Today is the holy Eid-ul-Fitr. Eid Mubarak

in r2cornell •  2 years ago 

Bismillahir Rahmanir Rahim

Hello Blurt lovers and all my Blurt friends, how are you all? I hope you are all very well, I am also very well with your prayers and the grace of the Creator.

Dear friends, I am starting another new post by wishing you all a Happy Eid-ul-Fitr. Welcome to my post today.

Screenshot_20220503-115912_Gallery.jpg

Screenshot_20220503-115916_Gallery.jpg

The month of Ramadan ended yesterday, today is Eid day, Holy Eid-ul-Fitr, Eid prayers were offered at our East Khukshia Eidgah ground at 9:00 am, but due to rain it was not possible to perform Eid prayers at Eidgah at our East Khukshia Jame Mosque at 10:00 am I do.

People from two parts of our village, East Para and West Para, perform two Eid prayers at the same time every year. But not because of the rain.

Screenshot_20220503-115900_Gallery.jpg

Screenshot_20220503-115916_Gallery.jpg

One of the two Eids of Muslims is Eid-ul-Fitr and the other is Eid-ul-Azha. The Prophet (peace be upon him) said that there is Eid for every Ummah and this is our Eid.

On the day of Eid-ul-Fitr, Allah Ta'ala forgives innumerable sinful servants. Angels are seen at the corners of Eid streets and welcome all the people who come to the Eidgah.

Eid means happiness, Eid means joy, Eid means all people get together, so that the poor and miserable people can celebrate Eid and wear new clothes on the day of Eid. Does.

Screenshot_20220503-115905_Gallery.jpg

Screenshot_20220503-115850_Gallery.jpg

When the Eid prayers are over, all the people hug each other so that love and affection are created among all. On the day of Eid, good food is prepared in the homes of all Muslims and various sweets are prepared. One of the circumcisions of Eid-ul-Fitr is to eat sweets before going to the Eidgah.

The pictures that I am sharing with you are the pictures of me waiting with my two sons because of the rain before going to the Eidgah and the pictures after the Eid prayers, and the pictures of the water freezing on the way to the Eidgah.

I am concluding today's post by wishing everyone Eid-ul-Fitr again, Eid Mubarak.

Thanks everyone for reading my post today.

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো ব্লাট প্রেমিরা এবং আমার ব্লাটের সকল বন্ধুগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

প্রিয় বন্ধুগন আপনাদের সকলকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়ে আমার আরো একটা নতুন পোস্ট শুরু করছি, আমার আজকের পোস্টে আপনাদের সকলকে স্বাগতম।

গতকাল রমজান মাস শেষ হয়েছে, আজকে ঈদের দিন, পবিত্র ঈদুল ফিতর, আমাদের পূর্ব খুকশিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল নয়টার সময় দেওয়া হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব হয় নাই, আমরা সকাল দশটার সময় আমাদের পূর্ব খুকশিয়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করি।

আমাদের গ্রামের দুইটা অংশ, পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া, আমাদের গ্রামের দুই অংশের মানুষ প্রত্যেক বছর দুই ঈদের নামাজ এক সাথে আদায় করে, কিন্তু করোনার কারণে দুই বছর এক সাথে ঈদের নামাজ আদায় করতে পারি নাই, এই বছর আশা ছিল এক সাথে ঈদের নামাজ আদায় করবো কিন্তু বৃষ্টির কারণে হল না।

মুসলমানদের দুইটা ঈদ একটা হল ঈদুল ফিতর আরেকটা হল ঈদুল আযহা, দীর্ঘ এক মাস রোজা রাখার পরে যে ঈদ পালন করা হয় সেটা হচ্ছে ঈদুল ফিতর। রসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন প্রত্যেক উম্মতের জন্য ঈদ আছে আর এটা হচ্ছে আমাদের ঈদ।

ঈদুল ফিতর এর দিন আল্লাহ তায়ালা অসংখ্য পাপী বান্দাদের মাফ করে দেন। ঈদের রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দ্বাড়িয়ে থাকে এবং ঈদগাহে আগত সকল মানুষকে স্বাগতম জানাতে থাকে।

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সমস্ত মানুষ মিলেমিশে থাকা, গরীব দুখি মানুষেরা যেন ঈদ পালনে করতে পারে এবং ঈদের দিন নতুন কাপড় পরিধান করতে পারে এইজন্য সম্পদ ওয়ালাদেরকে দান করার আদেশ করা হয়েছে, ঈদের দিন ধনি-গরীব এক সাথে মিলেমিশে ঈদ উদযাপন করে থাকে।

ঈদের নামাজ আদায় করা শেষ হলে সমস্ত মানুষ পরস্পর কোলাকুলি করে যাতে করে সকলের মধ্যে মিল মহাব্বত ভালবাসা সৃষ্টি হয়। ঈদের দিন মুসলমানদের সকলের বাড়িতে ভাল খাবারের ব্যবস্থা করা হয়, বিভিন্ন মিষ্টি তৈরী করা হয়। ঈদুল ফিতর এর একটা সুন্নত হল ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি খেয়ে যাওয়া।

আপনাদের সাথে যে ছবিগুলো শেয়ার করছি, সেগুলো ঈদগাহে যাওয়ার আগে বৃষ্টির কারণে আমার দুই ছেলের সাথে অপেক্ষার ছবি এবং ঈদের নামাজ শেষ করার পর ছবি, এবং একটা ছবিতে ঈদগাহে যাওয়ার রাস্তায় পানি জমে যাওয়ার ছবি।

সবাইকে আবারো ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শেষ করছি, ঈদ মোবারক।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 years ago  ·  

Wishing you a holy Eid-ul-Fitr

  ·  2 years ago  ·  

Thank you