বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় জয়, খোদ টেস্ট ইতিহাসের উজ্জ্বল একটা মুহূর্ত। অনেক দেশের ব্রডকাস্ট এমন সেগমেন্ট করে "অন দিস ডে ইন ক্রিকেট" সেখানেও আরও বহু বছর যে এই ম্যাচ, দক্ষিন এশিয়ার ছোট্ট একটি দেশ আর এবাদতের এই স্পেল এর চর্চা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে কোন জেনারেশন এদেশের নামকে এমন উচ্চতায় নিয়ে যায় নি, অন্তত টেস্ট ক্রিকেটে তো না ই। আর এই মুহূর্তটা এল তারুণের হাত ধরে।
ভাই, এই অমুক পাচজন গেলে দেশের খেলা শেষ, কেনিয়া হয়া যাবে, জিম্বাবুয়ের সাথেও জিতবে না,ভবিষ্যৎ অন্ধকার।সবার মুখের কথা একই সাথে মিডিয়ার প্রচার করা কথা, কিন্তু হটাত যেন সেই কল্পনার অন্ধকার ভবিষ্যতে একটু ফাটল ধরল, না বাংলাদেশ নামক এই ক্ষুদ্র আর আবেগপ্রবন দেশের ক্রিকেট গাথা এত তারাতারি শেষ হবে?শুধু কি ভক্তদের কষ্টে জর্জরিত করেই খান্ত হবে? মুদ্রার অপর পিঠ টা যে এখনও দেখা বাকি। পুরো বিশ্ব জয় করা বাকি।
ক্রিকেট তো এক দুজন বা আমাদের খেলতে পাচজনের খেলা না। এটা ১১ জনের খেলা।আর একজন দলনেতার খেলা।কিন্তু এই ১১ জনে যদি ৪-৫ জন নেতা থাকে তাহলে দলটাও ভাগ হয়ে যায়, চাইলেও আর দল হিসেবে খেলে না, খেলে ব্যক্তিগত অর্জনের জন্য।
মাহমুদুল্লাহ এই দলে নাই বলেই রাব্বি সুযোগ পাচ্ছে, লিটন আর একটু উপরে ব্যাট করতে পারছে, রুবেল কে দলে না রাখাতেই শরিফুল এর মত প্লেয়াররা দলে ঢুকতে পারছে। সাকিব না থাকাতে দলে ৪জন বোলার, কিন্তু তাতেও তো দল অভ্যস্ত হয়ে গেছে। দল তো থেমে নেই, পুরা তরুন আর মাঝ বয়সী একটা টিম যে এই সিরিজটা খেলতে গেল আর সেখানে গিয়ে এরকম পারফর্ম করল তার কারণ তাদের উপর ইনভেস্টমেণ্ট টা করা হচ্ছে।সব সিনিওরকে খুশি করা আর দলের বাইরে থাকা মুক্তিযোদ্ধার সাথে নিয়মিত যোগাযোগ না করলেই যে দল উচ্ছন্নে যাবে না তার একটা প্রমান এই পারফরমান্স।
আর শূন্যস্থান তৈরি হলেই যে তা পূরণ হওয়ার প্রসেস শুরু হয় বাংলাদেশ দলের জার্নিটাই এর প্রমান।
আমাদের সত্যি পরিবর্তনের দরকার ছিল, ১৯ এর পর থেকেই ছিল আর প্রত্যেক ফরম্যাটেই ছিল, এখনও প্রয়োজন। সাম্নেই আরেকটা ওয়ার্ল্ডকাপ আর তাতে খেলবে কারা? গত বিশ্বকাপে ভয়াবহ বাজে খেলা আমাদের "অভিজ্ঞ" আর ধরা ছোঁয়ার বাইরে থাকা "সিনিওর"।যাদের প্রভাবে দলটাই কখনও দল হিসেবে খেলতে পারে না।আণ্ডার-১৯ এর টিমটা দেখেন, সেখানে কেউ স্ট্যান্ড আউট স্টার না আবার সবাই স্টার।আর তারা ভালো খেলতে পারসে কারণ তারা টিম হিসেবে খেলে।আমাদের এই টেস্ট টিমটাও সেরকমি ।এবার হয়তো বাইচান্স একটা ইয়াং টিম খেলার সুযোগ পেয়েছে।কিন্তু আমি চাই এই ধারা বজায় থাকুক।নতুনদের দলে জায়গা দেওয়ার বিষয়টা সহজ হোক। আর যারা ভালো করছে তাদের নিয়ে আর কোন পাণ্ডব নামক জান্তব না গড়ে উঠুক যাদের কোন বোর্ডও নিয়ন্ত্রণ করতে পারবে না। চাইলে আরও ১০ টা বাংলাদেশ ফ্যানপেজ খোলেন, কিন্তু আর কোন অমুকিয়ান তমুকিয়ান ফ্যানগোষ্ঠী দেখতে চাই না।
দল বাংলাদেশের বিজয়ে সবাইকে শুভেচ্ছা ।
আর নিজের প্রিয় ক্রিকেটার না থাকায় দল কেনিয়া হওয়ার আশায় বসে থাকা মানুষের জন্য সমবেদনা।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
** Your post has been upvoted (1.78 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote