About the mind-blowing flowers in my garden.

in r2cornell •  11 days ago 

FunPic_20240908_095932672.jpg

Our beloved Motherland Bangladesh is a lush land of natural beauty. This country is full of flowers, fruits, birds. Various poets of the country have written poems about flowers while talking about flowers. Many singers have sung songs. So the poet has written to express the beauty of the country

"Nowhere can such a country be found. You are the queen of all countries. She is my native land. "
This Bangladesh of six seasons changes its form every season and assumes a new form. At six times, new flowers appeared in front of us. Our eyes are dazzled by the dazzling beauty of flowers. Red, yellow, blue, white and other colorful flowers bloom in this country almost all year round. Some are small in size, some are medium in size and some are small in size. Some flowers have a smell and some flowers do not. Some take care of the yard and pick flowers In the forest, the colors of many unknown flowers bloom in the forest. However, even if the flowers bloom in the forest, the beauty of the flowers is not less.
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ফুল, ফল, পাখি সবকিছুতে যেন পরিপূর্ণ এই দেশ। দেশের বিভিন্ন কবি ফুলের কথা বলতে গিয়ে ফুল নিয়ে লিখেছেন কবিতা। অনেক গায়ক গেয়েছেন গান।তাইতো দেশের সৌন্দর্যকে প্রকাশ করতে গিয়ে কবি লিখেছেন

“এমন দেশটি কোয়াথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ”
ছয় ঋতুর এই বাংলাদেশ প্রতি ঋতুতে তার রূপ বদলে আবার নতুন রূপ ধারণ করে। ছয়টি সময়ে নতুন নতুন ফুলের সমারোহ নিয়ে হাজির হয় আমাদের সামনে। ফুলের চোখ ধাধানো সৌন্দর্যে আমাদের চোখ জুড়িয়ে যায় ।প্রায় সারাবছরেই লাল, হলুদ, নীল, সাদা ও আরো রং বেরঙের ফুল ফুটে এই দেশে। কোনোটি আকারে ছোট কোনোটি আকারে মাঝারি আবার কোনোটি ছোট। কিছু ফুলে গন্ধ আছে আবার কিছু ফুলে গন্ধ নেই। কেউ কেউ বাড়ির আঙিনায় যত্ন করে ফুলগাছ তুলে৷ বনে জঙ্গলে ফুটে নাম না জানা অনেক বাহারের রঙ। তবে বন জঙ্গলে ফুল ফুটলেও সেই ফুলের সৌন্দর্য কম নয়।

IMG_20240801_105429_5.jpeg

Dahlia is one of the winter flowers. It is a popular flower among all for its variety of colors, beautiful arrangement of petals and large size. At present, commercial dahlia flower cultivation has increased to a large extent in Manikganj.

On a winter morning, when the sunlight breaks through the fog and falls on the dew-bathed dahlias, the winter nature is mesmerized by the beauty of the diffused light. The dahlia flower has grown so fast that it has now completely conquered the market. Dahlia's beauty has helped its spread.

It is known that this incredibly beautiful flower is named after the famous Swedish horticulturist Andredal. Dahlia flower is very popular among all for its beautiful arrangement of petals and variety of colors. Dahlia flowers come in different shapes and colors including red, white, orange, purple, yellow, except blue and green. Dahlia plants are about 50 to 150 cm tall with soft and hollow stems. Cultivation is generally done by planting tubers directly near the seed bed or in tubs during Kartika-Agrahayana month. It is also propagated from cuttings. Each branch of the dahlia plant is cut to make a pen. The proper time for making branch pen is Paush-Magh month.

Some of the notable species of this flower are Single Dahlia, Collared Dahlia, Star Dahlia, Decorative Dahlia, Anemone Dahlia, Starlet Queen, White Star, Cactus Dahlia, etc.

Gardener Nahida Jeni, who grows beautiful flowers on the roof, said that these flowers can easily be cultivated in a small space in the courtyard of the house, in the balcony of the flat or on the roof. Flowering is possible in a very short period of time. If you take a good seedling from the nursery and plant it in a tub, it will start blooming after a few months or if it is a good variety, it will bloom till March.

