West Indies vs India, 1st T20I, India won by 68 runs

in r2cornell •  2 years ago 

Bismillahir Rahmani Rahim

Hello cricket loving friends, how are you all? Hope you all are very well, I am also very well with your prayers and God's grace.

Currently India cricket team is touring West Indies, yesterday the first T20 match between India and West Indies was played, the match was won by India cricket team by 68 runs.

WI-VS-IND-1ST-T20I-MATCH-PREDICTION.jpgsource

After winning the toss and deciding to bowl first, West Indies captain Nicholas Poran went to bat first and scored 190 runs for the loss of 6 wickets in the allotted 20 overs.

Rohit Sharma top-scored with 64 runs from 44 balls by Indian batsmen with seven 4s and two 6s, besides Dinesh Karthik 41 runs from 19 balls, Suryakumar Yadav 24 runs from 16 balls, Ravindra Jadeja 16 runs from 13 balls, Ravichandan Ashwin 13 runs off 10 balls, and Ishan Pant scored 14 runs off 12 balls, with 17 runs coming from extras.

Among the West Indies bowlers, Algeri Joseph took 2 wickets with 46 runs in 4 overs, Abed Mkkou 30 runs 1 wicket in 4 overs, Aqeel Hussain 14 runs 1 wicket in 4 overs, Jason Holder 4 over 50 runs 1 wicket, and Kemo Paul 2 He got 1 wicket with 24 runs in the over.

Chasing a target of 191 runs, the West Indies cricket team scored 122 runs for the loss of 8 wickets in the stipulated 20 overs, resulting in their defeat by 68 runs.

Among the West Indies batsmen, Samarh Brooks scored 20 runs off 15 balls, Kemo Paul scored 19 runs off 22 balls, Nicholas Burns scored 18 runs off 15 balls, Kyle Meyers scored 15 runs off 6 balls, Rovman Powell scored 14 runs off 17 balls, Simron Hetmer scored 14 runs off 15 balls.and Aqeel Hossain scored 11 runs off 15 balls, 6 runs coming from extras.

Among the India bowlers Ravichandan Ashwin took 2 wickets with 22 runs in 4 overs, Arsdeep Singh 24 runs 2 wickets in 4 overs, Ravi Bishnoy 26 runs 2 wickets in 4 overs, Bhuvneshwar Kumar 11 runs 1 wicket in 2 overs, and Ravindra Jadeja 4 overs. He got 1 wicket with 26 runs.

Dines Karthik won the man of the match award.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো ক্রিকেট প্রেমি বন্ধুগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

এই মুহূর্তে ইন্ডিয়া ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফর করছে, গতকাল ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যেকার প্রথম টি20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, উক্ত ম্যাচে ইন্ডিয়া ক্রিকেট দল 68 রানে জয়লাভ করেছে।

টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ এর অধিনায়ক নিকোলাস পোড়ান, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 অভারে 6 উইকেট হারিয়ে 190 রান সংগ্রহ করে ইন্ডিয়া ক্রিকেট দল।

ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 44 বলে 64 রান সংগ্রহ করেন রোহিত শর্মা, তিনি সাতটি 4 এবং দুইটি 6 এর মাধ্যমে এই রান সংগ্রহ করেন, এছাড়া দিনেস কার্তিক 19 বলে 41 রান, সুরিয়াকুমার ইয়াদাভ 16 বলে 24 রান, রভিন্দ্র জাদেজা 13 বলে 16 রান, রভিচন্দন আশ্বিন 10 বলে 13 রান, এবং ইশান পান্ট 12 বলে 14 রান সংগ্রহ করেন, অতিরিক্ত থেকে 17 রান আসে।

ওয়েস্ট ইন্ডিজ এর বোলারদের মধ্যে আলজেরি জোসেফ 4 অভার বল করে 46 রান দিয়ে 2 উইকেট লাভ করেন, অবেদ ম্ককোউ 4 অভার 30 রান 1 উইকেট, আকেল হোসেন 4 অভার 14 রান 1 উইকেট, জেসন হোল্ডার 4 অভার 50 রান 1 উইকেট, এবং কেমো পাউল 2 অভার বল করে 24 রান দিয়ে 1 উইকেট লাভ করেন।

191 রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত 20 অভারে 8 উইকেট হারিয়ে 122 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, ফলে তারা 68 রানে পরাজিত হয়।

ওয়েস্ট ইন্ডিজ এর ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 15 বলে 20 রান সংগ্রহ করেন সামারহ ব্রুক্স, এছাড়া কেমো পাউল 22 বলে 19 রান, নিকোলাস পোড়ান 15 বলে 18 রান, কায়েল মায়ের্স 6 বলে 15 রান, রোভম্যান পোয়েল 17 বলে 14 রান, সিমরন হেটমার 15 বলে 14 রান, এবং আকেল হোসেন 15 বলে 11 রান সংগ্রহ করেন, অতিরিক্ত থেকে 6 রান আসে।

ইন্ডিয়া বোলারদের মধ্যে রভিচন্দন আশ্বিন 4 অভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট লাভ করেন, আর্সদিপ সিং 4 অভার 24 রান 2 উইকেট, রাভি বিশনোয় 4 অভার 26 রান 2 উইকেট, ভুবেনিশ্বর কুমার 2 অভার 11 রান 1 উইকেট, এবং রভিন্দ্র জাদেজা 4 অভার বল করে 26 রান দিয়ে 1 উইকেট লাভ করেন।

দিনেস কার্তিক ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কার লাভ করেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Congrats to the winner