The match between Real Madrid and Sevilla starts today at 1 pm Bangladesh time. The description of the exciting match is given below -
Real Madrid, who secured their place in the semi-finals and are on top of La Liga's points table, will play Sevilla, who are 3rd in La Liga's points table. It was already understood that the opponent was difficult. So everyone was sitting with interest to watch the match. Although Sevilla are on the same points with Barca, they are in the second position as Barca is ahead in the rating points.
The fight was evenly matched from the beginning of the match. But the danger happened after 21 minutes of the match. Rakitic scored to give Sevilla the lead. Later, Lamela widened the gap with another goal in the 25th minute. As there were no more goals in the first half, the result stood at 2-0.
But in the second half, Real's dominance began. Rodrigo scored in the 50th minute of the match to reduce Real's deficit. Real had more possession of the ball. As a result, Real started attacking one after another. Despite not getting a goal for a long time, Nach also scored in the 82nd minute of the match to equalize Real. Even after the end of 90 minutes, the result is 2-2. At that time, everyone thought that the match might be a draw. But football is an uncertain game. You never know what will happen. Karim Benzema, the hero of the semi-final, saw his surprise. After 2 minutes added, he scored a goal. This is how the team was promoted to the semis a few days ago. It's becoming a habit of him to score goals in extra time. How terribly he won the team in the moment of danger. He won today in the same way. At the end of the game, the result of the match is Real Madrid 3-2 Sevilla.
The win saw Real retain their top spot. And on the other hand, Sevilla remained at the third point of the table. The match was very enjoyable.
Thank you all for reading the article.
রিয়াল মাদ্রিদ আর সেভিল্লার মধ্যকার ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হয়।উত্তেজনা পূর্ন ম্যাচটির বর্ণনা নিচে দেওয়া হলো -
উচল এর সেমিফাইনাল নিশ্চিত করা আর লা লীগের পয়েন্ট টেবিল এর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ খেলতে নামে লা লীগের পয়েন্ট টেবিল এর ৩ এ থাকা সেভিল্লার সাথে।আগেই বুঝা যাচ্ছিল প্রতিপক্ষ কঠিন। তাই সবাই ম্যাচটি দেখার জন্যে আগ্রহ নিয়ে বসে ছিলো।যদিও বার্সার সাথে সেভিল্লার পয়েন্ট সমান টাও রেটিং পয়েন্ট এ বার্সা এগিয়ে থাকায় তারা দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে।
ম্যাচের শুরু থেকেই লড়াই টা সমানে সমান ছিলো।কিন্তু বিপদ ঘটে ম্যাচের ২১ মিনিটের মাথায়।রাকিটিচ গোল করে সেভিল্লাকে এগিয়ে দেন।পরে লামেলা ২৫ মিনিটের সময় আরো এক গোল করে ব্যবধান বড় করেন।প্রথমার্ধে আর গোল না হওয়ায় ফলাফল দাড়ায় ২-০ তে পিছিয়ে রিয়াল।
কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হয় রিয়ালের দাপট।ম্যাচের ৫০ মিনিটের সময় রদ্রিগো গোল করে রিয়ালের ব্যাবধান কমান।বলের দখল ও বেশি ছিলো রিয়ালেরই।ফলে একের পর এক আক্রমন করতে থাকে রিয়াল।অনেক্ষণ গোল না পেলেও ম্যাচের ৮২ মিনিটের মাথায় নাচও গোল করে রিয়ালকে সমতায় ফেরান।৯০ মিনিট শেষের পরও ফলাফল ২-২ ।তখন সকলে ভেবেছিল ম্যাচটা হয়তো ড্র হয়ে গেছে।কিন্তু ফুটবল অনিশ্চিত খেলা।কখন কি হয়ে বলা যায় না।সেমিফাইনাল এর নায়ক করিম বেনজেমা দেখলেন তার চমক।যোগ করা ২ মিনিটের মাথায় করে বসলেন এক গোল।এমনটিই করেই দলকে সেমিতে উঠিয়েছেন কিছুদিন আগেই।অতিরিক্ত সময়ে গোল করা যেনো তার অভ্যাস হয়ে যাচ্ছে।কি ভয়ঙ্করভাবে জেতালেন দলকে বিপদের মুহূর্তে।আজকেও জেতালেন ঠিক সেভাবেই।খেলা শেষে ম্যাচের ফলাফল রিয়াল মাদ্রিদ ৩-২ সেভিল্লা।
এই জয়ের ফলে রিয়াল তাদের শীর্ষস্থান ধরে রাখলো। আর অপরদিকে সেভিল্লা পয়েন্ট টেবিলের তিনেই রয়ে গেলো।ম্যাচটি খুবই উপভোগ্য ছিলো।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।