Dear Blurt brothers and friends, today I have shared with you the last chapter of Bukhari Sharif from my madrasa.

in r2cornell •  20 days ago 

1000126551.jpg

1000126552.jpg
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি
সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তায়ালার বিশেষ রহমতে সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ নেয়ামতে সকলেই ভাল আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তায়ালার অশেষ নিয়ামতে এবং আপনাদের দোয়ায় অনেক ভাল আছি ও সুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমি এমন একটা বিষয় আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি যা এতি পূর্ববে আমি কখনো পোস্ট করি নাই এবং পোস্ট করার ইচ্ছা ছিল না কিন্তু আজকে যখন হঠাৎ করে আমার ফোনের গ্যালারিতে প্রবেশ করলাম তখন দেখে মনে হল যে এ বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে সেটা হয়তো আমার জানা নেই তবে আমার কাছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার কাছে অনেকটা ইম্পরট্যান্ট বিষয় সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা করেছি তাই আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব ইনশাল্লাহ।

1000126541.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরাও বন্ধুরা, সকলের অবগত আছেন যে আমি ইতিপূর্বে বলেছি আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় এবং আমি লেখাপড়া করি জামেয়া ইসলামের দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এই মাদ্রাসায় আমাদের অনেক ধরনের কিতাব আদি অর্থাৎ অনেকটি হাদিসের কিতাব পড়ানো হয় তবে এই হাদিসের কিতাবের মধ্যে সর্ব উত্তম অর্থাৎ দলিল আঁদিল্লা ক্ষেত্রে যে কিতাবের হাদিস সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে বুখারী শরীফ সেই বুখারী শরীফের শেষ ছবক যেদিন হয়েছিল সেই দিনের কিছু দুই একটা ফটোকপি করেছি সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য ইচ্ছা করেছি আমি বলেছি আপনাদের এই বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ সারা বছর ক্লাস করে শেষ ছবকের একটা অংশ তখন এমন একটা সময় যে শুধু ছাত্ররা নয় মাদ্রাসার সমস্ত ওস্তাদরা সেখানে উপস্থিত হয়ে শেষ ছবক ক্লাস করেছেন যদি আমি ওস্তাদদের কোন ফটোগ্রাফি করতে পারি নাই কারণ মাদ্রাসায় মোবাইল চালানো নিষিদ্ধ যদি মোবাইল ধরতে পারে তাহলে এখলাস করে দিবেন তাই আমি ওস্তাদের সামনে মোবাইল ফোন বের করতে পারি নাই।

1000126538.jpg

Blurt এর প্রিয় ভাই ও বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম সকলে আমাকে বসে বসে সাপোর্ট দিবেন আমি আপনাদের পরামর্শ চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ

1000126534.jpg

Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim. I begin in the name of Allah, the Most Gracious, the Most Merciful.
All praise is for Allah, the Lord of the worlds.
Dear brothers of Blurt, friends, by the special mercy of Allah, I hope that everyone is well and healthy by the infinite blessings of Allah, Alhamdulillah. I am also very well and healthy by the infinite blessings of Allah and your prayers.
Dear brothers of Blurt, friends, I am from Bangladesh, today I have come to you with a topic that I have never posted before and I did not intend to post, but today when I suddenly entered my phone's gallery, I felt like sharing a little about this topic with you because I may not know how you will feel about it, but it is a very important topic for me and a very important topic for me, so I wanted to share it with you today, Inshallah.

Dear brothers and friends of Blurt, everyone is aware that I have already said that my home is in Sirajganj Sadar Police Station in Sirajganj district and I study at Jamia Islam Darul Uloom Madania South Jatrabari Dhaka University. In this madrasa, we are taught many types of books, including many hadith books, but the best of these hadith books, that is, the book whose hadiths are most acceptable in the field of evidence and evidence, is Bukhari Sharif. I have made a few photocopies of the day when the last shabak of Bukhari Sharif took place. I wanted to share them with you today. I told you that this matter is not that important to you, but it is very important to me because after classes all year, a part of the last shabak is a time when not only the students but also all the madrasa masters are present there and have their last shabak classes. If I could not take any photographs of the masters because using mobile phones is prohibited in the madrasa, if they can catch a mobile phone, they will confess, so I took out my mobile phone in front of the masters. I couldn't.

Dear brothers and friends of Blurt, everyone stay well, stay healthy, I'm done here today, everyone will sit and support me, I will try to follow your advice, InshaAllah, Allah Hafez
1000126536.jpg

1000126536.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!