First day of the first test:
On the first day of the Durban Test today, the hosts South Africa and Bangladesh cricket team entered the field at 2:30 pm Bangladesh time. Bangladesh decided to field after winning the first toss.
From the beginning, the bowlers were not able to take advantage. Protea batsmen are dealing with every ball very carefully. As a result, valuable 113 runs came in their opening partnership. Elgar was dismissed for 67 runs by the young pace bowler Khaled Ahmed of Bangladesh. Later, another opener arrived and was dismissed by Mehdi Miraz after scoring 41 runs for the team's 117 runs. Later, Mehdi Miraz dismissed Peterson for just 19 runs after the team's 146 runs. Feren scored 21 runs.
After that, the bowlers of Bangladesh could not take any more wickets today. Babuma, who got 28 runs and twice in Varene, scored 53 runs and ended the day at 233 runs from not out.
As a result, the score at the end of the first day: South Africa 233-4.
Thanks all to read my blog .
প্রথম টেস্টের প্রথম দিন:
ডারবান টেস্টের আজ প্রথম দিনে বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে মাঠে নামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট টিম।প্রথমে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
প্রথম থেকেই বোলাররা তেমন সুবিধা করতে পারছিলো না।প্রত্যেকটা বল খুব সাবধানতার সাথে মোকাবিলা করতেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা।ফলে তাদের ওপেনিং পার্টনারশিপেই আসে মূল্যবান ১১৩ টি রান।বাংলাদেশ এর তরুণ পেশ বোলার খালেদ আহমেদ এর বলে ৬৭ রান করে আউট হন এলগার।পরে আরেক ওপেনার এরিভে দলীয় ১১৭ রানের মাথায় ৪১ রান করে মেহেদী মিরাজ এর বলে আউট হয়ে যান।পরে দলীয় ১৪৬ রানের মাথায় পিটারসনকে চমৎকার রান আউট করে মাত্র ১৯ রানে সাজঘরে ফেরান মেহেদী মিরাজ।পরে দলীয় ১৮০ রানের মাথায় রিকেলটন এবাদত হাসান এর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ২১ রান করে।
এরপর আজকে আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ভারেনে ২৭ রানে আর ২ বার জীবন পাওয়া বাভূমা ৫৩ রান করে নট আউট থেকে আজকের দিন শেষ করে ২৩৩ রানে।
ফলে প্রথম দিন শেষে স্কোর: দক্ষিণ আফ্রিকা ২৩৩-৪।
ব্লগটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।