বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি লেকের সৌন্দর্য

in r2cornell •  3 years ago 

আমার আজকের এই ছবিগুলো বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি লেকের দৃশ্য।
ধানমন্ডির ভিআইপি আবাসিক এলাকাকে ঘিরে রয়েছে এই লেক।

received_697008671652113.jpeg

এই লেকটি প্রাথমদিকে ঢাকার কাওরান বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল, যা তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল।
পরে ১৯৫৬ সালে ২৪০.৭৪ হেক্টর জমিতে ধানমন্ডি লেকের আশেপাশের এলাকাকে আবাসিক এলাকা হিসেবে উন্নীত করা হয়। এই উন্নয়ন প্রকল্পে ধানমন্ডি আবাসিক এলাকার ১৬% লেকের জন্য বরাদ্ধ রাখা হয়েছিল।

received_443640807436762.jpeg

এই লেক এখন দর্শনীয় স্থানে পরিচিতি লাভ করেছে। বিশেষত সকালে এবং বিকালে স্বাস্থ্য সচেতন মানুষেরা এই লেকের পাড়ে বসে সুন্দর সময় অতিবাহিত করে। বছরের বিশেষ বিশেষ সময়ে এই লেকের পাড়ে মেলা বসে।
তাছাড়া ১লা বৈশাখের মত উৎসবের দিনগুলোতে লেকে লোক সমাগম বেশি হয়। বিভিন্নসাংস্কৃতিক সংগঠন প্রায়শ তাদের কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই লেকে।

যদিও এই লেক টা ভিআইপি এলাকায় অবস্থিত। তারপরও এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
এখানে যে কেউ বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।

ধানমন্ডি লেকটির নির্দিষ্ট কোন খোলা ও বন্ধের সময়সূচী নেই। তবে ভোর ৫.০০টা থেকে রাত১০.০০টা পর্যন্ত দর্শনার্থী অবস্থান করতে পারবেন। লেকটিতে প্রবেশের জন্যকোন টিকেটের প্রয়োজন হয় না।

received_3114304978848773.jpeg

ধানমন্ডি লেক এখন ঢাকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি। ১৯৯৫ সালে সংস্কার করে লেকটিকে নতুন রূপ দেয়া হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!