Married Vs Single Football Match | বিবাহিত ভারসেস অবিবাহিত ফুটবল ম্যাচ

in r2cornell •  2 years ago 

"Bismillahir Rahmanir Rahim"
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakat.

How are you all friends? Hope you all are well by God's grace. I am also very well with your prayers and God's love.

Friends today in our college ground football game is played by married team vs unmarried team. A married-single football match is organized every year. Today I came to watch that football game in our college ground.

image.png

The football game started around 5:30 pm. The game is packed with many spectators to watch the game Unmarried teams are playing well Married teams are not playing so well.

image.png

The married team conceded a goal in the first 3 minutes. The players of the married team are not so good, they are old, they cannot run, they cannot move, they cannot hit the ball, they come to play once a year. On the other hand, the married team is nothing against the unmarried team which is played by all the young stars who are always busy with sports on the field.

image.png

It can be said that it is a village tradition that every year everyone comes from far and wide to visit the village house on holiday and cheer a little, what could be more fun than that.

image.png

The last married team lost two goals to the unmarried team. But no matter win or lose, one thing I like very much is that there was no chaos, the younger ones showed respect to the older ones, no foul was done, but the older ones did the fouling and the younger ones accepted it. This is an honor of the elders and the children. During the break of the game, the elders brought everyone cold juice to eat. You can't understand what a beautiful sight it is without seeing it with your own eyes.

Please comment if such married and unmarried teams are played in your area.


"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর ভালোবাসায় বেশ ভাল আছি।

বন্ধুরা আজ আমাদের এখানকার কলেজ মাঠে ফুটবল খেলা হচ্ছে বিবাহিত টিম ভার্সেস অবিবাহিত টিম। বিবাহিত-অবিবাহিত মিলে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে যা প্রতি বছরই করা হয়। আজ আমি সেই ফুটবল খেলা দেখতে এসেছি আমাদের কলেজ মাঠে।

image.png

ফুটবল খেলাটি শুরু হয়েছিল বিকেল সাড়ে পাঁচটার দিকে। অনেক দর্শক হয়েছে খেলাটি দেখার জন্য খেলাটি জমে উঠেছে অবিবাহিত দল ভালো খেলছে বিবাহিত দল এমন একটা ভালো খেলছে না।

image.png

বিবাহিত দল প্রথম ৩ মিনিটের মাথায় একটি গোল হজম করে নিল। বিবাহিত দলের প্লেয়ার গুলা তেমন একটা ভালো না বয়স্ক হয়ে গেছে দৌড়াতে পারে না নড়াচাড়া করতে পারেনা বল মারতে পারেনা তারা বছরে একবার খেলতে আসে। বিপরীত দিকে অবিবাহিত দল যেখানে সব ইয়ং স্টাররা খেলছে যারা সব সময় মাঠে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তাদের মোকাবেলায় বিবাহিত দল তো কিছুই না।

image.png

এটি একটি গ্রামের ঐতিহ্য বলতে পারে প্রতিবছর সবাই দূর দূরান্ত থেকে চাকরির ছুটির সুবাদে বেড়াতে আসে গ্রামের বাড়িতে সেখানে এসে একটু আনন্দ উল্লাস করে থাকে এর থেকে মজার আর কি হতে পারে।

image.png

সবশেষ বিবাহিত দল দুই শূন্য গোলে হয়েছে অবিবাহিত দলের কাছে। তবে হার-জিত যাই হোক আমার কাছে একটি জিনিস খুবই ভালো লেগেছে যেটা হল কোন অভিশৃঙ্খলার সৃষ্টি হয়নি ছোটরা বড়দেরকে সম্মান দেখিয়েছে কোন ফাউল করেনি বরঞ্চ বড়রা ফাউল করেছিল ছোটরা তা মেনে নিয়েছে। এটাই তো একটা সম্মান বড়দের এবং ছোটদের। খেলার বিরতিতে বড়রা সবাইকে ঠান্ডা জুস এনে খাইয়েছে কত সুন্দর একটি দৃশ্য এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না।

আপনাদের এলাকায় কি এরকম বিবাহিত এবং অবিবাহিত টিম গঠন করে ফুটবল খেলা হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Greetings,

Thank you for sharing such great content!
Use #blurtconnect Tag To Get More Upvotes From Us
Blurt to the Moon 🌕
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @chibuzorwisdomb
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account

Also, keep in touch with Blurtconnect-ng family on Telegramand Whatsapp

Peace