The match between Barcelona and Levante starts today at 1 pm Bangladesh time.
Barcelona, which is 4th in the points table, went to play with Levante, which is at the bottom (19) of the points table. Barcelona was always ahead in possession of the ball from the beginning of the game. However, despite repeated attacks in the first half, Barca failed. From Levante's defense to the goalkeeper, everyone was stopping their attacks again and again. The first half ended with a goalless draw and the two teams went into the break.
Levante's Morales gave Levante the first goal in the 52nd minute after coming off in the second half. But Barca did not make a mistake this time, Aubameyang scored for Barca in the 59th minute to equalize the team. After 63 minutes, Pedro scored a goal to give Barca more progress. The difference then stood at 2-1. But at the end of 83 minutes, Melero scored for Levante and equalized the team again. The team at 4 in the points table will draw with the team at number 19! That's what everyone thought. But luck was in Barca's favor. De Jong scored Barca's winning goal in 2 minutes of extra time.
As a result of this victory, Barca moved up to number 2 in the points table. The match was enjoyable.
Thank you all for reading the article.
বার্সেলোনা আর লেভান্তের ম্যাচটি আজকে বাংলাদেশ সময়ে রাত ১ টায় শুরু হয়।
পয়েন্ট টেবিলের ৪ এ থাকা বার্সেলোনা খেলতে নামে পয়েন্ট টেবিলের একদম তলানিতে (১৯) নম্বরে থাকা দল লেভান্তের সঙ্গে।খেলার শুরু থেকেই বলের দখলে বার্সেলোনাই এগিয়ে ছিলো সবসময়।তবে প্রথমার্ধে বার বার আক্রমন করার পরও ব্যার্থ হচ্ছিল বার্সা।লেভান্তের ডিফেন্স থেকে শুরু করে গোলকিপার সবাই তাদের আক্রমন গুলো বার বার রুখে দিচ্ছিলো।এতে করে প্রথমার্ধে গোল শূন্য ড্র নিয়েই শেষ করে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নামার পর পরই ৫২ মিনিটের মাথায় সবাইকে চমকে দিয়ে লেভান্তের মোরালেস প্রথম গোল করে লেভান্তেকে এগিয়ে দেন।কিন্তু বার্সা এইবার এর ভুল করেনি, আউবেমেয়ং ৫৯ মিনিটের সময় বর্সার পক্ষে গোল করে দলকে সমতায় ফেরান।পরে ৬৩ মিনিটের সময় পেদ্রো গোল করে বার্সাকে আরো এগিয়ে দেন।ব্যাবধান তখন ২-১ এ দাড়ায়।কিন্তু ৮৩ মিনিটের মাথায় মেলেরো লেভান্তের পক্ষে গোল করে আবার দলকে সমতায় ফেরান।পয়েন্ট টেবিলের ৪ এ থাকা দলকি ১৯ নম্বরে থাকা দলের সাথে ড্র করবে!এমনটাই ভাবছিল সবাই।কিন্তু ভাগ্য সহায় ছিলো বার্সার।অতিরিক্ত সময়ের যোগ করা ২ মিনিটের সময় ডে জং বার্সার জয়সূচক গোলটি এনে দেয়।
এই জয়ের ফলে বার্সা পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে আসে।ম্যাচটি উপভোগ্য ছিলো।
আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।