El Classico (First half)

in r2cornell •  2 years ago 

El Classico. When you hear the name, it seems like a very lively and very exciting match. Of course, it was born long ago. Football fans have been waiting for these matches full of rivalry. So the excitement will stop! Maybe they will be a little sorry for the departure. But those who are new but do not go less.

 ∆ Since Messi's departure, Barca have not been in the same rhythm as before. After losing five matches in a row, they have moved to El Classico. Meanwhile, Real Madrid has been dominating the Spanish League, starting from the Champions League. That's why Barca go low! Their coach and now a former Barca player is Xavi.
  ∆ From the beginning of the match, Barca started to show their dominance. Real and were clashing well. Aubameyang scored the first goal for Barca. From then on, it didn't look like Barca had lost the last five matches and the game was on the opponent's field. One attack after another. How many times can it be returned? Aruju scored another goal in the 36th minute to give Barca the lead with two goals to spare.. The game ended 2-0 in the first half. No one knew that a bigger push was waiting for Real Madrid in the next half.

Many thanks to everyone for reading this article.

IMG_20220704_032928.jpg

এল ক্লসিকো।নামটা শুনলেই মনে হয় খুব জমজমাট এবং খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ।অবশ্য এর জন্ম অনেক আগে থেকেই।প্রতিদ্বন্দ্বিতা পূর্ন এই ম্যাচগুলোর জন্যেই অপেক্ষা করে থাকেন ফুটবল ভক্তরা।এইতো কিছুদিন আগেও লড়াইটা হতো মেসি আর রোনালদোর মাঝে।কিন্তু আজকের দিনে তাদের কেউ ই দলে নেই।তাই বলে কি উত্তেজনা থেমে থাকবে!হয়তো তাদের চলে যাওয়ার কারণে কিছুটা আফসোস হবে।কিন্তু নতুন যারা আছেন তারাও কিন্তু কম যান না।তাই আজকে ২১ তারিখের এল ক্লাসিকো নিয়েই বলি।
•মেসি চলে যাওয়ার পর থেকেই বার্সা আগের মত ছন্দে নেই।একটানা পাঁচ ম্যাচ হারার পর নেমেছে এল ক্লাসিকোতে।আর ঐদিকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে স্প্যানিশ লিগে দাপট দেখিয়ে বেড়াচ্ছে।তার উপর খেলাটা তাদের মাঠেই।সবকিছু মিলিয়ে সবাই রিয়াল মাদ্রিদকেই বেশি এগিয়ে রাখছেন।তাই বলে বার্সা কি কম যায়!তাদের কোচ ও এখন বার্সার সাবেক খেলোয়াড় ই জাভি।
•ম্যাচ শুরুর পর থেকেই বার্সা দাপট দেখাতে শুরু করে।রিয়াল ও ভালই টক্কর দিচ্ছিলো।কিন্তু ঝামেলা টা বাঁধে খেলার ২৯ মিনিট এর মাথায়। আউবামেয়াং বার্সা কে প্রথম গোলটি এনে দিলেন।এর পর থেকে এই বার্সা কে দেখে মনেই হচ্ছিলো না এরা গত পাঁচ ম্যাচ হেরেছিল আর খেলাটা প্রতিপক্ষের মাঠে।একের পর এক আক্রমন।কয়বার ই বা ফেরানো যায়।৩৮ মিনিটের মাথায় আরুজু আরেক গোল করে বার্সা কে এগিয়ে দেন ২ গলের ব্যাবধানে। প্রথমার্ধে খেলা শেষ হয় ২-০ তে।কেউ জানতো না পরের অর্ধে আরো বড় ধাক্কা অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ এর জন্যে।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!