We all charge our phones when needed. But do we know what the charging cycle of our phones is? Or how long is the battery life of our phone? Let's discuss those topics today -
A mobile phone battery is usually between 4000-6000 mAh which is lithium polymer. But every battery has a specific cycle. Many of you are thinking what is this cycle thing again! This cycle is when your battery goes from 1% to 100% charge once it goes through a battery cycle. So every battery has a certain number of cycles. After exceeding that cycle, the battery is 1% destroyed. Typically each battery lasts up to 500 cycles. Many batteries have a cycle capacity of up to 800. That means after you charge a battery from 1% to 100% 500 times or 800 times, it will destroy 1%. Then the battery will be destroyed very quickly. But we should never let our mobile phones fall below 20%. This puts a lot of pressure on the battery and then the battery life starts to decrease quickly.
Thank you all for reading the article.
আমরা সবাই আমাদের ফোন প্রয়োজনের সময় চার্জ করি।কিন্তু আমরা কি এইটা জানি যে আমাদের ফোনের চার্জিং সাইকেল কতটুকু?অথবা আমাদের ফোনের ব্যাটারির মেয়াদ কতটুকু?চলুন আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক-
একটি মোবাইল ফোনের ব্যাটারি সাধারণত ৪০০০-৬০০০ মিলি অ্যাম্পিয়ার এর মধ্যে হয়ে থাকে যেটা লিথিয়াম পলিমারের।কিন্তু প্রত্যেকটা ব্যাটারিরই একটি নির্দিষ্ট সাইকেল আছে।আপনারা অনেকেই মনে করতেছেন এই সাইকেল জিনিসটা আবার কি!এই সাইকেল হচ্ছে আপনার ব্যাটারি ১% থেকে ১০০% পর্যন্ত একবার চার্জ করা হয়ে গেলে একটি ব্যাটারির সাইকেল অতিক্রম করে।তো প্রত্যেকটি ব্যাটারিরই নির্দিষ্ট পরিমাণ সাইকেল থাকে।ওই সাইকেল পর্যন্ত অতিক্রম করার পর ব্যাটারি ১% ধ্বংস হয়।সাধারণত প্রত্যেকটি ব্যাটারি তেই ৫০০ সাইকেল পর্যন্ত মেয়াদ থাকে।অনেক ব্যাটারিতে সাইকেল পরিমাণ ৮০০ পর্যন্ত হয়ে থাকে।তার মানে আপনি ৫০০ বার কিংবা ৮০০ বার একটি ব্যাটারিকে ১% থেকে ১০০% পর্যন্ত চার্জ করার পর সেটি ১% ধ্বংস হবে।তারপর ব্যাটারি টি আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে অনেক তাড়াতাড়ি।তবে আমাদের মোবাইল ফোন কখনোই ২০% এর নিচে আসতে দেওয়া উচিত না।এতে ব্যাটারির উপর অনেক চাপ পড়ে আর তখন ব্যাটারির মেয়াদ তাড়াতাড়ি কমতে থাকে।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।