বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করবো, তা হলো, একটি পাখির ছানা ও একটি শিক্ষা।
একদিন সকালে আমার বন্ধু হাসান বললো, চলো আমরা পাখির ছানা ধরি। আমি বললাম কোথায়? বন্ধু বলল- তুহিনদের বাগানে নারিকেল গাছের মাথায় তোতাপাখি ছানা ফুটেছে।
আমি রাজি হয়ে বললাম তাড়াতাড়ি চলো। মা টেরষ্টন্ত পাওয়ার আগেই চলে আসতে হবে।
আমার সাহস হলো না এত উঁচু গাছে চড়তে। হাসান কিন্তু তরতর করে গাছের আগায় উঠে গেলো। আর তখনই মা পাখিটা টের পেয়ে মাথায় ঠোকরাতে লাগলো। কিন্তু হাসান এত টুকুতেই হারমান বার মানুষ নয়। মা পাখিটির ঠোকর উপেক্ষা করে, পাখির ছানা টি হাতে নিয়ে সে নেমে এলো।
পাখির ছানা টি চি চি করতে লাগলো। আর মা পাখিটি করুন কান্নার মত কিচিরমিচির করতে লাগলো। আমার মনে হলো, মা পাখিটি যেন বলছে- আমার ছানাটাকে তোমরা কেড়ে নিয়ো না। আমাকে ব্যাথা দিও না।
হাসানকে কথাটা বললাম কিন্তু সে হেসেই উড়িয়ে দিল। এরপর আমরা হাসানের বাড়িতে এলাম। মা-পাখিটি আমাদের মাথার ওপর উড়ে উড়ে এলো। তাহার কিচিরমিচির আওয়াজে সবাই বলল কি হয়েছে পাখিটার কি হয়েছে? পাখিটা এমন করে কেন? দেখার জন্য হাসানের আম্মা বের হয়ে এলেন, এবং হাসানের হাতে পাখির ছানাটি দেখে সব ঘটনা বুঝে গেলেন।
মা পাখিটির কষ্টে তিনিও কষ্ট পেলেন। তখন হাসানকে বললেন, বাবা হাসান, কেউ যদি তোমাকে আমার কোল থেকে এভাবে ছিনিয়ে নিয়ে যায় তাহলে আমার কেমন কষ্ট হবে? তোমার কাছেই বা কেমন লাগবে?
ঐ পাখিটা কিন্তু আমারই মত মা। আর ঐ ছানাটি তোমারই মত সন্তান।
এবার তিনি হাসানের মাথায় হাত রেখে বললেন, জানো আমাদের নবীজীর যামানায় এমন ঘটনা হয়েছিলো। হযরত আলী ( রা:) একবার একটি পাখির ছানা ধরে এনেছিল। আর মা পাখিটা মনের কষ্টে কিচির মিচির করে হযরত আলী ( রা:) এর মাথার উপরে উড়ে উড়ে আসছিলো। হযরত আলী ( রা:) বুঝতে পারেননি যে মা পাখিটির কষ্ট হবে।
আমাদের নবীজি মা পাখিটির কষ্ট দেখে বললেন, তারাতাড়ি ছানাটিকে পাখির বাসায় ফিরিয়ে দাও। আলী( রা:) ভুল বুঝতে পেরে ছানাটিকে বাসায় রেখে এলেন। তখন মা পাখিটি শান্ত হলো।
হাসানের আম্মা হাসানকে আদর করে বললেন, তুমি এখন কি করবে?
হাসান কাঁদো কাঁদো হয়ে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি ছানাটিকে পাখির বাসায় দিয়ে আসবো।
আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমল করার তাওফীক দান করুন আমিন।।।