Travel.

in r2cornell •  3 years ago 

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো শহরে প্রায়ই হয়ে থাকে আর আমি যেগুলো বলবো সবই বাস্তব আমার নিজের চোখে দেখা।

আসলেই দূর দুর্দান্ত সফর করলে অনেক কিছু দেখা যায় ওখান থেকে অনেক কিছু শেখা যায়।

কয়েকদিন আগে ঢাকায় ঘুরতে গেলাম সেখানে আমার এক বন্ধুর সাথে দেখা করলাম। এরপরে ওর সাথে কথাবার্তা হল। আমার ঐ বন্ধু লেখাপড়া করে, তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসায়। কয়েকদিন আগে ও বাড়িতে আসছিল যাওয়ার সময় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে বাস থেকে নামার পর ফোনটা বের করেছে কথা বলার জন্য এরপরে মনে করল যে কিছুক্ষণ পরে কথা বলি তাই ফোনটা পাঞ্জাবের পকেটে রেখে দিল মাত্র পাঁচ সেকেন্ডের ব্যবধানে 5 সেকেন্ড পরে পকেটে হাত দিয়েছে ফোনটা বের করে কথা বলবে বলে হঠাৎ করে পকেট থাকে ফোন নেই ।

হতবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল মাত্র ফোন রাখলাম ফোন কোথায় গেল!!! আশেপাশে তাকিয়ে দেখে কিছু যুবক আশে পাশে দাঁড়িয়ে আছে কিন্তু কি করবে তাদেরকে তো বলা যাবেনা, এরপরে ধরাও যাবে না, যাই হোক এরপরে সাহস করে বলল ভাই আপনি কি ফোন নিয়েছেন যুবক বলে আরে না কোত্থেকে আসে জান এখান থেকে,, ও আর কি করবে আর একজনকে জিজ্ঞাসা করল ওই ব্যক্তি ও বলল আরে না কী বলেন,, আফসোস করে মাদ্রাসায় চলে গেল।

এরপর আমি যাত্রাবাড়ী মাদ্রাসায় গেলাম ওখানে আমার এক বন্ধুর সাথে দেখা করে কথাবার্তা বললাম ওই দিন রাত্রে যাত্রাবাড়ী মাদ্রাসার ছাত্র ধোলাইপাড় দিয়ে আসছিল, হঠাৎ কয়েকটি যুবক তাকে ধরল তখন রাত বাজে দশটার মত এরপর তাকে বলল, তোর কাছে যা কিছু আছে দিয়ে দে! ছাত্রটি বলল ভাই আমি গরিব মানুষ আমার থেকে সব নিয়েন না এই কথা বলার সাথে সাথে বখাটে যুবক গুলো তার মাথায় খুর দিয়ে আঘাত করলো ফলে তার মাথা কেটে অবস্থা ভিন্ন রকম হয়ে গেল,, ছাত্রটির থেকে ফোন মানিব্যাগ এরপরে আর যা কিছু ছিল সব নিয়ে নিলো,, বেচারা দুঃখ করতে করতে মাথায় হাত দিয়ে মাদ্রাসা পর্যন্ত আসলো (অর্থাৎ তাকে নিয়ে আসা হলো) এর পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল, কয়েকটা সেলাই দিয়ে তাকে মাদ্রাসা নিয়ে আসা হলো।

এরপর যখন ওখান থেকে মাদ্রাসায় ফিরছিলাম প্রথমে গুলিস্থান আসলাম গুলিস্তানে এসে একটা বাসে উঠলাম উঠে বাসের মধ্যে যে সিটে আমি বসেছি আমার সামনের সিটে একটা মেয়ে বসে আছে তার সামনের সিটে তার মা-বাবা বসেছে তার ভাই এবং তার পাশে তার আরো আত্মীয়-স্বজন আছে।
তো মেয়েটি হাউমাউ করে কান্না করছে, পরে শুনতে পারলাম তার কাছে একটা ব্যাগ ছিল আর ওই ব্যাগের মধ্যে ফোন রাখছিল ব্যাগটা ছিল তার পিছনে হাতের সাথে ঝোলানো,, মেয়েটি সবার সাথে আসতে লাগল যখন ভিড়ের মধ্যে পড়েছে ঠিক তখনই এক বাটপার তার ব্যাগের চেনটা খুলে ফোনটা বের করে নিয়ে গেছে।। মেয়েটি আফসোস করে কাঁদতে লাগল আর বারবার ফোন করতে লাগলো কিন্তু আফসোস ফোন আর ঢুকলোনা হাজার হাজার বার চেষ্টা করল কিন্তু ফোন ঢুকলো না।

পরে আসলাম বাংলাবাজার,, ওখানে সন্ধ্যার দিকে এক বেচারা দাঁড়িয়ে আছে আর একটা বাটপার যুবক এসে তার হাত থেকে ফোনটা নেওয়ার জন্য থাবা দিয়েছে,, কিন্তু ফোনটা নিতে পারল না যখন নিতে পারল না তখন যুবকটি ফট করে ভিড়ের মধ্যে চলে গেল আর খুঁজে পাওয়া গেল না।

তার কয়েকদিন আগের একটি ঘটনা,,
ট্রেন বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব পাশে দাঁড়ানো আছে। ওই ট্রেনের ভিতরে আমিও আছি। এক ব্যক্তি জানালার পাশে বসে ফোন টিপসে, যখনই ট্রেন ছেড়ে দিল ট্রেন চলতে লাগল তখনই এক ব্যক্তি এসে তার ফোনটা থাবা দিয়ে নিয়ে গেল, নিয়ে দৌড় দিলো আর ট্রেনের ভেতরের কোন ব্যক্তি বাহিরে আসতে পারল না, শুধু হইচই করল আমার ফোন! আমার ফোন-- নিয়ে যাচ্ছে আমার ফোন নিয়ে যাচ্ছে!! কিন্তু কেউ তাকে ধরতে পারল না ফোন নিয়ে চলে গেল।

সতর্কতাঃ শহরে কোন গলির ভেতরে কেউ একা যাবেন না। শহর বাজারের রাস্তার কেউ ফোন বের করে হালকা করে ধরবেন না একটু সেভ জায়গায় গিয়ে ফোনটা বের করে কথা বলার দরকার হলে কথা বলবেন। কেউ পাঞ্জাবি বা শার্টের পকেটে ফোন রাখবেন না। যদি ব্যাগ পিছনে থাকে তাহলে ব্যাগের ভেতরে কেউ মূল্যবান জিনিস রাখবেন না। যদি কেউ ট্রেন বা বাস এর ভিতরে জানালার পাশে বসেন তাহলে ফোন বের করবেন না।

আল্লাহ তায়ালা আমাদেরকে এখান থেকে কিছু শেখার থাকলে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!