আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান আল্লাহতালার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সকলেই আল্লাহতালা রহমতে কেমন আছেন আশা রাখি সকলেই আল্লাহতালা রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে আমি আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করবো যা ইতি পূর্বে আমি তা কখনো করি নাই আজকে করার ইচ্ছা করেছি। তো আজকে কি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।
Blurt প্রিয় ভাইরা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সে বিষয়টা কিছুদিন আগেকার বিষয় যাই হোক আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি এবং আপনারা সকলে অবগত আছেন যে আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় এবং আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়।
সেখান থেকে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম সেখানে দেশের সর্বোচ্চ স্থানীয় কারীরা এবং বিদেশের সর্বোচ্চ স্থানীয় কারীরা এসে কনসার্ট করেছেন সেখানে আমি সেটা দেখার জন্য গিয়েছিলাম সেটা দেখে আমার অনেক ভালো লেগেছে এবং সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা করেছি এবং করব ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সেদিন আমি অনেক ঘুরাঘুরি করেছি এবং সেগুলো দুই একটা ফটোগ্রাফি আমি করেছি সেগুলো আজকে আমি আপনাদের সাথে পোষ্টের মাধ্যমে শেয়ার করবে ইনশাল্লাহ।
যদিও সেখানকার দেশে ও বিদেশী কারীদের নাম আমার মনে নাই তবে বাংলাদেশের দুই একজনের নাম আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি বাংলাদেশের একজন কারীদের মধ্যে অন্যতম কারী হচ্ছে আবু রায়হান তিনি দেশীয় বিদেশে শিষ্য নিয়ে স্থান থেকে জয় হয়ে এসেছেন তিনি ও সে কনসার্টে উপস্থিত হয়েছিলেন। বিদেশ থেকে অনেকে আসছিলেন সেই কনসার্টে সেগুলোর সবারই আমি ফটো করি নাই তবে একজন করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর এই কনসার্টের বাকি বিষয়গুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
Blurt এর প্রিয় ভাইরা বন্ধুরা সকলে ভালো থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum.
I begin with Bismillahir Rahmanir Rahim In the name of Allah, the Most Gracious, the Most Merciful. All praise is due to Allah, the Lord of the worlds.
Dear Blurt brothers, friends, how are you all, by the grace of Allah, I hope you are all well and healthy, by the grace of Allah, Alhamdulillah, I am also well and healthy, by the grace of Allah.
Dear Blurt brothers, friends, I am from Bangladesh, I will share with you something today that I have never done before, and I wanted to do it today. So, what I will share with you today, I will tell you today, Insha Allah.
Blurt Dear brothers and friends, the topic that I am going to share with you today is a topic that I have told you about a few days ago and you all are aware that my home is in Sirajganj Sadar Police Station in Sirajganj district and I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University.
From there, I went to a place where the best local Qaris of the country and the best local Qaris of abroad came and performed a concert. I went there to see it and I liked it very much and I wanted to share that topic with you today and I will do it InshaAllah.
Dear brothers and friends of Blurt, that day I traveled a lot and I took a couple of photographs of them, which I will share with you today through a post InshaAllah.
Although I do not remember the names of the Qaris from the country and the foreign ones, I am sharing the names of two of them with you now. One of the Qaris from Bangladesh is Abu Raihan. He has come from a place where he has become a champion with disciples both domestically and abroad. He also attended that concert. Many people were coming from abroad to that concert, I did not take photos of all of them, but I did take one, I will share it with you today, God willing, and I will try to share the rest of the things from this concert with you later, God willing.
Dear brothers and friends of Blurt, please be well, support me more, I will try to give you advice, God willing, God willing.