আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সৃষ্টিকর্তা রহমতের সকলে কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তার রহমতের সকলে ভালো আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গতকাল অর্থাৎ শুক্রবার জুমার নামাজের পর আমাদের একটা আন্দোলন হয়েছে কি বিষয়ে আন্দোলন হয়েছে সে বিষয় টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি ইতিপূর্বে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি গতকালকে অর্থাৎ শুক্রবার জুমার নামাজের পর গিয়েছিলাম একটা আন্দোলন মিছিলে সেই মিছিল টা ছিল ইসলামিক মিছিল কেননা কিছুদিন পূর্বে বিশ্ব ইজতেমা ময়দানে রাত্রি গভীর হওয়ার পর ওলামা ও ছাত্ররা যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন ওলামাও ছাত্র দের উপরে কঠোরভাবে নির্যাতন ও অত্যাচার করেছে এতে ওলামায়ে কেরামদের মধ্যে তিনজন সেই দিন শহীদ হয়ে গেছে এবং অনেকেই আহত হয়েছে সেই সাদিয়ানীদের বিরুদ্ধে সারা বাংলাদেশেই মিছিল হচ্ছে ও আন্দোলন হচ্ছে সেই সূত্রে যাত্রাবাড়ী থানা সামনে যাত্রাবাড়ী চৌরাস্তায় যাত্রাবাড়ীর ওলামায়ে কেরাম ও যাত্রাবাড়ীর ছোট-বড় যে সমস্ত মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসা থেকে কিছু কিছু ছাত্র গিয়ে সে আন্দোলনের সঙ্গী হয়েছিল সে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সাদিয়ানীদের কে যেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হয় কারণ তারা কল্পিতভাবে আলেম ওলামা ছাত্রদের উপরে হামলা হয়েছে তাই তার আবেদন করার জন্য আমরা কতকাল শুক্রবার জুমার নামাজের পর যাত্রাবাড়ী চৌরাস্তায় এই আন্দোলনটা করেছি সেখানে আমি উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ এবং সেখানকার ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি আলহামদুলিল্লাহ। এবং সেখানে যাত্রাবাড়ীর বড় বড় ওলামায়ে কেরামগণ কঠিন অহংকার দিয়েছেন যেন তারা অতি তাড়াতাড়ি অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেন অতি তাড়াতাড়ি সাদিয়ানিদের কে আয়নের আওতায় এনে বিচার করা হয়। আমরা দোয়া করব অতি তাড়াতাড়ি যেন এদেরকে ধরে আইনের আওতায় এনে বিচার করা হয়।
Blurt এর প্রিয় ভাইরা বন্ধুরা যাই হোক আজকের মত এখানেই সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাকে নতুন হিসেবে সকলেই সাপোর্ট দেবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum.
Dear brothers of Blurt, friends, how are you all, by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am also well and healthy by the grace of God.
Dear brothers of Blurt, friends, I am from Bangladesh, today I will share with you that we had a movement after Friday prayers yesterday, and I will share with you today what the movement was about, InshaAllah.
Dear brothers and friends of Blurt, I have already said that my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station. I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University. From there, I went to a protest march yesterday, that is, after Friday prayers. That march was an Islamic march because a few days ago, after the night fell at the Bishwa Ijtema Maidan, when the Ulama and students were asleep, the Ulama also severely tortured and tortured the students. Three of the Ulama were martyred that day and many were injured. There are marches and movements all over Bangladesh against those Sadyanis. On that basis, some students from the Ulama of Jatrabari and all the small and big madrasas of Jatrabari went to that protest and joined the protest. The main purpose of that protest was to bring the Sadyanis under the law and try them because they are fictitiously scholars. Ulama students have been attacked, so we have been holding this movement at Jatrabari intersection after Friday prayers to appeal for it, I was present there, Alhamdulillah, and I worked as a volunteer there, Alhamdulillah. And there, the big Ulama of Jatrabari have given a strong arrogance that they should bring the Saadianis under the law very soon, that is, on behalf of the government, very soon. We will pray that they should be caught very soon and brought under the law and tried.
Dear brothers and friends of Blurt, anyway, I will end here for today, everyone will be well and healthy, and everyone will support me as a new person. I will try to follow your advice, Insha Allah. Allah Hafez.