See You in My Village | আমার গ্রাম গুড়ে দেখা

in r2cornell •  last year 

"Bismillahir Rahmanir Rahim"
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

image.png

Today I went out for a walk along this starting path, let's see where to go through this path and see what falls in front of my eyes today.

image.png

Rows of trees on both sides of the village's narrow paths are beautiful and mind-blowing. So I captured myself on camera to remember this beautiful environment. My uncle was with me and I told him to take this mobile phone and give me a picture. Then took a selfie with uncle ah what a beautiful charming atmosphere.

image.png

Walking along that road, I reached another new road that looks even more beautiful. The road seemed to be surrounded by trees, with a small river running through the middle. So I framed it on my mobile again and I will share it with you friends, you will see today's pictures and your mind will cool down.

image.png

Walking along this river-like path, I saw the door of a gate house in front of which was written Ma Villa in memory of my mother. The house is named Ma Villa with the love of my mother. The trees on both sides seemed to shelter me. The gate looked very old and not made by anyone of this generation because the boys and girls of this generation cannot tolerate their parents at all. How will they make such a beautiful bed with mother's love.

image.png

Walking a little further, I saw a huge building. Surrounded by greenery, a huge building in the middle of it, what a fascinating scene. It seemed that those who will live in this house will not need AC anymore. Naturally, the fresh air they get is much higher than AC. However, it looked pretty good because it's not common to see such a big house in a village house. Most of the houses in the village are made of wood and tin.

image.png

image.png

It was nice to see the house and after standing there for a while I started walking again. As I was walking, a small canal was flowing beside it and there was a net fitted for fishing in the middle of it. It was fortunate to see it in reality today. In fact, fishing in this method is not seen much now. Now everyone catches fish illegally with current nets. Let's go out for a walk today and get some peace of eyes. I saw many things that were not seen
image.png

image.png
I've seen a lot of things, I've walked a long way and I don't feel like walking because I have to walk as much as I've walked, so friends, I'm ending here today, now I'll walk back home.
image.png

On returning home, one of my uncles was taking care of his cows in front of our house. Seeing this scene, I couldn't help but capture him on camera. Because very few people take care of animals and birds, my uncle always keeps a special eye on this cow and takes good care of it. Moreover, the Eid of Qorbani is coming up, how many cows are valued differently.

image.png

So friends till today I hope you all like this post today.

Wishing you and your family good health, I, Md. Rasel, am leaving here, Allah Hafez.


"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

image.png

এই শুরু পথ ধরে আজ হাটতে বেরিয়েছি দেখা যাক এই পথ দিয়ে কোথায় যাওয়া যায় চোখের সামনে কি কি পড়ে তাও দেখে নেব আজ।

image.png

গ্রামের সরু পথ দুপাশে সারি সারি গাছ কি সুন্দর মন মুগ্ধকর এই ধরনের পরিবেশ। তাইতো এই সুন্দর পরিবেশটিকে মনে রাখিতে ক্যামেরায় বন্দি করে নিলাম নিজেকে। সাথে ছিল মামা বললাম তাকে এই নাও মোবাইল একটা ছবি দাও না দিলে আমাকে। তারপরে মামার সাথে তুললাম একটি সেলফি আহ কি সুন্দর মনোমুগ্ধকর এই পরিবেশ।

image.png

ওই পথ ধরে হাঁটতে হাঁটতে পৌছালাম আরো একটি নতুন রাস্তায় তাও যে দেখতে কি আরো সুন্দর। রাস্তাটা দেখতে লাগছিল গাছগাছারির দুপাশে ঘেরা, মাঝখান দিয়ে ছোট্ট একটি নদী বয়ে চলে যাচ্ছে। তাই তো একেও ফ্রেমবন্দি করে নিলাম আমার মোবাইলে আবার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব দেখবেন আজকের ছবিগুলো দেখে আপনাদের মন শীতল হয়ে যাবে।

