Characteristics of the geographical location and topography of the ancient Arabian Peninsula

in r2cornell •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন,আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আবারো হাজির হলাম আপনাদের সামনে আমি আমার নতুন আরেকটি লেখা নিয়ে। আশা করি আমার লেখাটা পড়ে সবার ভালো লাগবে।

আমি আবার লিখব প্রাচীন আরব উপদ্বীপের ভৌগলিক অবস্থান ও ভূ প্রকৃতির বৈশিষ্ট্য নিয়ে

images - 2022-01-05T140321.032.jpeg
Sorsce

ভগলিক অবস্থান: পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ আরব ভূখন্ড এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত। তিন দিকে জল ও একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত এই ভূখণ্ডকে বলা হয় জাজিরাতুল আরব আরব উপদ্বীপ।

এরপূর্বে রয়েছে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরিয়া ও দক্ষিণ ভারত মহাসাগর। পর্যালোচনা করলে দেখা যায় এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মিলনস্থলে অবস্থিত। আমেরিকা ও অস্ট্রেলিয়া আবিষ্কৃত হওয়ার আগে প্রাচীন আরব মানচিত্র অনুযায়ী একে পৃথিবীর কেন্দ্রস্থলে হিসেবে মনে করা হতো।

ভূপ্রকৃতি: ভূতত্ত্ববিদদের মতে আরব উপদ্বীপ প্রাচীনকালে সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল এবং মধ্যপ্রাচ্য থেকে গোবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত বালুকাময় ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল। বস্তুত একে সিরিয়া ও মেসোপটেমিয়ার মরু অঞ্চলের অংশ হিসেবে ধরা যেতে পারে।

আরব উপদ্বীপের বুক হন গঠন থেকে প্রমাণ পাওয়া যায় প্রাচীনকালে আটলান্টিক মহাসাগরের স্রোতধারা ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাদদেশে আরব উপদ্বীপ কে কিছুটা তৃণমূল মানুষের বসবাস উপযোগী করে তোলে। উপদ্বীপ পশ্চিম প্রান্ত থেকে পূর্ব দিকে পারস্য উপসাগর ও মেসোপটেমিয়ায় নিম্নভূমির দিকে ক্রমশ হয়ে গিয়েছে।

পশ্চিম দিকে লোহিত সাগরের তীর ব্যাপী উত্তর-দক্ষিণ বরাবর একটানা পর্বতমালাকে আরব অঞ্চলের মূলধন বলা হয়। পর্বত ও মালভূমির বিস্তৃত আরব উপদ্বীপের বাকি অংশ মরু অঞ্চল ও অনুর্বর ভূমি। ভূ-প্রকৃতি তারতম্য অনুযায়ী এটি তিন ভাগে বিভক্ত, নুফুদ, গহনা ও হাররাহ। উত্তর আরবের দূরত্ব ও লোহিত বালুকা পূর্ণ অঞ্চল নামে পরিচিত। বছরের অধিকাংশ সময়ই অঞ্চল শুষ্ক থাকে শীতকালে বৃষ্টিপাত হয়।

তখন তিনি গুলা দিয়ে দ্বারা আচ্ছাদিত থাকায় এ অঞ্চল পশু পালনের উপযোগী হয়। উত্তরে কোন প্রদেশ থেকে দক্ষিনে হাজরামাউত এবং পশ্চিমে ইয়েমেন থেকে উঠবো ওমান পর্যন্ত বিস্তৃত লাল বালুকাময় অঞ্চল কে দহনা বলে।

গ্রীষ্মকালে উষ্ণতার জন্য এটি বসবাসের অনুপযোগী। তবে কখনো বৃষ্টিপাত হলে এখানে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং বেদুইনরা কিছুকালের জন্য এখানে বসবাস করে।

আমার লেখাতে কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!