বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
Sorsce
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভাল আছি।
আবারো হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন বিষয় নিয়ে আশা করি আপনারা আমার এই লেখাগুলি পড়ে উপভোগ করবেন।
তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিছু কথা বলা যাক আমি আজকে যে বিষয়ে লিখব তা হলো ফটোগ্রাফি কনটেস্ট তে অংশগ্রহণ করছি যদিও আমি ভালো ফটোগ্রাফার নয় তবুও আমি ফটো তুলতে ভালবাসি অনেক ভালোবাসি যেখানে যাই কিছু ফটো উঠিয়ে রেখে দেয়। তো এভাবে আমি কিছু ফটো সংগ্রহ করি তার মধ্যে একটি ফটো হল যমুনা নদীর একটি ফটো। আমাদের এই যৌবনা নদী টি অনেক বিশাল অনেক সুন্দর যমুনা নদীর এপারে রয়েছে অনেক ঘরবাড়ি ওপারে রয়েছে অনেক ঘরবাড়ি মাঝখানে বিশাল যমুনা নদী।
এখন আপনাদেরকে যে ফটোটা দেখাবো তাহলো সরিষা ক্ষেতের ফটো সরিষা কিভাবে বড় হয় ফুল আসে
এরপর ধীরে ধীরে ভেতরে সরিষা দানা হয় এরপরে পেকে যায় এরপর থেকে তেল বানানো হয়।
একটু পরে দেখাবো কিছু ফুলের ফটো নানান রকমের ফুল যা দেখলেই মন ভরে যায় আর ফুলকি তো সবাই ভালোবাসে বিশেষ করে আমি- ফুলকে অনেক ভালোবাসি ফুলকে অনেক যত্ন করি। তাইতো আমি আপনাদেরকে ফুলের কিছু ফটো দেখাবো।
এরপর আপনাদেরকে দেখাবো যমুনা নদীর তীরে সেনাবাহিনীর একটি ক্যাম্প এসে এখানে ট্রেনিং করছে তাদের একটা ফটো দেখাবো।