Abdur Rashid, the owner of Manikganj's Rifat Nursery, said dahlias are of different colors. Among them, people are more attracted to red colored dahlias. The character of the flowers is similar to that of sunflowers. Dahlia plants need to be watered a lot, but it is better to water them in small amounts more frequently after the budding. The soil at the base of the tree should be kept loose and weed free. But when the seedlings are young, loosen the soil and clean the weeds once a week and before irrigation.

শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া অন্যতম। বর্ণবৈচিত্র্য, পাপড়ির দৃষ্টিনন্দন বিন্যাস ও বড় আকারের জন্য এটি একটি সবার কাছেই জনপ্রিয় ফুল। বর্তমানে মানিকগঞ্জে বাণিজ্যিক ভিত্তিক ডালিয়া ফুলের চাষ বৃদ্ধি পেয়েছে বহুলাংশে।

শীতের সকালে কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের আলো যখন শিশির-স্নাত ডালিয়ার ওপর পড়ে, তখন বিচ্ছুরিত সে আলোর সৌন্দর্য্যে বিমোহিত হয়ে পড়ে শীতের প্রকৃতি। ডালিয়া ফুলের প্রসার এত দ্রুত ঘটেছে যে এখন তা রীতিমতো বাজার মাত করেছে। ডালিয়ার সৌন্দর্য তার প্রসারে সহায়ক হয়েছে।

জানা যায়, অসম্ভব সুন্দর এই ফুলের নামকরণ করা হয় সুইডেনের বিখ্যাত উদ্যানতত্ত্ববিদ আন্দ্রেডালের নামানুসারে। ডালিয়া ফুলের পাপড়ির দৃষ্টিনন্দন বিন্যাস ও বর্ণ বৈচিত্র্যের জন্য এটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। ডালিয়া ফুল বিভিন্ন আকারের ও লাল, সাদা, কমলা, বেগুনি, হলুদসহ বিভিন্ন রঙের হয় শুধু নীল আর সবুজ রঙ ছাড়া। কোমল ও ফাঁপা কা-বিশিষ্ট ডালিয়া গাছের উচ্চতা হয় প্রায় ৫০ থেকে ১৫০ সেন্টিমিটার। কন্দ থেকে কার্তিক-অগ্রহায়ণ মাসে সরাসরি বীজতলার নিকটবর্তী স্থানে বা টবে রোপণ করে সাধারণত এর চাষ করা হয়। এছাড়াও শাখা কলম থেকে এর বংশবিস্তার হয়। ডালিয়া গাছের প্রতিটি শাখা কেটে কলম তৈরি করা হয়। শাখা কলম তৈরির উপযুক্ত সময় হল পৌষ-মাঘ মাস।

IMG_20240801_105429_3.jpeg

Marigolds are very popular and widely used flowers. It is a winter flower. Marigold flowers are of different varieties and colors. Apart from beautifying the garden, this flower is widely used in various festivals, puja-parban and home decoration. In our village Bengal, marigold flowers bloom soon and they create beauty. The marigold flower plant is already grown in different places and it gradually grows in size and increases the beauty of the place where so many flowers are blooming there. So for those of you who have come to see gadha flower from here, we have provided it to draw and after viewing this image you can download it. For those who don't know marigold flower, we have made it known by giving the pictures here. Here you can see the thin type of donkey flower as well as the pressed pile. Marigolds are widely used in various decorations due to their low cost. So the pictures of marigold flowers are nicely provided here so that you can use them for various purposes as well as develop familiarity with this flower. So take a look at the marigold images and download the ones you like.

If you want to use other flowers in the decoration of different places starting from the ceremony of ber turmeric, then it costs a lot of money. But due to the low cost of marigolds, you can use them at a very low cost and can enhance the beauty of any place. For those who do not care about money, this flower is used in the wedding ceremony. So you can go to the flower market and buy these flowers very easily after looking at the pictures of different types of flowers accordingly.

