Bangladesh's history winning series

in r2cornell •  2 years ago 

This is the day and before going to South Africa, the supporters of Bangladesh said that this time I don't know how badly it was whitewashed. Successful. In the next ODI, when South Africa was badly beaten and defeated, the supporters were saying that the whitewash has not happened yet. This is a lot of things. But who knew what the players of Bangladesh were thinking. Who knew that no one could do it so far, this time they will do it. Who knew that the Tigers are going to write their achievement in another page of history.

Hey, Bangladesh got a very big win in the last ODI match. Their performance impressed every Bengali. It reminded me again that the Tigers know how to fight. This time it has shown that the Tigers know how to win the series not only on their own soil, but also in foreign countries.
However, every Bengali is happy with this incredible success of Bangladesh. On the field of play, it seemed to the players that they were in Mini Dhaka. No.
Shakib Al Hasan's mother, mother-in-law and two daughters have played the last match despite being ill. But now he is supposed to be by his family's side in the country. The best match of the match for taking wickets and the award for the best in the series for taking 6 wickets in the whole series also became his. That is why Tamim was pointing to those trophies and saying that this is your IPL.
"This is one of the biggest achievements of my 15-year career," said Bangladesh captain Tamim Iqbal. Will provide.
Bangladesh won the series after 100 points in the ODI League.

Many thanks to everyone for reading this article.

IMG_20220712_204337.jpg

এইতো সেদিন ও দক্ষিণ আফ্রিকা যাবার আগে বাংলাদেশের সমর্থকরা বলতেসিল এইবার কত বাজেভাবে না জানি হোয়াইট ওয়াশ হয়ে আসে।যখন দেখা গেলো ইতিহাসের প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম ওয়ানডেতে দারুন পারফরমেন্স এ জয়লাভ করে তখন বলেছিল বহুত কিছু পেয়ে গেছে বাংলাদেশ।এইটা ই অনেক।বাংলাদেশের সফর করাটা সার্থক।পরের ওয়ানডে তে যখন দক্ষিণ আফ্রিকার কাছে খুব বাজেভাবে পরাস্ত হয় এবং পরাজিত হয় তখনও সমর্থকরা বলছিলো যাক আপাতত হোয়াইট ওয়াশ তো আর হয় নি। এইটাই অনেক কিছু।কিন্তু কে জানতো বাংলাদেশের প্লেয়াররা কি চিন্তাভাবনা করে রাখছে।কে জানতো যেটা এতদিন কেউ করতে পারেনি এইবার তারা সেটা করে দেখাবে।কে জানতো আরেকটি ইতিহাস এর পাতায় নিজেদের অর্জনটা লিখে রাখতে যাচ্ছে টাইগাররা।

হে,শেষ ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশ পায় খুব বড় ধরনের জয়।তাদের পাররম্যান্স মুগ্ধ করেছিল প্রত্যেকটি বাঙালিকে।আবারও মনে করিয়ে দিয়েছে টাইগাররা লড়তে জানে। এইবার দেখিয়ে দিয়েছে যে টাইগাররা শুধু নিজেদের মাটিতেই নয়,বরং বাইরের দেশেও সিরিজ জিততে জানে।এইতো গত ফেব্রুয়ারিতেই ভারতের মতো শক্তিশালী দলটাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইট ওয়াশ করে দিয়েছে সেই টিম টাকেই কিনা বাংলাদেশ তাদের মাটিতে সিরিজ জিতে নিলো!ভাবা যায়!
তবে বাংলাদেশের এই অবিশ্বাস্য সাফল্যে খুশি হয়েছে প্রত্যেকটি বাঙালি।খেলার মাঠেই প্লেয়ারদের কাছে মনে হচ্ছিল তারা মিনি ঢাকাতেই আছে।বিসিবি তো প্লেয়ার দের এমন পারফরম্যান্স এ খুশি হয়ে ৩ কোটি টাকা পুরষ্কার ও ঘোষণা করে ফেলেছে।আর করবেই না কেনো।প্লেয়ারদের আত্মত্যাগ ও তো কম ছিল না।
সাকিব আল হাসানের মা,শাশুড়ি,দুই মেয়েকে অসুস্থ রেখেও খেলে গেছেন শেষ ম্যাচটা।অথচ তার এখন দেশে পরিবারের পাশে থাকার কথা।অন্যদিকে তাসকিন আহমেদ প্রথমবারের মত আইপিএলের মত জমজমাট আসরের জন্যে ডাক পেয়েও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন শুধু দলের জন্যে।শেষ ম্যাচ এ পাঁচ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা আর পুরো সিরিজে ৮ উইকেট নেওয়ায় সিরিজ শেরার পুরস্কার টাও তার হতেই উঠে।সেই জন্যেই তামিম তার সেই ট্রফি গুলির দিকে ইঙ্গিত করে বলছিলো এটিই তোর আইপিএল।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন আমার এই ১৫ বছরের ক্যারিয়ার এর সবচাইতে বড় প্রাপ্তিগুলোর মধ্যে এটি অন্যতম।তাছাড়া মেহেদী মিরাজ বলেন আমাদের এই সিরিজ জয়টা সামনের সিরিজগুলোর জন্যে অনুপ্রেরণা যোগাবে।সাকিব আল হাসান বলেন,এই জয়ে আমাদের সামনে তাদের সাথের টেস্ট ম্যাচ গুলো জিততে সাহস আর শক্তি জোগাবে।
এই সিরিজ জয়ে বাংলাদেশের ওয়ানডে লিগ এর ১০০ পয়েন্ট পর করলো।এবং যথারীতি শীর্ষস্থান ধরে রেখে ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপ চূড়ান্ত করে ফেললো।

আর্টিকেলটি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!