Cultivation of banana in modern way.

in r2cornell •  3 years ago 

IMG_20211208_101940.jpg
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি আজ আপনাদের মাঝে আধুনিক পর্যায় কলা চাষ করা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চাই. আমি গ্রাম অঞ্চলে বসবাস করি আমার পরিবার মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি আমি চাষাবাদ করে খায় তার পাশাপাশি আমি এই অনলাইনে ব্লাড কমিউনিটি তে কাজ করি আশা করি আমার এই আধুনিক পর্যায় কলা চাষ করা আপনাদের সবার ভালো লাগবে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে কলা চাষ করে অনেক অর্থ উপার্জন করা যায় এবং কলাতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে।যা খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।চলুন শুরু করা যাক যে আধুনিক পর্যায় আমি কিভাবে কলা রোপণ করেছি।

কলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল যা সারা বছর পাওয়া যায়। কলাকে প্রাচীন সাহিত্যে কদলি বলা হতো। কলাগাছ, কলাপাতা, কলাগাছের শিকড় ও কলা সবই উপকারী। কলাগাছ ও কলাপাতা শুধুমাত্র পশু খাদ্য নয়। এদের আছে আশ্চার্যজনক ভেষজ গুণ। রোগ নিরাময়ে অদ্বিতীয়।

বাণিজ্যিক ভিত্তিতে যেসব জাতের আবাদ হচ্ছে তন্মধ্যে উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে বারিকলা-১ ও বারিকলা-২ (আনাজিকলা), অমৃতসাগর, সবরি, চম্পা, কবরি, মেহেরসাগর, বীচিকলা অন্যতম।

চলুন কলা চাষের আধুনিক পদ্ধতি জেনে নিই:

মাটি :
পর্যাপ্ত রোদযুক্ত ও পানি নিকাশের সুবিধাযুক্ত উঁচু জমি কলা চাষের জন্য উপযুক্ত। উর্বর দো-আঁশ মাটি কলা চাষের জন্য উত্তম। চাষ ও মই দিয়ে জমি সমতল ও আগাছামুক্ত করে নিতে হবে।

চারা রোপণ :
কলার চারা বছরে ৩ সময়ে রোপণ করা যায়। ১ম রোপণ কাল : আশ্বিন-কার্তিক সবচেয়ে ভালো সময়। ২য় রোপণ কাল : মাঘ-ফাল্গুন ভালো সময়। ৩য় রোপণ কাল : চৈত্র-বৈশাখ মোটামুটি ভালো সময়।

চারার দূরত্ব :
সারি থেকে সারির দূরত্ব ২ মিটার এবং চারা থেকে চারার দূরত্ব ২ মিটার।

গর্ত তৈরি :
চারা রোপণের মাসখানেক আগেই গর্ত খনন করতে হবে। গর্তের আকার হবে ৬০ সেমি. চওড়া ও ৬০ সেমি. গভীর। গর্ত তৈরি হয়ে গেলে গোবর ও টিএসপি সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরে রাখতে হবে।

চারা রোপণ :
রোপণের জন্য অসি তেউড় উত্তম। অসি তেউরের পাতা সরু, সুঁচালো এবং অনেকটা তলোয়ারের মতো, গুড়ি বড় ও শক্তিশালী এবং কা- ক্রমশ গোড়া থেকে ওপরের দিকে সরু হয়। তিন মাস বয়স্ক সুস্থ সবল তেউড় রোগমুক্ত গাছ থেকে সংগ্রহ করতে হয়।

