বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়।তা হলো, তাদের দেখা পায় পথে ফুটপাতে আর দেখা পাই মনের ভাবনাতে।।
মানুষের ব্যস্ত চলাচলের পথে ফুটপাতে তাদের দেখা পাই। আর দেখা পাই তাদের মনের ভাবনা তে এবং বেদনার অনুভূতিতে।
একই আসমানের নীচে,একই জমিনের উপরে তাদের ও আমাদের বসবাস। আমরা থাকি পাঁচ তলাতে আর তারা থাকে বাস তলাতে। তাদের ও আমাদের মাঝে রয়েছে অলঙ্ঘনীয় প্রাচীর। সে প্রাচীর ডিঙিয়ে আমরা যেতে পারি না তাদের কাছে, তাতে আমাদের মান যায়। আর কারো আসতে পারে না আমাদের কাছে, তাতে তাদের জান যায়।
অস্বীকার করার উপায় নেই যে, তারাও মানুষ, কিন্তু মানুষের যাবতীয় অধিকার থেকে তারা বঞ্চিত। বস্তির চরম নোংরা পরিবেশে তারা বসবাস করে।
তাদের ঘরে যেমন বিদ্যুতের আলো নেই, তেমনি তাদের ভিতরে নেই শিক্ষার আলো। সমাজের কোথাও তাদের স্থান নেই। শুধু আছে মিছিলের অগ্রভাগে, পুলিশের লাঠি ও বন্দুক চলে যেখানে। ওরা লাশ হয়ে সমাজ পতিদের জন্য সিঁড়ি তৈরি করে।
অনাহার ক্লিষ্ট শরীরের কোটরাগত চোখে তাদের ঘুম আসে না। তবুও তারা বস্তির অন্ধকার দম আটকানো ঝুপড়িতে রাত কাটায় শুধু সুন্দর একটি প্রভাতের আশায়, যখন সূর্যের আলো তাদের ঝুপড়িতেও পাবে প্রবেশাধিকার। তাদের না হোক, তাদের সন্তানদের জীবন উদ্ভাসিত হবে শিক্ষার আলোতে। তারও মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে, তোমাদের মত আমরা ওমানুষ, আমরাও আদমের সন্তান।
বড় আশায় বুক বেঁধে আছে তারা, যদিও জানে না তারা, কবে কোন প্রভাতে উদিত হবে সেই রাঙ্গা সোনালী সূর্য! নেতারা তাদেরকে স্বপ্ন দেখায়, তাতে রাজনীতি জমজমাট হয়। কবিরা ছন্দে, গদ্যে তাদের জীবন নিয়ে কবিতা লেখে, তাতে সাহিত্য সমৃদ্ধ হয়। এন জি ও গুলো তাদের কে কেন্দ্র করে বড় বড় প্রকল্প হাতে নেয় তাতে উন্নয়নের জোয়ার আসে। কাড়ি কাড়ি টাকাও আসে।
কিন্তু অনেক প্রত্যাশার সেই প্রভাতটা আসেনা। এই রাঙ্গা সূর্য টার ও দেখা মেলে না। তাদের সন্তানেরা ও পায়না শিক্ষার আলো।
ওরা সেই কাকডাকা ভোরে ক্ষুধার্ত দেহটা টেনে পথে বের হয় কাগজ টোকাতে। সবাই তাদেরকে টোকাই বলে, কিংবা রস করে পথ কুলি বলে, কিন্তু তাদেরকে মানুষ বলে না,
ওরা নিজেরাও জানেনা, কবে ওরা মানুষ হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন।।