Dear friends of Blurt, I went to a concert a few days ago. Today I would like to share some of my experiences with you. I really enjoyed it, Alhamdulillah.

in r2cornell •  18 days ago 

1000119907.jpg
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শুরু করছি মহান আল্লাহতালার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সকলেই আল্লাহর রহমতে কেমন আছেন আশা রাখি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি অসুস্থ আছি।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আজকে আমরা আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যা গতকালকে আমি কিছু আলোচনা করেছিলাম তার কিছু আলোচনা আজকে আমি করব ইনশাল্লাহ।

1000119967.jpg

Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমি গতকালকে বলেছিলাম এবং ইতিপূর্বে আমি অনেকবার বলেছি যে আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আমি কিছুদিন পূর্বে করতে গিয়েছিলাম ঢাকায় কমলাপুর অবস্থিত একটি কনসার্ট অনুষ্ঠানে তার কিছু বিষয় আমি আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছি এবং আমি এটা বলেছি যে সেখানে অর্থাৎ সে কনসার্টে বাংলাদেশের সর্বোচ্চ স্থানীয় কারীরা এবং বিদেশী সর্বোচ্চ স্থানীয় কারীরা সেখানে এসে কোরআন তেলাওয়াত করে সকলকেই মুগ্ধ করেছেন।
শুধু তাই নয় এবং সেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক শিল্পী এসেছিলেন তার মধ্যে আমি দুই একটার নাম এবং দুই একটা ফটোগ্রাফি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
Blurt এর প্রিয় ভাইরা বন্ধুরা সেখানে বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা আসছিল আমি দু-একটা শিল্পীর নাম বলছি সেগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মাহমুদ হুজায়ফা তিনি অত্যন্ত সুন্দর ও সুশীল কণ্ঠ দিয়ে আমাদেরকে ইসলামী সংগীত শুনিয়েছেন যা শুনে আমরা মুগ্ধ হয়েছি এবং সেখানে উপস্থিত হয়েছিল বাংলাদেশের অন্যতম ইসলামিক সংগীতের সংগীত কার শেখ এনাম তিনিও অত্যন্ত সুন্দর ইসলামী সংগীত দিয়ে আমাদেরকে খুশি করে দিয়েছেন আর যা শুনে আমরা মুগ্ধ হয়েছি এবং অন্তরে প্রশান্তি লাভ করেছে। এবং সেখানে বাংলাদেশের অন্যতম একজন শিল্পী উপস্থিত হয়েছিলেন তার নাম হচ্ছে আনিছুর রহমান আনসারী তিনিও অনেক সুন্দর গজল গিয়ে শ্রোতাদেরকে মুগ্ধ করে গেছেন আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আমার অনেক অনেক ভালো লেগেছে।
Blurt এর প্রিয় ভাইরা ও বন্ধুরা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজকের মত আমি এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ।

1000119841.jpg

Assalamu Alaikum.
Bismillahir Rahmanir Rahim.
I start in the name of Allah the Almighty, the Most Gracious, the Most Merciful. All praise is for Allah the Almighty, the Lord of the whole world.
Blurt's dear brothers and friends, how are you all, by the grace of Allah, I hope everyone is well and healthy by the grace of Allah the Almighty, Alhamdulillah, I am also well by the grace of Allah the Almighty and your prayers, I am sick.
Blurt's dear brothers and friends, I am from Bangladesh, today we are with you on a topic that I discussed yesterday, I will discuss some of it today, God willing.

Blurt's dear brothers and friends, I said yesterday and I have said many times before that my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station, I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University. From there, I went to a concert in Kamalapur, Dhaka a few days ago, and I shared some of it with you yesterday, and I said that there, that is, in that concert, the highest local reciters of Bangladesh and the highest local reciters of foreign reciters came there and impressed everyone by reciting the Quran.
Not only that, but many artists came there from remote areas of Bangladesh, of which I will share the names of two and two photographs with you today, God willing.
Dear brothers and friends of Blurt, many artists from Bangladesh were coming there, I will mention the names of two artists, one of whom is Mahmud Huzaifa, he sang Islamic music to us with a very beautiful and refined voice, which we were impressed to hear, and Sheikh Enam, one of the singers of Islamic music in Bangladesh, was there, he also pleased us with very beautiful Islamic music, which we were impressed to hear and found peace in our hearts. And one of the artists of Bangladesh was present there, his name is Anisur Rahman Ansari, he also sang many beautiful ghazals and impressed the audience, Alhamdulillah, I really enjoyed going there.
Dear brothers and friends of Blurt, may everyone be well and healthy, I have finished here today, Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!