আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা
প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমি ও আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি ।
আচ্ছা বন্ধুরা চলুন ঘড়ির ভাষা বুঝতে শিখি--------।
সকল বিজ্ঞানীদের হিসাবে তো আছেই, এমনকি সাধারণ হিসাবেও আমাদের জীবনের আয়তন অনেক কম, আমরা বাঁচি গড়ে ষাট বছর।
আসুন এখন আমরা ষাট বছর কে সেকেন্ডের হিসাবে পরিনত করি,
সেকেন্ডের হিসাবে ষাট বছর মানে মাএ একশত উনেনব্বই কোটি সেকেন্ড।
এখন খেয়াল করুন, কত মানুষ আছে যাদের টাকা তো এই সেকেন্ডের চাইতে অনেক বেশি হয়,, আচ্ছা যাই হোক---
ভাই ঘড়ির দিকে তাকিয়ে দেখুন। টিক টিক করে কোন মেসেজ সে আপনার কাছে পৌঁছাতে চাই।
ঘড়ির ভাষা বুঝতে চেষ্টা করুন---- একটি টিক মানে আপনার জীবনের সময় ( একশত উনেনব্বই কোটি সেকেন্ড) থেকে একটি মূল্যবান সেকেন্ড চলে গেল!
এই ভাবে প্রতি দিন প্রায় ছিয়াশি হাজার সেকেন্ড আপনার জীবন - তহবিল থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে।
একটু খেয়াল করুন, যে একাউন্ট ( তহবিলে ) শুধু বিয়োগ আছে, কিন্তু যোগ করার কোন অপশন নেই ঐ একাউন্ট ( তহবিল ) শেষ হতে কতক্ষণ!
প্রিয় বন্ধুরা! মানুষ টাকার বেলায় হিসেবী, কিন্তু সময়ের বেলায় বড় বে-হিসেবী।
প্রিয় বন্ধুরা! আপনি রাজা হোন, কিংবা প্রজা, এমপি হোন, কিংবা মন্ত্রি হোন, ঘড়ির দিকে তাকান সতর্ক বাণী শুনুন আর সময়ের হিসেব রাখুন।
ঘড়ি আপনার জীবনের একটি হিসাব রক্ষক। যদি আপনি সময়ের হিসেব না করেন, বে-হিসেবী হন, অলস ও উদাসীন হন তাহলে হঠাৎ একদিন আপনি দেখতে পাবেন, সময়ের এক মহা সমুদ্রে আপনি একশত উনেনব্বই কোটি টুকরো হয়ে মিশে গেছেন। তখন শুরু হবে নতুন জীবন যার শুরু আছে কিন্তু কোন শেষ নেই। কেননা সেখানে কোন ঘড়ির হিসেব নেই।
এখন খেয়াল করুন সময়ের আরেকটা হিসেব,
আপনি যদি প্রতি দিন ছয় ঘন্টা করে ঘুমান তাহলে আপনার জীবনের সাতচল্লিশ কোটি সেকেন্ড। ঘুমের ঘড়ে শেষ হয়ে যাবে, এরপর আপনি খুব স্বাস্থ্যবান হলেও বছরে কমপক্ষে তিন দিন অসুস্থতাই আপনার সময় নষ্ট হয় এক কোটি সাতান্ন লাখ সেকেন্ড। পানাহার ও প্রাকৃতিক কাজে প্রতিদিন ব্যয় হয় প্রায় চব্বিশ কোটি সেকেন্ড। হাসি- তামাশা খেলাধুলায় গড়ে এক ঘন্টা হিসেবে সময় নষ্ট হয় প্রায় আট কোটি সেকেন্ড। এভাবে হিসেব করে দেখুন আপনি ১৮৯কোটি সেকেন্ডের অর্ধেকও আপনি আপনার সত্যিকার কর্মের জন্য বাঁচাতে পারেন কি না।
শেষ কথা জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আপনাকে আমাকে দিতে হবে আমাদের প্রতিপালকের কাছে।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সময়ের সৎ ব্যবহার করার তাওফিক দান করুন,,,আমিন,,,