আমি নিশ্চিত এই মূহুর্তটা আমার জীবনে আগেও এসেছিল...
একটা অদ্ভূত অনুভূতি। মনে হতে পারে এই জায়গাটায় আমি আগেও এসেছি…
অথবা এরকম কথা-বার্তা যেন আগেও কোথাও শুনেছি …
কিন্তু আপনি আবার জানেন, এটা হতেই পারে না। এই অনুভূতিটাকে বলে 'দেজা ভু।('Déjà vu (/ˌdeɪʒɑː ˈvuː, - ˈvjuː/][2] DAY-zhah-VOO, -VEW; French: [deʒa vy])
একজন প্যারা-সাইকোলজিস্ট এমিল বইরাচ 'দেজা ভু' শব্দটি প্রথম ব্যবহার করেন।
১৮৭৬ সালে তিনি একটি চিঠি লেখেন ফরাসী জার্নাল 'ফিলোসফিকে।' সেখানে তিনি এই 'আগে যেন দেখেছি'র অনুভূতি বর্ণনা করেছিলেন 'দেজা ভু' শব্দটি দিয়ে।
বাংলায় এক শব্দে এই অনুভূতি প্রকাশ করা কঠিন। তবে বলা যেতে পারে "আগে যেন দেখেছির অনুভূতি " ।
'দে জাভু'র বিপরীত অনুভূতির নাম 'জামাইস ভু' !
অনেক সময় কোন পরিচিত কিছু দেখেও আমাদের অদ্ভূত অনুভূতি হয়, এটাকে বলা হয় 'জামাইস ভু'।
পরিচিত কোন আপনজনকে আপনার মনে হতে পারে সে আপনার অপরিচিত !!