Liton's surprise in the new ICC Test rankings, the highest rating for the country is now Liton!

in r2cornell •  3 years ago 

images (1) (57).jpeg
Source
The green carpets of the field around the hot sun are tired and tired, but the determination to move forward is just a new record in the midst of moving green, whose career is the best step. Breaking the record of the best Tamim in the country. Historical epic in Mirpur, then fascination on the pages of ICC. However, his performance in drawing the critics was not in the Dhaka Test against Lanka. The five-wicket day started with 24 runs on the scoreboard. After an embarrassing moment, he picked up the team from the edge of the ditch

Mushfiqur's brilliant innings of 141 runs with Mushfiqur's 175 runs goes to Bangladesh. He did not climb Everest. He returned to Dhaka with 52 runs. He lost the Dhaka Test but did not ask to be given the status of a hero. In the 17th position, Liton got five steps alone. At present, Liton Das's position in Tests is the best in India. The pair of Liton and Mushfiqur Liton will go ahead and Mushfiqur will not sit against Sri Lanka. The first

Mushfiqur's improvement in Tests thanks to 175 runs in innings

চারিপাশ তপ্ত রোদের বিচরণ মাঠের সবুজ গালিচা গুলো যে ক্লান্ত পরিশ্রান্ত তেমনি ক্লান্ত পথিক তবে এগিয়ে যাওয়ার প্রত্যয় শুধু এগিয়ে চলা সবুজের মাঝে যার ক্যারিয়ার সেরা পদার্পণ সবাইকে টপকে এগরা নতুন এক রেকর্ড সেই লিটন যে একেবারেই ভিন্ন একজন সত্যিকারের দেশে ভ্রমণ খানিক ধকল কাটানোর লক্ষ্যে তবে লিটন যে বললেন ভাঙলেন দেশ সেরা তামিমের রেকর্ড মিরপুরে ঐতিহাসিক মহাকাব্যিক এরপর আইসিসির পাতাতেও মুগ্ধতা লিটনের বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট এর মালিক যখন লিটন কুমার দাস খুব দরকার এই কথাটাই ছিল লিটনের প্রবল খুদানে নিজেকে নিয়ে শুধুই হেঁটেছেন পরিশ্রম আর নতুন কিছু শেখায় ক্রিকেটারদের জীবনটা বড়ই অদ্ভুত এই বিশ্বজোড়া প্রশংসার জোয়ারে ভাসা তবে সে যাই হোক নিন্দুকদের কাছে টানার কাজের পারফরম্যান্স লঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে তখন নাই পাঁচ উইকেট দিনের খেলা শুরু স্কোরবোর্ডে 24 রান শেষ হয়েছে শতভাগ দলের এমন ধ্বংসস্তূপের সামনে লিটন যে দেয়াল হয়ে দাঁড়ালো মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের সাথে ঘুরলেন রেকর্ড 272 রানের জুটি শুধু তাই নয় প্রথম ইনিংসেই লজ্জাজনক এক মুহূর্তের পর দলকে তুলে আনেন খাদের কিনারা থেকে

খেলেন 141 রানের অনবদ্য ইনিংস লিটনের সেই মহাকাব্যিক ইনিংসের সাথে মুশফিকের 175 রানের করে বাংলাদেশে যায় 365 দ্বিতীয় ইনিংসে যখন সব ভুলে নতুন ভাবে শুরু করার প্রত্যয় বাংলাদেশ তখনই আবারও আরেক ধাক্কা এবার বাংলাদেশের প্রথম 10 ওভারে 23 রানে 4 উইকেট দলের এমন অবস্থাতেও সবচেয়ে বর্তায় লিটন মুশফিক-সাকিবের ঘাড়ে এভারেস্ট করেননি লিটন 52 রান করে ফেরেন ডাগআউটে ঢাকা টেস্ট বাংলাদেশ হারলেও বীরের মর্যাদা দিতে বলিনি আইসিসি টেস্ট রেংকিং এ ক্যারিয়ার সেরা অবস্থানে বসলেন লিটন চট্টগ্রাম টেস্টে 880 রানে ইনিংস খেলে লিটনের টেস্টে উন্নতি হয়েছিল তিন ধাপ বসেছিলেন টেস্ট র্যাঙ্কিংয়ের 17 নং পজিশনে তবে ঢাকা টেস্টে দিলেন এক বড় লাভ 17 নং প্রতিষ্ঠানে লিটন একলা পেয়ে গেলেন পাঁচ ধাপ বর্তমানে টেস্টে লিটন দাস এর অবস্থান সেরা ভারতে শুধু তাই নয় নামের পাশে রেটিং 724 যেটা ভেঙে ফেলল তামিম ইকবালের রেকর্ডকেও 2017 সালে তামিমের বাংলাদেশের আর্ট এস্টিমেটিং ছিল 709 এবার লিটন ভাঙলেন তামিম অধ্যায় বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাম্প্রতিক কালের সেরা জুটি লিটন এবং মুশফিক লিটন এগিয়ে যাবেন আর মুশফিক বসে থাকবেন তা তো হয় না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম

ইনিংসে 175 রানের সুবাদে টেস্টে মুশফিকের উন্নতি বর্তমানে মোশারফ আঠারোতে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের অবশ্য হয়েছে বেশ অবনতি শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে 232 ফরমেট তাকে ঘিরে এত ব্যর্থতা বাংলাদেশের সেই কঠিন পরীক্ষাতেই লিটন মুশফিকদের হাত ধরে আশার আলো দেখছে বাংলাদেশ বাকিদের অনুপ্রাণিত হওয়ার পথে এগিয়ে রয়েছে উদাহরণ হয়ে থাকবে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

This content is plagiarised from this video -

cc - @ctime