Bismillahir Rahmanir Rahim |
---|
Hello friends how are you all? Hope you all are very well and healthy, I am also very well with your prayers and God's grace.
Copyright free image downloaded from pixabay.com |
---|
Since yesterday, I have been feeling a different kind of joy in my mind, because after committing a crime, I feel a different kind of joy, a joy that can never be expressed in words, I have also been forgiven for such a crime, which is why I am happy.
Every human being makes mistakes, no human being is above mistakes, but if the same mistake is repeated, it is considered a crime, if you make a mistake once, learn from it and try to live from that mistake forever, then you can get forgiveness from that mistake, but if the mistake keeps happening again and again, then it is a crime, that crime cannot be forgiven.
There is no such person in the world who cannot forget that no mistake is made by me, there is a proverb in Arabic which means, the first person is the first to make a mistake, we all must learn from that mistake, and it is necessary to ensure that the same mistake is not repeated in the future, mistakes will happen in human life, people sometimes make mistakes intentionally and sometimes unintentionally.
Copyright free image downloaded from pixabay.com |
---|
But a wise person is one who realizes his mistake and apologizes after making it and promises never to make that mistake again in the future, then he will be a real human being and will not be considered a crime, God also loves the wrongdoer who apologizes after making a mistake and promises not to make that mistake again in the future.
I also made a mistake, I am ashamed of that and posted an apology yesterday, I would like to thank @saboin and all the members of the blurt team, who saw my mistake with a good eye for forgiveness, of course I will try to make sure that such a mistake will never happen again by me, I will try to work on this platform for a long time by following all the rules and regulations.
When we apologize to someone after making a mistake and when he forgives that mistake very easily, we should be grateful to him. Of course we should thank him, because they forgive and correct our mistakes very easily, and we should always have a good impression on them.
Of course, we should have a sense of gratitude inside us, we should always be grateful to those who benefit us, many times we forget about the benefits, we should never forget the benefits, the one who has done me a favor will always be my friend, this should be our principle, when those who have done me a favor become friends and when we treat them well, other people will also try to do us a favor.
গতকাল থেকে এ মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ অনুভব হচ্ছে, কারণ কোন অপরাধ করার পরে সেটা থেকে মুক্তি পাওয়ার পরে অন্যরকম একটা আনন্দ অনুভব হয়, যে আনন্দের কথা কখনো ভাষায় প্রকাশ করা যায় না, আমারও সেই রকম একটা অপরাধ থেকে ক্ষমা পেয়েছি, যার কারণে আনন্দ হচ্ছে।
প্রত্যেক মানুষের দ্বারাই ভুল হয়, কোন মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একই ভুল যদি বারবার হয় সেটা অপরাধ হিসেবে গণ্য হয়, একবার ভুল হলে সেটা থেকে শিক্ষা গ্রহণ করে সে ভুল থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করা, তাহলে এই সেই ভুলটা থেকে ক্ষমা পাওয়া যায়, কিন্তু যদি এখন ভুল বারবার হতে থাকে তাহলে সেটা অপরাধ, সেই অপরাধের ক্ষমা হয় না।
পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ভুলতে পারবেনা যে, আমার দ্বারা কোন ভুল হয় না, আরবিতে একটা প্রবাদ আছে যেটা অর্থ হচ্ছে, প্রথম মানুষ প্রথম ভুল করনেওয়ালা, আমাদের সকলকে অবশ্যই সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, এবং ভবিষ্যতে যেন একই ভুল আবার না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন, ভুল মানুষের জীবনে হবেই, মানুষ কখনো ইচ্ছাকৃতভাবে ভুল করে আবার কখনো অনিচ্ছায় ভুল করে থাকে।
কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যে ভুল করার পরে সেটা বুঝতে পেরে ক্ষমাপ্রার্থী হয় এবং ভবিষ্যতে আর কখনো সেই ভুল করবে না এর উপর অঙ্গীকার করে থাকে, তাহলে এই প্রকৃত মানুষ হবে এবং সে অপরাধের মধ্যে গণ্য হবে না, সৃষ্টিকর্তাও সেই ভুলকারীকে ভালবাসি যে ভুল করার পরে সেই ভুলের উপর লজ্জিত হয়ে ক্ষমাপ্রার্থী হয়, এবং ভবিষ্যতে ওই ভুল আর না করার অঙ্গীকার করে।
আমার দ্বারাও একটা ভুল হয়ে গিয়েছিল, সেটার জন্য আমি লজ্জিত এবং গতকাল ক্ষমা চেয়ে একটা পোস্ট করেছিলাম, আমি ধন্যবাদ জানাবো @saboin এবং blurt টিমের সকল সদস্যদের, যারা আমার ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, অবশ্যই আমি চেষ্টা করব যেন এই ধরনের ভুল আর কখনো আমার দ্বারা না হয়, আমি সব ধরনের নিয়মকানুন মেনে এই প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করব।
আমরা যখন ভুল করার পরে কারো কাছে ক্ষমা প্রার্থী হই এবং সে যখন খুব সহজেই সে ভুলটা ক্ষমা করে দেয় তখন তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে, কারণ খুব সহজেই তারা আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন এবং শুধরে দেন, এবং তাদের প্রতি সব সময় ভালো ধারণা রাখতে হবে।
অবশ্যই আমাদের ভিতরে কৃতজ্ঞতাবোধ থাকতে হবে, আমরা যার দ্বারা উপকৃত হই তার প্রতি সবসময়ের জন্য কৃতজ্ঞ থাকতে হবে, অনেক সময় আমরা উপকারের কথা ভুলে যাই, উপকারের কথা কখনো ভুলে যাওয়া উচিত নয়, যে আমার উপকার করেছে সে আমার সবসময়ের জন্য বন্ধু হয়ে থাকবে, এটাই আমাদের নীতি হওয়া উচিত, যারা উপকার করেছে তারা যখন বন্ধু হবে এবং তাদের সাথে যখন আমরা ভালো ব্যবহার করব তখন অন্য মানুষরাও উপকার করার চেষ্টা করবে।
Thanks everyone for reading my post today. |
---|
I want to congratulate you for having the courage to acknowledge the mistakes you made and for your thoughtful self-reflection. It takes humility and strength to admit one’s errors and make a sincere effort to improve.
For my part, I will take some time to observe how things evolve. I am particularly hoping to see you return to sharing more personal posts about your life, like the ones you used to publish over seven months ago. Those posts were much richer and more interesting, as they allowed us to learn about your lifestyle and the culture of your country.
I also look forward to seeing embedded videos from your YouTube channel that truly align with the content of your posts.
Wishing you the best moving forward!
@nalexadre | Blurt Witness & BeBlurt founder
Thank you very much for following me for a long time, I always try to follow the path of truth and justice, and when I make a mistake, admit it, and learn from that mistake and move forward properly, my relationship with blurt is three years. It can't be spoiled so easily, I'll try to write about my personal stuff like before.