In the second half, the opponent seemed to be getting more serious for them. In the next half, Torres scored a goal in the 48th minute. Real supporters put their hands on their heads. Aubemeyang scored the fourth goal of the team. It seems that everything was over then. The gap of four goals in just 51 minutes of the game! The score board was smiling only for Barca. What happened was in the 51st minute. Real was behind Barca in possession of the ball. Where Barca's ball possession is 80 percent, Real's ball possession is only 40 percent. It was Barca. As a result, this time El Classico was won by Barca by a very large margin.
Those who are Barcaa supporters must have enjoyed the match very much. But Real fans are waiting for the next El Classico. Because El Classico shots are not easy to miss.
Many thanks to everyone for reading this article.
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ যেনো আরো গুরুতর হয়ে উঠছিল তাদের জন্যে।পরের অর্ধে নেমেই টরেস গোল করে বসেন ৪৭ মিনিট এর মাথায়।রিয়াল সমর্থকদের মাথায় হাত।কি হচ্ছে এইসব।কিভাবে এই খেলা জিতবে রিয়াল।রিয়ালকে এতকিছু ভাববার সময় না দিয়েই ৫১ মিনিটের মাথায় নিজের জোড়া গোল আর দলের চার নম্বর গোল করে বসেন আউবেমেয়াং।সব কিছু তখন ই শেষ হয়ে গেছিলো মনে হয়।খেলার মাত্র ৫১ মিনিটের মাঝেই চার গলের ব্যাবধান!স্কোর বোর্ড তখন হাসছিল শুধুই বার্সার পক্ষে।এর পর অবশ্য আর গোল হতে দেননি রিয়াল এর রক্ষণভাগ এবং গোলকিপার।কিন্তু তাতে কি যা হবার টা তো ৫১ মিনিটেই হয়ে গেলো।বলের দখলেও রিয়াল ছিলো বার্সার চেয়ে পিছিয়ে।যেখানে বার্সার বল দখলের পরিমাণ ৬০ শতাংশ,সেখানে রিয়ালের বল দখলের পরিমাণ মাত্র ৪০ শতাংশ।তাছাড়া পাস ইকুরেসি থেকে শুরু করে শট অন টার্গেট সব দিক থেকেই রিয়ালের চেয়ে এগিয়ে ছিলো বার্সা।ফলে এইবার এল ক্লাসিকো টা বার্সা ই জিতে নেয় খুব বড় ব্যাবধানে।
যারা বার্সার সাপোর্টার তারা নিশ্চয়ই ম্যাচটি খুব উপভোগ করেছেন।তবে রিয়াল ভক্তরা অপেক্ষায় আছেন পরের এল ক্লাসিকোর জন্যে।কারণ এল ক্লাসিকো গুলি যে সহজে মিস করা যায় না।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।