The familiar faces that will not be seen in the 2022 World Cup in Qatar

in r2cornell •  2 years ago 

The football season is going to start in November this year. Everyone is waiting to see the World Cup. This time the Qatar World Cup is going to be held in Qatar. Already 29 teams have been finalized and the remaining 3 teams will be finalized within the next 2 months. But this time some familiar faces will not be seen. Faces. Their team could not make it to the World Cup.

Among them, Egypt's Mohamed Salah, who is Liverpool's most important striker, will not be able to play because of Egypt's exclusion. Sweden's Ibrahimovic, whose goal number is 559, but he will not be seen this time because he could not make the playoffs. Chile's Alex Sanchez. He was once Messi's teammate. However, he is currently playing for Inter Milan. As his team is ranked 7th in the points table, his team is excluded from Latin America. Also, Italy's goalkeeper Donnarumma, who has made the biggest contribution to this year's Euro champion, will not be seen in this World Cup. Like last time, he is also excluded from the playoffs. The four-time World Cup winning team fell. As a result, two more popular Italian players, Chiellini and Viettir, will be missing. Also, Riyad Mahrez of Algeria, who plays for Manchester City, and Arling Holland of Norway, who is an important striker for Borussia Dortmund, but none of them will be able to make the playoffs. Can't be seen in this year's World Cup in Qatar.

Thank you all for reading the article.

IMG_20220729_003311.jpg

এই বছরেরই নভেম্বর এ শুরু হতে যাচ্ছে ফুটবলের মহারঞ্চ।সবাই অপেক্ষায় আছে সেই বিশ্বকাপ খেলা দেখার।এইবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাটার বিশ্বকাপ।ইতোমধ্যে ২৯ দল চূড়ান্ত হয়ে গেছে বাকি ৩ দল আগামী ২ মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে।কিন্তু এইবার দেখা যাবে না কিছু পরিচিত মুখগুলোকে।তাদের দল যে বিশ্বকাপ এই জায়গা করে নিতে পারে নি।

এর মধ্যে মিশরের মোহামেদ সালাহ যিনি লিভারপুলের গুরুত্বপূর্ন স্ট্রাইকার,খেলতে পারবেন না মিশরের বাদ পড়ে যাওয়ার কারণে।সুইডেনের ইব্রাহিমোভিচ,যার গোল সংখ্যা ৫৫৯,কিন্তু প্লে অফ পর করতে না পারায় তাকেও দেখতে পাওয়া যাবে না এইবার।চিলির এলেক্স সানচেজ।একসময় মেসির সতীর্থ ছিলো।তবে বর্তমানে খেলছেন ইনটার্মিলানের হয়ে।পয়েন্ট তালিকায় তার দল ৭ নম্বরে থাকায় লাতিন আমরিকা থেকে বাদ পড়ে তার দল।তাছাড়াও এইবারের ইউরো চ্যাম্পিয়ন করার পিছনে যার সবচাইতে বড় অবদান,ইতালির গোলরক্ষক ডোনারুমা কেও দেখা যাবে না এই বিশ্বকাপ এ।প্লে অফ থেকে গতবারের মত এইবারও বাদ পড়ল চার বারের বিশ্বকাপ জয়ী দলটি।ফলে দেখা যাবে না ইতালির আরো দুইজন জনপ্রিয় খেলোয়াড় কিয়েলিনি এবং ভিয়েত্তিরকে।তাছাড়া আলজেরিয়ার রিয়াদ মাহরেজ যিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন,এবং নরওয়ের আর্লিং হল্যান্ড যিনি বরুশিয়া ডর্টমুন্ডের গুরুত্বপূর্ন স্ট্রাইকার কিন্তু তাদের দল প্লে অফ পর করতে না পারায় তাদের কাউকেই দেখা যাবে না এইবারের কাতার বিশ্বকাপে।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!