Whether different types of flowers have a scent or not, those scents can easily attract our mind. When you smell different types of flowers, fragrant flowers will create a different kind of pleasure in your mind. Although marigold flowers are odorless, they play a very important role in enhancing beauty and many places are beautifully decorated with marigold flowers.

গাঁদা অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফুল। এটি একটি শীতকালীন ফুল। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের হয়। বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বন ও গৃহসজ্জায় এ ফুলের ব্যাপক ব্যবহার হয়।আমাদের গ্রাম বাংলায় গাঁদা ফুল অচিরেই ফুটে উঠে এবং সেগুলো সৌন্দর্য সৃষ্টি করে। বিভিন্ন জায়গায় গাঁদা ফুলের গাছ এমনিতেই জন্মে ওঠে এবং সেটা বড় আকৃতির হয়ে আস্তে আস্তে সেখানে এত পরিমাণ ফুল ফুটেছে সেই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে ফেলে। তাই আপনারা যারা গাধা ফুল এখান থেকে দেখতে এসেছেন তাদের উদ্দেশ্যে আমরা ছবি আঁকার এটা প্রদান করলাম এবং এই ছবি দেখে নিয়ে আপনারা হয়তো তা ডাউনলোড করতে পারেন।যারা গাঁদা ফুল চেনেন না তাদের উদ্দেশ্যে আমরা এখানে ছবিগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে চেনাতে পারলাম। এখানে আপনারা পাতলা ধরনের গাধা ফুল যেমন দেখতে পারবেন তেমনি ভাবে চাপা গাদা দেখতে পারবেন। গাঁদা ফুল বিভিন্ন ডেকোরেশন এর ক্ষেত্রে কম দাম হয়ে থাকার কারণে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাই গাঁদা ফুলের ছবিগুলো এখানে সুন্দরভাবে প্রদান করা হলো যাতে করে আপনারা এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করার পাশাপাশি এই ফুলের সঙ্গে পরিচিতি গড়ে তুলতে পারেন। তাই গাঁদা ফুলের ছবিগুলো আপনারা দেখে নিন এবং যেগুলো ভালো লাগবে সেগুলো ডাউনলোড করে নিন।

বের হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন স্থান খুব সুন্দর ভাবে সাজানোর ক্ষেত্রে অন্য ফুল যদি ব্যবহার করতে চান তাহলে সে ক্ষেত্রে অনেক টাকা খরচ পড়ে। কিন্তু গাঁদা ফুলের দাম কম হওয়ার কারণে এগুলো খুব কম খরচে আপনারা ব্যবহার করতে পারবেন এবং যে কোন স্থানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। টাকা পয়সা যাদের কাছে ব্যাপার না ঠিক তাদের কাছেও এই ফুল বিয়ের হলুদের অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনারা সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ফুলের ছবিগুলো দেখে নিয়ে এই ফুল বাজারে গিয়ে খুব সহজে কিনতে পারবেন।

বিভিন্ন ধরনের ফুলের গন্ধ থাকুক অথবা না থাকুক সেই গন্ধ গুলো আমাদের মনকে খুব সহজেই আকর্ষণ করতে পারে। আপনারা যখন বিভিন্ন ধরনের ফুলের গন্ধ শুকবেন তখন গন্ধযুক্ত ফুল আপনাদের মনের ভেতরে এক অন্য ধরনের ভালো লাগা সৃষ্টি করাবে। যদিও গাঁদা ফুলে গন্ধ নেই তারপরও এটা সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গাঁদা ফুলের মাধ্যমে অনেক জায়গায় খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়।

