Travel Jatrabari to Dhaka Jamuna Future Park I like it very much Alhamdulillah. And it is a favorite place for me. I will visit again when I have time, inshallah.

in r2cornell •  21 days ago 

1000111064.jpg

আসসালামুয়ালাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা সৃষ্টিকর্তা রহমতে সকলেই কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তা রহমতে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটা উন্নত মানের মার্কেট শপিং মল এবং এটা কোথায় এবং আমি কিভাবে সেখানে গেলাম এবং কি রকম দেখতে সমস্ত বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা থেকে সেগুলো শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।

1000111061.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি কিছুদিন পূর্বে অর্থাৎ বৃহস্পতিবার ১৯ তারিখে আমার মাদ্রাসা থেকে আমি ঘুরতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি আপনাদের সাথে ইতিপূর্ব শেয়ার করেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় এবং আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে অর্থাৎ যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে আমি ঘুরতে যাই বৃহস্পতিবার আসর নামাজের পর অর্থাৎ ১৯ তারিখে ঘুরতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক এবং সেখানে গিয়ে আমার কেমন লেগেছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং কিছু ফটোগ্রাফির করেছি সেগুলো আজকে আমি আপনাদের সাথে পোস্ট করে শেয়ার করবো ইনশাল্লাহ।

1000111063.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা যমুনা ফিউচার পার্কে গিয়ে আবার অনেক ভালো লেগেছে এবং সেখানে সব ধরনের জিনিস অর্থাৎ কেনাকাটার জন্য এমন কিছু নাই যে সেখানে দেখি নাই এক কথায় বলতে গেলে একজন মানুষ বেঁচে থাকার জন্য যত জিনিস জীবনে প্রয়োজন সব ধরনের জিনিস সেখানে পাওয়া যায় সেখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছে কারণ আমি ইতিপূর্বে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যখন গিয়েছিলাম এরকম জিনিস আমি দেখছিলাম আবার যখন যমুন ফিউচার পার্ক গেলাম হুবাহু ওরকম জিনিসই দেখলাম এবং শপিং মলটা অনেক উন্নত এবং অনেক চমৎকার দেখতে আমি প্রায় সব তালাই অর্থাৎ সব ফ্লোরে দেখেছি কিন্তু সব গুলির ফটোগ্রাফি আমি করি নাই যেগুলো করেছি সেগুলো আজকে আমি আপনাদের সাথে পোস্ট করে শেয়ার করবে ইনশাল্লাহ।

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ও আমাকে নতুন হিসেবে সকলে সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শ চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।

1000111060.jpg

Assalamualaikum.
Blurt's dear brothers and friends, how are you all, by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.
Blurt's dear brothers and friends, I am from Bangladesh, today I will share with you a high-quality market shopping mall in Bangladesh, where it is, how I went there, and what it looks like. Today I will try to share with you some of my experiences, InshaAllah.

Blurt's dear brothers and friends, a few days ago, on Thursday the 19th, I went to visit Jamuna Future Park from my madrasa.
Dear brothers and friends of Blurt, I have already shared with you that my home is in Sirajganj Sadar Police Station in Sirajganj district and I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University. From there, that is, from Jatrabari Madrasa, I went to visit Jamuna Future Park on Thursday after Asr prayers, that is, on the 19th, and I will share with you today how I felt after going there and I will post some photographs that I took today and share them with you, Inshallah.

Dear brothers and friends of Blurt, I really enjoyed going to Jamuna Future Park again and there is nothing for shopping that I have not seen there. In a word, all the things a person needs in life are available there. I really enjoyed going there because when I went to Bashundhara City Complex earlier, I was seeing such things. When I went to Jamuna Future Park, I saw exactly the same things and the shopping mall is very advanced and looks very nice. I have seen almost all the floors, but I have not taken photographs of all the places. I will post and share them with you today, Inshallah.

Dear brothers and friends of Blurt, I am done here today. May everyone be well and healthy and support me as a new person. I will try to follow your advice, Inshallah. Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!