Manchester City vs Liverpool football match

in r2cornell •  2 years ago 

Manchester City vs Liverpool match starts on 10th April at 10 PM BST. Exciting Full Match Details -

Everyone was eager to see the exciting match. Because the game is between the teams in the first and second positions of the points table. De Bruina scored a goal in the first 5 minutes of the match to give Manchester City a lead. After 13 minutes, Yota scored to equalize Liverpool. Attacking and counter-attacking play was equal for both teams. But at the end of the 37th minute of the game, Gabriel Jesus scored and put Man City ahead once again. Manchester City ended the game with a 2-1 lead in the first half.
At the beginning of the second half, during the 46th minute of the game, the important striker of the team, Sadio Mane, scored a goal to equalize Liverpool. But after that neither the defense of the two teams nor the goalkeeper allowed the ball to enter the net. As a result, the match ended in a 2-2 draw. However, Manchester City was slightly ahead of Liverpool in possession of the ball throughout the game.
As a result of this draw, Manchester City is in first place with one point more. Liverpool is in second place with one point less. However, the game was very enjoyable.

Thank you all for reading the article.

800px-Manchester_City-Liverpool.jpgsource

ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুল এর ম্যাচটি শুরু হয় এপ্রিল এর ১০ তারিখ বাংলাদেশ সময় রাত ১০ টায়।উত্তেজনা সম্পূর্ন ম্যাচটি বিবরণ -

টান টান উত্তেজনা পূর্ন ম্যাচটি দেখার জন্যে সবাই আগ্রহ নিয়ে বসে ছিলো।কারণ খেলাটা যে পয়েন্ট টেবিল এর প্রথম আর দ্বিতীয় অবস্থানে থাকা দলগুলোর।ম্যাচের প্রথম ৫ মিনিটের মাথায়ই ডি ব্রুইনা গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন।পরে ১৩ মিনিটে যোটা গোল করে লিভারপুলকে সমতায় ফেরান।খেলতে আক্রমন পাল্টা আক্রমন ছিলো দুই দলেরই সমানে সমান।কিন্তু খেলার ৩৭ মিনিটের মাথায় গাব্রিয়েল জাসুস গোল করে ম্যানসিটিকে আরো একবার এগিয়ে দেন।প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি ২-১ ব্যাবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ৪৬ মিনিটের সময় দলের গুরুত্তপূর্ণ স্ট্রাইকার সদিও মানে গোল করে লিভারপুলকে সমতায় আনেন।কিন্তু এর পর দুই দলের রক্ষণভাগ আর গোলকিপার কেউই বল জালে জড়াতে দেন নি।ফলে ম্যাচটি ২-২ গোল ড্র হয়ে শেষ হয়।অবশ্য বল দখলে লিভারপুলের চাইতে ম্যানচেস্টার সিটি কিছুটা এগিয়ে ছিলো পুরো খেলাতেই।
এই ড্র এর ফলে এক পয়েন্ট বেশি নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।আর এক পয়েন্ট কম নিয়ে তাদের নিচেই দুইয়ে অবস্থান করছে লিভারপুল।তবে খেলাটি খুবই উপভোগ্য ছিলো।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!