বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
প্রিয় বন্ধুরা চলুন আজকে আমরা একটা নির্বাচন করবো তা হলো,,, ,,,প্রকৃতির নির্বাচন,,,
একটি ফলের গাছ। তাতে লক্ষ লক্ষ বোল আসে। প্রতিটি বোল যদি ফল হতো তাহলে গাছ কি তা ধারণ করতে পারতো? পারতো না। তাই এখানে প্রকৃতির বাছাই শুরু হয়।
সেই বাছায়ে 10 ভাগের 9 ভাগ বোলই ঝরে যায়। আর এক ভাগ টিকে থাকে গাছের ডালে। কিন্তু ঝড়ের ঝাপটায় তার দশভাগের 9 ভাগ ঝরে যায় শুধু এক ভাগ টিকে থেকে কিছুটা বড় হয়।
এরপর নতুন বিপদ রূপে শুরু হয় দুরন্ত বালকদের ঢিল ছোঁড়া। তাতেও দশ ভাগের নয় ভাগ কাঁচা বয়সে বৃন্তচ্যুত হয়ে জীবনের ইতি টানে। এক ভাগ শুধু বোঁটার ওপর ঝুলে থেকে লাল হয়। সেই পাকা ফলগুলোর দশভাগের 9 ভাগ কাক বাদুরের মুখ থেকে আধ খাওয়া অবস্থায় পড়ে যায়। জীবন পরিপূর্ণ রূপে সার্থক হওয়ার আগেই।
সেই লক্ষ লক্ষ বোলের অল্প ক'টি মাত্র পাকা ফল হয়, রস এ পরিপূর্ণ হয়ে গাছ থেকে নেমে আসে। আর এই ফল যে দেখে তারই মন জুড়ায়। জিহ্বা থেকে জল গড়ায়। কিন্তু তারপরও দুর্ভাগ্য আছে। সেই পাকা ফলের দশভাগের নয় ভাগ হয়তো ফাসেক ফাজের এবং পাপাচারী লোকদের ভোগের শিকার হয়।
খুবই অল্প সংখ্যক হল আল্লাহর নেক বান্দাদের দস্তরখানে হাজির হতে পারে। তখন তারা এই ফল কে আল্লাহর নেয়ামত মনে করে তা আহার করেন এবং আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করেন। এত লক্ষ বোলের মধ্য থেকে এই অল্প ক'টি ফল সকল দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকে। অবশেষে তাদের জীবন সার্থক হয়। তাদের সৃষ্টির উদ্দেশ্য সর্বোচ্চ রূপে সফল হয়।
বোল থেকে ফল পাকা পর্যন্ত এই যে, ধারাবাহিক ঝরে পড়া এবং টিকে থাকা- এটাকে বলে প্রকৃতির নির্বাচন।
প্রকৃতির এই নিয়ম যেমন সত্য তেমনি সৃষ্টি জগতের প্রতিটি বস্তুর ক্ষেত্রে সমান সত্য। তেমনি সত্য মানব জীবনেরও প্রতিটি ক্ষেত্রে।