image.png

এই নদীর মত পথ দিয়ে হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম একটি গেট বাড়ির দরজা যেখানে লেখা ছিল মা ভিলা মায়ের স্মরণে মায়ের ভালোবাসায় বাড়ির নামকরণ করা হয়েছে মা ভিলা তার দুপাশে যে গাছপালা মনে হচ্ছিল আমাকে ছাউনি দিয়ে রেখেছে কি সুন্দর দেখতে এই দৃশ্য। গেটটা দেখতে মনে হচ্ছিল অনেক পুরাতন এই প্রজন্মের কারো তৈরি নয় কারণ এই প্রজন্মের ছেলে মেয়েরা তো বাবা-মাকে মোটেও সহ্য করতে পারে না। তারা কি করে মায়ের ভালোবাসায় এত সুন্দর একটি বেড তৈরি করবে।

image.png

আরেকটু সামনে হাঁটতেই দেখতে পেলাম বিশাল এক অট্টালিকা। তার চারপাশে সবুজে ঘেরা তার মাঝে এক বিশাল অট্টালিকা আহা কি বড় মুগ্ধকর এই দৃশ্য। মনে হচ্ছিল এই বাড়িতে যারা থাকবে তাদের বুঝি আর এসির প্রয়োজন হবে না। প্রাকৃতিকভাবে তারা যে বিশুদ্ধ বাতাস পাবে তা তো হয়েছি এসির চাইতো অনেক ঊর্ধ্বে। যাইহোক দেখতে বেশ ভালই লাগছিল কারণ গ্রামের বাড়িতে সাধারণত এত বড় বাড়ি সচরাচর দেখা যায় না অনেক বড় ধনী লোক হবে হয়তোবা যিনি করছেন এই বাড়িটি। গ্রামে তো শুধু কাঠ আর টিন দিয়ে তৈরীর ঘর বেশিরভাগ দেখা যায়।

image.png

image.png

বাড়িটি দেখে ভালো লাগলো কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে পাশে এক ছোট্ট একটি খাল বয়ে যাচ্ছে তার মাঝখানে মাছ ধরার জন্য একটি জাল ফিট করা আছে এই মাছ ধরার পদ্ধতি আমরা ছোটবেলায় দেখেছিলাম ব‌ই‌য়ে। আজ বাস্তবে দেখা সৌভাগ্য হল। আসলে এই পদ্ধতিতে এখন মাছ ধরা খুব একটা দেখা যায় না। এখন তো সবাই কারেন্ট জাল দিয়ে অবৈধ উপায়ে মাছ সব ধরে ফেলে। যাক আজকে হাঁটতে বেরিয়ে চোখের একটু শান্তি পাওয়া গেল। অনেক কিছু দেখতে পেয়েছি যা দেখা ছিল না

image.png

image.png

যাক অনেক কিছু দেখেছি অনেক দূর হেটেছি আর হাঁটতে ভালো লাগছে না কারণ যতটা পথ হেঁটে এসেছি ঠিক ততটা পথ আবার হেঁটে যেতে হবে তো বন্ধুরা আজ এইখানেই শেষ করছি এখন আমি আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাব।

image.png

বাড়ি ফিরতেই আমাদের বাসার সামনে আমার এক চাচা তার গরুর যত্ন নিচ্ছিলে। এই দৃশ্যটি দেখে আমি তাকে ক্যামেরা বন্দি না করে পারলাম না। কারণ সুখ খুব কম মানুষই পশু পাখির যত্ন করে আমার এই চাচাকে এমনিতে সবসময় এই গরুর প্রতি আলাদা একটা নজর রাখে ভালোভাবে যত্ন করে। তাছাড়াও সামনে আসিতেছে কোরবানির ঈদ কত গরুর কদর অন্যরকম।

image.png

তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে আজকে এই পোস্টটি ভালো লেগেছে।

আপনার ও আপনার পরিবারের সুস্থতা কামনা করে আমি মোঃ রাসেল এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last year  ·  

Dear @mdrasel442, your content was selected manually by curators @ten-years-before, @nalexadre to receive a curation from BeBlurt 🎉

image
BeBlurt (Blurt frontend): https://beblurt.com
 
BeBlurt Delegation program: manual curation + 85% reward back