সার প্রয়োগ:
অর্ধেক গোবর জমি তৈরির সময় এবং অবশিষ্ট অর্ধেক গর্তে দিতে হবে। অর্ধেক টিএসপি একই সঙ্গে গর্তে প্রয়োগ করতে হবে। রোপণের দেড় থেকে দুই মাস পর ৪ ভাগের ১ ভাগ ইউরিয়া, অর্ধেক এমপি ও বাকি টিএসপি জমিতে ছিটিয়ে ভালোভাবে কুপিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এর দুই থেকে আড়াই মাস পর গাছ প্রতি বাকি অর্ধেক এমপি ও অর্ধেক ইউরিয়া প্রয়োগ করতে হবে। মোচা বের হওয়ার সময় অবশিষ্ট ৪ ভাগের ১ ভাগ ইউরিয়া জমিতে ছিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।

পরিচর্যা :
চারা রোপণের সময় মাটিতে পর্যাপ্ত রস না থাকলে তখনই সেচ দেয়া উচিত। এছাড়া শুকনো মৌসুমে ১৫-২০ দিন পর পর সেচ দেয়া দরকার। বর্ষার সময় কলা বাগানে যাতে পানি জমতে না পারে তার জন্য নালা থাকা আব্যশক। মোচা আসার পর গাছপ্রতি মাত্র একটি তেউড় বাড়তে দেয়া ভালো।

আধুনিক পদ্ধতিতে কলা চাষ শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

Translation:

Assalamu alaikum how are you all I hope everyone is well I am also very good in your prayers I want to give you some ideas about modern stage banana cultivation today. I live in a rural area. My family was born into a middle class family. I cultivate and eat. Besides, I work in this online blurt community. I hope you all enjoy cultivating this modern stage of banana. Money can be made and bananas contain a lot of nutrients. Playing which boosts our body's immunity. Let's start with the modern stage of how I planted bananas.

Banana is an important fruit of Bangladesh which is available throughout the year. Kala was called Kadali in ancient literature. Bananas, banana leaves, banana roots and bananas are all beneficial. Banana plants and banana leaves are not the only animal food. They have amazing medicinal properties. Unique in curing diseases.

Among the varieties being cultivated on commercial basis are Barikala-1 and Barikala-2 (Anajikala), Amritsagar, Sabri, Champa, Kabari, Mehersagar, Beechikala.

Let's learn the modern method of banana cultivation:

Soil:
High lands with adequate sun and drainage are suitable for banana cultivation. Fertile loamy soil is good for banana cultivation. The land should be leveled and weeded with tillage and ladder.

Sapling planting:
Banana seedlings can be planted 3 times a year. 1st planting season: Ashwin-Kartik is the best time. 2nd planting season: Magh-Falgun is a good time. 3rd planting season: Chaitra-Baishakh is a fairly good time.

Plant distance:
Row to row distance is 2 m and seedling to plant distance is 2 m.

Hole making:
Holes should be dug a month before planting. The size of the hole will be 60 cm. Wide and 60 cm. Deep. Once the hole is made, the hole should be filled by mixing dung and TSP fertilizer with soil.

Sapling planting:
Aussie teur is best for planting. The leaves of Aussie teur are slender, pointed and much like a sword, the stem is large and strong and the ka- is gradually narrowed from the base to the top. Three months old healthy vigorous taurus is to be collected from disease free tree.

Fertilizer application:
Half of the dung should be given at the time of land preparation and the remaining half should be given in the pit. Half TSP should be applied to the hole simultaneously. One and a half to two months after planting, 1 part 4 urea, half MP and the rest TSP should be sprinkled on the land, chopped well and mixed with the soil. After two to two and a half months, the remaining half MP and half urea should be applied per plant. When the mocha comes out, 1 part of the remaining 4 parts urea should be sprinkled on the soil and mixed with the soil.

Attendance:
Irrigation should be given only when there is not enough sap in the soil at the time of planting. Besides, it is necessary to irrigate every 15-20 days in dry season. It is necessary to have drains in the banana orchard during the rainy season so that water does not accumulate. It is better to allow only one tiller per plant to grow after the arrival of mocha.

The article titled Banana Cultivation in Modern Method has been collected from Agricultural Information Service.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Your post has been upvoted (1.00 %)

Delegate more BP for better support and daily BLURT reward 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote