Our East Khukshia village mosque

in r2cornell •  3 years ago 

Bismillahir Rahmanir Rahim

Good morning dear Blurt lovers and all my Blurt friends, how are you all? I hope you are all very well in the grace of the Creator, I am also very good in your prayers and the grace of the Creator.

I wake up every day before Fajr Azan and perform Fajr prayers and create posts for blockchain sites, today when I wake up I thought about what to post about.

When I came out after the Fajr prayers, I thought we could post about our mosque, so I took some selfies with our mosque and shared them with you.

Screenshot_20220511-052628_Gallery.jpg

Screenshot_20220511-052633_Gallery.jpg

The name of our village is Purba Khukshia. The village is located in Gandhail union of Kazipur upazila of Sirajganj district. Our village is a flood prone area.

Our village is very beautiful, most of the people in our village work in Dhaka city, our village has a high school, a government primary school, an Eidgah and a mosque.

The mosque is known as East Khukshia Jame Mosque. Our mosque was rebuilt in 2000 after our village was lost in the river Jamuna. At first, the mosque house was built with only tin. You can see the present condition of the mosque in the picture.

We have an ayukhana in our mosque, where everyone performs ayukhana, the construction work of anukhana is still going on. The mosque has a toilet and a bathroom.

Our mosque has a maktab room for Quran teaching where every morning and afternoon there is a Quran Sharif teaching system for little boys and girls. Some more work on the mosque has not been completed yet, we hope we will be able to complete the work in a very short time.

Screenshot_20220511-052637_Gallery.jpg

Screenshot_20220511-052641_Gallery.jpg

Screenshot_20220511-052645_Gallery.jpg

The mosque is the house of Allah Ta'ala, the importance of the mosque to the Muslims is immense, I will try to write another day about the importance of the mosque InshaAllah.

I am ending today with the wish that all of you will be well, healthy and safe.

Thanks everyone for reading my post today.

বিসমিল্লাহির রহমানির রহিম

শুভ সকাল ব্লাট প্রেমিরা এবং আমার ব্লাটের সকল বন্ধুগন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

আমি প্রতিদিন ফজরের আযানের আগে ঘুম থেকে উঠি এবং ফজর নামাজ আদায় করে ব্লকচেইন সাইটগুলোর জন্য পোস্ট তৈরি করি, আজকে যখন ঘুম থেকে উঠি তখন চিন্তা করলাম কি নিয়ে পোস্ট করা যায়।

ফজর নামাজ আদায় করে যখন বাহিরে আসলাম তখন মনে হল আমাদের মসজিদ নিয়ে পোস্ট করা যেতে পারে, তাই আমাদের মসজিদের সাথে কয়েকটা সেলফি তুললাম এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।

আমাদের গ্রামের নাম পূর্ব খুকশিয়া, গ্রামটা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের অবস্থিত, আমাদের গ্রামটা বন্যা কবলিত এলাকা, প্রত্যেক বছর বর্ষার সময় আমাদের গ্রামের অধিকাংশ ঘর পানিতে ডুবে যায়, আমাদের গ্রামের আসল জায়গা নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

আমাদের গ্রামটা অনেক সুন্দর, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ ঢাকা শহরে চাকরি করে থাকে, আমাদের গ্রামে একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা ঈদগাহ এবং একটা জামে মসজিদ রয়েছে।

মসজিদটি পূর্ব খুকশিয়া জামে মসজিদ নামে পরিচিত, আমাদের গ্রামটা যমুনা নদীর গর্ভে বিলিন হওয়ার পর 2000 সালে আমাদের এই মসজিদ পুনরায় নির্মাণ করা হয়, প্রথমে শুধু টিন দিয়ে মসজিদ ঘর নির্মাণ করা হয়েছিল, মসজিদের বর্তমান অবস্থা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন।

আমাদের মসজিদে একটা অযুখানা রয়েছে, যেখানে সবাই অযু করে থাকে, অনুখানার নির্মাণ কাজ এখনও চলমান। মসজিদে একটা টয়লেট এবং একটা গোসলখানা আছে।

আমাদের মসজিদে কুরআন শিক্ষার জন্য একটা মক্তব ঘর রয়েছে যেখানে প্রতিদিন সকালে এবং বিকালে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কুরআন শরীফ শিক্ষার ব্যবস্থা আছে। মসজিদের আরো কিছু কাজ এখনও শেষ হয় নাই, আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ গুলো শেষ করতে পারব।

মসজিদ আল্লাহ তায়ালার ঘর, মুসলিমদের কাছে মসজিদের গুরুত্ব অপরিসীম, মসজিদের গুরুত্ব নিয়ে অন্য একদিন লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় আজকের মত শেষ করছি।

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

May Allah hear our prayers

  ·  3 years ago  ·  

Ameen. Thank you

  ·  3 years ago  ·  

May your prayers be answered

  ·  3 years ago  ·  

Ameen. Thank you

Hello dear @mahmud552
Your post has been manually upvoted by @judexex

You can use our tag #blurtainment to get your future posts seen

Vote our founder @nabeeel as your witness, link below
VOTE for Witness

REMEMBER TO GIVE US SOME DELEGATION AS WE ARE STRONGER TOGETHER, NO AMOUNT OF DELEGATION IS SMALL FOR US.**

last.jpg

Join us on WHATSAPP, TELEGRAM and [DISCORD](https://discord.gg/he6nHbMtpf