IMG_20240824_073754_75.jpeg

Call me Madhumalati. Madhumalati is really calling now. A few days ago, the tree was hanging like a dry rope on the gate or boundary wall of the house. Now in the middle of Chaitra it is full of flowers. The color of the petals is mainly red. Can be called light red. When the wind blows, the white color behind the petals is also visible. As the blossoms sway in the gentle breeze, their sweet fragrance wafts around. The pedestrian has to stop suddenly. Take a deep breath. There is a feeling of admiration inside.
Not only ordinary people, Rabindranath especially liked this flower. He adopted the flower by name. Madhumanjarilata, which is said in the beginning, is actually the name given by Kabiguru. He loved green trees, fresh flowers and birds. loved We find evidence of this in Rabindranath's life and writings. He looked at this flower from the same place of love and feeling. An unknown flower. What was its name, what was its history, no one knew.Not only ordinary people, Rabindranath especially liked this flower. He adopted the flower by name. Madhumanjarilata, which is said in the beginning, is actually the name given by Kabiguru. He loved green trees, fresh flowers and birds. loved We find evidence of this in Rabindranath's life and writings. He looked at this flower from the same place of love and feeling. An unknown flower. What was its name, what was its history, no one knew.As the reason, he wrote, 'This creeper must have a foreign name - I don't know, there is no need to know. The flowers of this vine are not used in the temples of our country, but the great pleasure of the deity who is free outside the temple is developed in it. Kavyasaraswati is not a captive deity of any temple, I decided to plant this flower for her use, so I had to give it a new name. There is nothing foreign about it in its form and taste, it does not feel the slightest disgust in the air of this country, so I took it as my own.However, the name given by Kabiguru may seem difficult to pronounce. In that case, it can be called 'mediocrity'. But don't go to say the least. Apart from the word 'creeper' it is difficult to find any similarity between the two flowers.
According to botanist Dwijen Sharma, Madhumalati is a Malaysian species. Leaves are single-oblong. 6-8 cm long. Veins slightly hairy. Format is different. The stem is about 5 cm long. 5 round sticks in the mouth. Flowers 2 cm wide. There are two varieties with white and small double flowers. Dansiflora species have large flowers. About 7 cm long. Mouth 3 cm wide. Leaves, flowers, inflorescences of Malabarica species are small. But Ajra. After this the flower will not be mistaken.

মধুমালতী ডাকে আয়। এখন সত্যি যেন ডাকছে মধুমালতী। ক’দিন আগেও বাড়ির গেটে বা সীমানা প্রাচীরের ওপর শুকনো দড়ির মতো ঝুলছিল গাছটি। এখন চৈত্রের মাঝামাঝি সময়ে এসে ফুলে ফুলে ভরে উঠেছে। পাপড়ির রং মূলত লাল। হাল্কা লাল বলা যায়। উল্টো বাতাস বইলে পাপড়ির পেছনের সাদা রংটাও দৃষ্টিগোচর হয়। থোকা থোকা ফুল যখন মৃদু বাতাসে দুলে তখন এর মিষ্টি ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়ে। পথিককে হঠাৎ থামতে হয়। বড় করে নিশ্বাস নিতে হয়। তাতেই মুগ্ধ একটা অনুভূতি হয় ভেতরে।
সাধারণ মানুষ শুধু নন, রবীন্দ্রনাথ এ ফুলটিকে বিশেষ পছন্দ করেছিেেলন। নাম দিয়ে ফুলটিকে আপন করে নিয়েছিলেন তিনি। শুরুতে যে বলা হলো মধুমঞ্জরিলতা, এটি আসলে কবিগুরুর দেয়া নাম। তিনি সবুজ বৃক্ষ তরুলতা ফুল পাখি পছন্দ করতেন। ভালোবাসতেন। রবীন্দ্রনাথের জীবন-যাপনে, বহু লেখায় আমরা এর প্রমাণ পাই। একই প্রেম ভাব ও বোধের জায়গা থেকে এ ফুলের দিকে তাকিয়েছিলেন তিনি। তখনও অচেনা এক ফুল। এর কী নাম, কী বৃত্তান্ত, কেউ জানত না।

IMG_20240824_073754_76.jpeg

IMG_20240801_105429_30.jpeg

wood gola A unique beautiful flower. The shape of this flower is so charming that one cannot touch it without seeing it. Everyone likes this flower with a touch of dark yellow between the pale white petals.

Some people think that there is no such beautiful flower in the world. Anyone will fall in love with this flower at a glance. How lovely are the petals of the wood rose.

