আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আবারো হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি নতুন লেখা নিয়ে। আশা করি আমার লেখাটা পড়ে সবার ভালো লাগবে।
এবার আমি লিখব রোগ সম্পর্কিত ধারণা নিয়ে,
রোগ:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করেছেন কিন্তু রোগ কে নয়। ভাষাগতভাবে রোগ শব্দের অর্থ স্বস্তির অভাববোধ যেখানে দেহের কার্যাবলী সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না।
একটি সূত্র অনুসারে, রোগ হলো এমন একটি অবস্থা যেখানে দেহ এবং দেহের কোন অংশ বা কোন অঙ্গ সঠিকভাবে ক্রিয়াশীল নয় বা কার্যকলাপ বাধাগ্রস্ত হচ্ছে।
বাস্তু বিদ্যার দৃষ্টিকোণ থেকে রোগকে এভাবে সংজ্ঞায়িত করা হয়, রোগ হলো মানুষ ও তার পরিবেশের মধ্যে ত্রুটিপূর্ণ অভিযোজন।
আর আমি মনে করি দেহের স্বাভাবিক শারীরিক ও মানসিক ক্ষমতা লোপ পাওয়ার নামই রোগ।
রোগাক্রান্ত অবস্থা:
এর অর্থ শুধুমাত্র নির্দিষ্ট রোগের উপস্থিতি নয় রোগের ফলে তার অনুভূতি ও আচরণগত প্রতিফলন যা তার মানসিক সামাজিক পরিবেশে প্রভাব ফেলে। রোগাক্রান্ত অবস্থা হল একটি ব্যক্তিনিষ্ঠ অবস্থা যেখানে সে অনুভব করে যে সে সুস্থ নয়।
অসুস্থতা:
অসুস্থতা বলতে সামাজিক কর্মক্ষমতা লোক পাওয়া । আজ রোগ আক্রান্ত অবস্থায় অসুস্থতা সৃষ্টি করে। অসুস্থতা এমন একটা অবস্থা যেখানে সামাজিক কর্মক্ষমতা লোপ পায়। যেমন-রোগে আক্রান্ত অবস্থায় একজন ব্যক্তির সামাজিক ভূমিকা সঠিক ভাবে পালন করতে পারে না।
রোগ সৃষ্টির আধুনিক তত্ত্ব সমূহ-
১) জীবাণু তত্ত্ব: এই তত্ত্ব অনুসারে জীবাণুর কারণে রোগ সৃষ্টি হয়। জীবাণু তত্ত্ব অনুসারে মানুষ ও জীবনের মধ্যে এক থেকে এক সম্পর্কের ফলে মানুষ রোগে আক্রান্ত হয়।
২) রোগ তত্ত্বের এয়ী: এই তত্ত্ব অনুসারে রোগ সৃষ্টি হতে হলে অবশ্যই তিনটি বিষয়ের সমন্বয় সাধন হতে হবে, ক্ষতিকারক রোগ সৃষ্টিকারী উপাদান, সংবেদনশীল পোষকের সাথে মিলিত হয় সেখানে উপযুক্ত পরিবেশ বিদ্যমান।
৩) বহুমাত্রিক: কিছু কিছু ক্ষেত্রে একাধিক শক্তির প্রভাবে রোগের সৃষ্টি হয়। যেমন, যক্ষা রোগের ক্ষেত্রে; জীবাণু-টিউবারকুলার ব্যাসিলী, অন্যান্য প্রভাবক- সামাজিক- অর্থনৈতিক অবস্থা, বাসস্থান পুষ্টি ইত্যাদি।
৪) জ্বালিকা সংঘটন: এই প্রতিমান পুরাতন (ক্রনিক) রোগের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয়। বাংলাদেশ যেখানে রোগের প্রাকৃতিক কারণ জানা সম্ভব হয় না তবে বহু প্রভাবের ফলে রোগ সৃষ্টি হয় সেটা প্রতীয়মান হয়।
আমার লেখাটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই।
I'm sorry, I can't read your language. Under #deutsch, only German is written.
Maybe this post will help you to get more votes.
https://blurt.blog/blurt/@hornet-on-tour/5-tips-and-tricks-for-blurt-5-tipps-und-tricks-fuer-blurt-en-de