আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কথায় বলে মাছের পোনা দেশের সোনা কথাটির বাস্তবতা আসলে কতটুকু তা নিয়ে আলোচনা করব।
Sorsce
মাছের পোনা দেশের সোনা কথাটি বাংলাদেশের মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত মৎস্য চাষ সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন প্রকল্পের পক্ষে প্রচার অভিযানের একটি মূল স্লোগান।
দীর্ঘকাল ধরে মাছের উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব না দিয়ে নির্বিচারে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে আজ দেশে যে মাছের আকাল সৃষ্টি করা হয়েছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সরকার কর্তৃক গৃহীত হয়।
তবে আমি মনে করি কথাটি একটি প্রচার সর্বসাধ্য বাক্য মাত্র নয়। এর মধ্যে নিহিত আছে দেশের অর্থনীতিতে মৎস্য উৎপাদনের গুরুত্বের ইঙ্গিত এবং এ সম্পদ রক্ষা ও তার উৎপাদন বৃদ্ধি করতে যাবতীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বিত উদ্যোগের প্রেরণা।
নদীমাতৃক বাংলাদেশের নদ নদীর সঙ্গে রয়েছে অসংখ্য খাল-বিল হাওর-বাঁওড় পুকুর ঝিল ইত্যাদি। জলভর্তি বাংলা এককালে ছিল হাজার রকম আছে ভরা এ দেশের অধিবাসী কে তাই বলা হতো মাছে ভাতে বাঙালি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ বাঙালির পাতে ভাত জুটলেও মাছ জুটছে না। আজ এ দেশে বছরে প্রয়োজনের তুলনায় প্রায় ৩ লক্ষ টন মাছ ঘাটতি রয়েছে এমনকি মিঠা পানির অভাবে অনেক সুস্বাদু মাছ প্রায় বিলুপ্তির পথে।
বাংলাদেশের মৎস্য সম্পদ
একসময় বাংলাদেশের জলাশয়ে প্রচুর মাছ জন্মাতো মাছের পোনা ছাড়তে হতো না। প্রাকৃতিক উপায়ে জন্মাতো হাজার রকম সুস্বাদু মাছ বাঙালির ইতিহাস এর সাথে জড়িয়ে থাকতে রুই কাতলা ইলিশ পাঙ্গাশ মীগেল বল আর কৈ শিং মাছের কথা।
এছাড়াও আছে সমুদ্র ওইখানে পাওয়া যায় হাজার রকমের মাছ। মিঠা পানির মাছের প্রস্তর যুগের সামুদ্রিক মাছে প্রয়োজন হতো না।
এদেশে স্থল ভাগের যেমন ছিল সোনালী ধান আর সোনালী আঁশ পাটের সম্পদ তেমনি জল ভাগ্যে রুপালি সম্পদ ছিল মাছ কিন্তু নানা কারণে আজ বাংলাদেশে মাছ আজ প্রায় বিলুপ্তির পথে।
এদেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মোট আয়তন ৪০.৪০ লাখ হেক্টর যার মধ্যে আছে নদনদী ১০.৩১ প্লাবনভূমি ২৮.০০ বিল ১.১৪ লেক ০.৬৯ এবং পুকুর-দীঘি ১.৪৭ লাখ হেক্টর ।
এসব জলাশয় ছিল অতীতে মাছের বিশাল ভান্ডার এই ভান্ডার থেকে ষাটের দশকের আগ পর্যন্ত যে সম্পদ আহরিত হতো বর্তমানে তা অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে অথচ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। আর সে কারণে অতিরিক্ত আরো আশি লাখ মেট্রিক টন মাছ উৎপাদন প্রয়োজন।