Bangladesh, which has never won a match in any format on South African soil, went to their soil and won the series by defeating them in the ODI series! Yes, that is what happened on 23rd March.
•The match started at 5 pm Bangladesh time at Centurion on Wednesday. South Africa won the toss and elected to bat first. They scored 6 runs in 12 overs with four balls to spare and lost only one wicket. South African batting line-up. As a result, one wicket after another and their chances of winning the match became lighter. South Africa's batting line-up was reduced to 154 runs. Taskin Ahmed alone took 5 valuable wickets.
•Later, Bangladesh batted at the target of 155 runs and started playing very smoothly. It did not seem that South Africa was all out for 154 runs on this pitch a little while ago. Liton and Tamim scored 127 runs in the opening partnership. Tamim Iqbal remained unbeaten with 6 runs and Shakib remained unbeaten with 16 runs. As a result, Bangladesh got a huge victory by 9 wickets.
•Bangladesh won the third match as they had drawn 1-1 in the previous series. As a result, for the first time in the history of Bangladesh, Bangladesh was able to win the series on South African soil. Taskin Ahmed was selected as the man of the match.
Many thanks to everyone for reading this article.
যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো কোনো ফরমেট এ ম্যাচ জিততে পারে নাই সেই বাংলাদেশ কিনা তাদের মাটিতে গিয়ে তাদেরকেই ওয়ানডে সিরিজ হারিয়ে সিরিজ জিতে নিলো!হা, এমনটিই ঘটেছে সেদিন ২৩ সে মার্চ।
•সেঞ্চুরিয়ান এ গত বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ম্যাচটি শুরু হয়।প্রথমে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং এ নামে।প্রথম ১২ ওভার চার বলেই ৬৬ রান সংগ্রহ করে ফেলে মাত্র এক উইকেট হারিয়ে।এর পরই বাঁধে বিপত্তি।বাংলাদেশী ফাস্ট বলার তাসকিন আহমেদ পুরো ধস নামায় দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপ এ।ফলে একটির পর একটি উইকেট যেতে থাকে আর তাদের ম্যাচ জেতার পাল্লা হালকা হতে থাকে।মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।তাসকিন আহমেদ একাই নেন মূল্যবান ৫ উইকেট।
•পরে বাংলাদেশ ১৫৫ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে খুব সাবলীল ভাবে খেলতে থাকে।মনেই হচ্ছিল না একটু আগেই দক্ষিণ আফ্রিকা এই পিচ এ ১৫৪ রানে অলআউট হয়েছে।লিটন আর তামিম ওপেনিং পার্টনারশিপ এই ১২৭ রান তুলেন।লিটন ৪৮ রান করে দুর্ভাগ্যবশত আউট হয়ে গেলেও সাকিব আর তামিম ম্যাচটি জিতিয়ে মাঠ ছাড়েন।তামিম ইকবাল ৮৭ রান করে অপরজিত থাকেন আর সাকিব ১৮ রান করে অপরাজিত থাকেন।ফলে বাংলাদেশ ৯ উইকেটের এক বিশাল জয় পায়।
•সিরিজে পূর্বে ১-১ সমতা থাকায় বাংলাদেশ তৃতীয় ম্যাচটি জেতার ফলে সিরিজটি নিজেদের করে নেয়।আর এর ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসের প্রথমবার বাংলাদেশ সিরিজ জিততে স্বক্ষম হয়।ম্যান অফ দা ম্যাচ হিসেবে নির্বাচিত হন তাসকিন আহমেদ।
আর্টিকেল টি পড়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।