Tradition.

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

আমি আবার লিখব গ্রামের একটি মেলা সম্পর্কে যাকে বাংলা ভাষায় বলা হয় গ্রাম্য মেলা। আসলে গ্রাম্য মেলায় কি কি হয় তা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব।

মেলা অবহামান গ্রামবাংলায় অন্যতম সংস্কৃতি ঐতিহ্য। বাঙালি জীবনের সঙ্গে মেলায় যোগ দীর্ঘকালের। এই সম্পর্ক নিবিড় এবং আত্মিক। লোক জীবন ও সংস্কৃতি অন্তরঙ্গ পরিচয় মেলাতেই সার্থকভাবে ফুটে ওঠে গ্রামের মেলার একটি চিত্র।

গ্রামীণ মানুষের জীবনে মেলা এক অফুরন্ত আনন্দ উৎসব। চৈত্রসংক্রান্তি মেলা, বৈশাখী মেলা, পৌষ মেলা, মহরমের মেলা, বই মেলা, বৃক্ষ মেলা ইত্যাদি নানা উপলক্ষে বাংলাদেশ মেলা বসে।

পল্লীর মাঝে যখন আপনার বাড়ির মধ্যে বাইরের জগতের রক্তচলাচলের অনুভব করিবার জন্য উৎসুক হয়ে ওঠে তখনই মেলায় তাহার প্রধান উপায়। কারণ এই মেলার মাধ্যমে আপনি আপনার দেশের বাহিরকে ঘরের মধ্যে আহবান করতে পারবেন।

এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্তৃত হয় তাহা হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এ প্রদান উপলক্ষে মেলা। তার মাধ্যমে মানুষ আনন্দ, বিনোদন প্রায় সকল কাজ সম্পন্ন করে।

সারাবছর এই দেশের কোথাও না কোথাও মেলা হতে দেখা যায়। এক-এক জায়গায় এক-একটা উপলক্ষে মেলার আয়োজন হয়। কোন কোন মেলার আয়োজন এর পেছনে থাকে কিংবদন্তী, অলৌকিক কোন লোক গল্প বা পীর, ফকির, দরবেশের কথা।
কোথায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা, দোলযাত্রা, পুণ্যস্নান, দুর্গাপূজা উপলক্ষে এবং মুসলমানদের মহরম এর উপলক্ষে মেলা। সাধারণত সাধারণত গ্রাম বাংলার মেলা বসে নদীর তীরে, বিশাল বটের ছায়ায় অথবা উন্মুক্ত প্রান্তরে ‌

যে উপলক্ষেই মেলা বসুক না কেন, মেলায় সাধারণত উৎসব উৎসব একটা আমেজ থাকে। বর্ণাঢ্য সাজ, চারদিকে কোলাহল, বিচিত্রা আওয়াজে মেলা প্রাঙ্গন থাকে মুখরিত।

এক থেকে সাত, আট, দশ দিন কিংবা মাসব্যাপী মেলা চলতে দেখা যায়। মেলার উৎসবের আমেজ ছড়িয়ে যায় স্থানীয় অঞ্চলের লোকজনের মধ্যে। যে উপলক্ষে এই মেলার আয়োজন হোক না কেন, হরেক রকম পণ্যের প্রচার থাকে মেলায়।

ঘর-গেরস্থালি নিত্যব্যবহার্য সামগ্রী, সাজসজ্জার উপকরণ, শিশু-কিশোরদের আনন্দ-ক্রিয়ার উপকরণ, খাবারের সমারোহ থাকে মেলায়। এসবের কারণে মেলায় খুব আনন্দ হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!