে, বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে অগ্নি দূর্ঘটনা। এরপর মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। আসলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ হয়ত৷ সৃষ্টি কর্তার কোনো গজবও হতে পারে এটা। মানুষ তাদের দুহাত দিয়ে এই গোজব কামায় করে নিচ্ছেন। আমার সবার উচিত পরিবেশকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানো,৷ বনায়ন নষ্ট না করা। যাতে পরিবেশের অক্সিজেনের মাত্র বৃদ্ধি পাবে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায়। সারা দিনের গরমের ফলে মানুষের শরীরের পানির চাহিদা যেনো বেরেই চলেছে৷ কিন্তু রোজা অবস্থায় তো পানি পান করা যায় না।

ইফতারি শেষ করে সবাই যেনো খাবার রেখে পানি খেতে ব্যস্ত। সৃষ্টিকর্তা আমাদেরকে এই প্রচন্ড গরম থেকে হেফাজত করুন৷ মানুষ অসহায়ত্বের দোরগোড়ায়ে পৌছানোর কারণে, শত কষ্টের মাঝেও বাইরে বের হয়ে কাজ করতে থাকেন। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের কাছে ভালো লেগেছে৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last year  ·  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png