He is so beautiful to see the rain-drenched wood rose! It cannot be concluded. White, pink, yellow, how many colors, how many types of roses there are. But no matter the variety of Kathgolap, people's hearts will be touched.

How strange is the name Kathgolap. Kathgolap is also amazingly beautiful. Among all the flowers that people have enjoyed so far, Kathgolap is at the top of all.

Many people like to take pictures of woodpecker in the trunk. Some people like to take photos with a rose in their hand during sunset. No matter how the photo is taken, the beauty of Kathgolap will impress everyone.

When the flowers are blooming on the branches of the rosewood tree, how beautiful those flowers are! One cannot find anyone who is not charmed by the charming form of Kathgolap. Especially, today's girls love kathgolap a lot.

We all are more or less familiar with the flower called wood rose. Not like rose, and has nothing to do with wood either. But for some unknown reason the flower has been given the name wood rose.

But also known as Gulachi, Katchampa, Golakchampa, Gourchampa, Gulanch. The flower has arrived as an ornamental plant in many Asian countries. Mainly native flower of Mexico, South America, Caribbean region, Venezuela and South Indian region.

Called Plumeria in America, Egg Flower in South China, Ampola in Venezuela. Flowers bloom all year round. A bouquet of beautifully scented flowers will bring a sense of calmness.

The illusion of whiteness of Kathgolap spreads love in anyone's heart. Milk white petals and yellow spots on the flowers depending on the variety, and reddish pink spots on some flowers. This color arrangement on the center of the white petals of the flower easily impresses any flower lover.

Kathgolap trees can grow up to 8-10 meters tall. Long bark covered and spreading in dense circular branches. The bark is thick and thick. The branches of the tree have a white poisonous sap.

Although flowers bloom throughout the year, more flowers are seen in summer, monsoon and autumn. The diameter of the flower is about two inches. There are five petals. The fragrance of the flower spreads more at night.

কাঠগোলাপ। অনন্য সুন্দর একটি ফুল। এই ফুলের রূপ এতটাই মোহনীয়, যে কেউ যদি কাঠগোলাপ দেখে না ছুঁয়ে পারবে না। ধবধবে সাদা রঙের পাপড়িগুলোর মাঝে গাঢ় হলুদ রঙের ছোঁয়া লাগা এই ফুলকে সবাই পছন্দ করে।

কেউ কেউ মনে করে কাঠগোলাপের মতো এত সুন্দর ফুল আর পৃথিবীতে হয় না। এক পলক দেখাতেই এই ফুলের প্রেমে পড়ে যাবে যে কেউ। কাঠগোলাপের পাপড়িগুলো কতই না মনোরম।

বৃষ্টিভেজা কাঠগোলাপ দেখতে সে কী অপরূপ সুন্দর! বলে শেষ করা যাবে না। সাদা, গোলাপি, হলুুদ কত রঙের, কত জাতের কাঠগোলাপই না আছে। তবে কাঠগোলাপ যে জাতেরই হোক না কেন, মানুষের মন কাড়বেই।

কাঠগোলাপের নামটি কেমন যেন অদ্ভূত। তেমনি কাঠগোলাপও অদ্ভূত রকমের সুন্দর। এ যাবৎ মানুষ যত ফুলকে নিয়ে মেতেছে তার মধ্যে কাঠগোলাপ সবার শীর্ষে।

খোঁপায় কাঠগোলাপ গুঁজে ছবি তুলতে অনেকেই পছন্দ করে। আবার কেউ কেউ সূর্যাস্তের সময় হাতে কাঠগোলাপ রেখে ছবি তুলতে পছন্দ করে। যেভাবেই ছবি তোলা হোক না কেন, কাঠগোলাপের রূপ-সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই।

কাঠগোলাপ গাছের ডালে ডালে যখন থোকা থোকা ফুল ফুটে থাকে, সেই থোকা থোকা ফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগে! কাঠগোলাপের মোহনীয় রূপে মুগ্ধ হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে, এখনকার মেয়েরা কাঠগোলাপকে অনেক বেশি পছন্দ করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!