আসসালামু আলাইকুম।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা সৃষ্টিকর্তার রহমতে সকলেই কেমন আছেন।
আশা রাখি সৃষ্টিকর্তা রহমতে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ আমি ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ও সুস্থ আছে।
Blurt এর প্রিয় ভাই ও বন্ধুরা আমি বাংলাদেশ থেকে আমি আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে আসছি এমন একটা জিনিস আপনাদের সাথে উপস্থাপনা করব অর্থাৎ আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব করতে পারেন আমি কখনো এই বিষয়ে শেয়ার করি নাই জিনিসটা সেরকম কোন আহামরি নয় তবুও আমি গত দুইদিন ধরে জিনিসটা দেখতেছি এবং খাচ্ছি আমার কাছে অনেক মজা লাগছে এবং ভালো লেগেছে সেই অভিজ্ঞতা থেকেই আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব ইনশাআল্লাহ।
Blurt এরপরেও পায়রা বন্ধুরা আজকে আমি যে জিনিসটা শেয়ার করব সাধারণ একটা স্যাম্পল পিঠার সম্পর্কে যেটা শীতের মৌসুমে অনেক ভালো লাগে এবং খেতে অনেক সুস্বাদু আর এটা আমি কোথায় থেকে কোথায় গিয়ে খেয়েছি এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক যেটা আমি বলতে চাচ্ছি এবং আমি এটা ইতিপূর্বেও বলেছি যে আমার বাসা সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ সদর থানায় কাওয়া কোলা ইউনিয়নে ৬ নং ওয়ার্ড সোয়া শেখা গ্রামে বসবাস করি
এবং আমি লেখাপড়া করি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমি গত দুইদিন ধরে আমাদের মাদ্রাসা অর্থাৎ যাত্রাবাড়ী বড় মাদ্রাসা থেকে গিয়ে আমি এটা খেয়েছি কি পিঠা সেটাই এখন বলবো ইনশাআল্লাহ।
এটা হল আমাদের বাসায় বলা হয় পাটি সাপটা পিঠা সেই পিঠার দুই একটা আমি ফটোগ্রাফি করেছি সেগুলো আমি শেয়ার করব আজকে ইনশাল্লাহ। তো আমি জানি না আপনাদের বাসায় এই পিঠা কে কি বলে তবে আপনাদের ভাষাটা আমাকে কমেন্ট বক্সে সাপোর্ট করে এটা বলে যাবেন অনেক অনেক খুশি হব ইনশাল্লাহ।
Blurt এর প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকের মত আমি এখানে সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বিশেষ করে আমি প্রায় ২২ থেকে ২৩ দিন নিয়মিত ছিলাম না সেটার কারণ আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি তাই আমাকে বেসি বেসি সাপোর্ট করবেন এবং আমাকে ভালো পরামর্শ দিবেন আমি আপনাদের পরামর্শে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ।
Assalamu Alaikum.
Dear brothers and friends of Blurt, how are you all by the grace of God?
I hope that by the grace of God, everyone is well and healthy.
Alhamdulillah, I am well and healthy by the grace of God.
Dear brothers and friends of Blurt, I am from Bangladesh, I am bringing such a thing to you today, I will present such a thing with you, that is, I will share such a thing with you. I have never shared this topic before. The thing is not that unusual. However, I have been watching and eating the thing for the last two days. I find it very fun and I like it. Today, I will share something with you from that experience, Insha Allah.
Blurt Even then, friends, today I will share a simple sample of pitha which is very good in the winter season and very delicious to eat and where I have eaten it and where I have eaten it, this is what I will share with you today, Inshallah. Whatever I want to say and I have said it before, my home is in Sirajganj district, Sirajganj Sadar Police Station, Ward No. 6, Sowa Shekha village, Kawa Kola Union
And I study at Jamia Islamia Darul Uloom Madania South Jatrabari Dhaka Arabic University from there I have been to our madrasa, Jatrabari Boro Madrasa for the last two days and I have eaten it, what pitha is it, I will tell you now, Inshallah.
This is what is called in our house, Pati Sapta Pitha, I have taken photographs of two of those pitha, I will share them today, Inshallah. So I do not know what this pitha is called in your house, but if you support me in your language in the comment box and tell me, I will be very happy, Inshallah.
Dear brothers of Blurt, friends, I have concluded here as of today. May everyone be well and healthy, especially since I have not been regular for about 22 to 23 days, that is why I shared it with you yesterday. So please support me a lot and give me good advice. I will try to follow your advice, InshaAllah, Allah Hafez.